রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০১; ২৩ বছর আগে (2001)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামআরএসটিইউ, রবিপ্রবি

রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রংপুর জেলায় রংপুর সরকারী কারমাইকেল কলেজে স্থাপনের জন্য প্রস্তাবিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টির আইন পাশ হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৭ খ্রিষ্টাব্দের পর রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আসে। কিন্তু, ১৯৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্দোলন হয়।[২] ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনা সরকারের মেয়াদকালে রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 'রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' পাশ করা হয়। প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়টির জমি অধিগ্রহণ শুরু হয়।[২] ২০০১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম বন্ধ করে দেয়।[২] সংসদে 'রংপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯' নামে একটি নতুন আইন পাশের মাধ্যমে ১২ অক্টোবর, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করে পুরনো বিশ্ববিদ্যালয়ের জায়গায়।[২] ২০০৮-এ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলেও, বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করতে কোনো পদক্ষেপ নেয়নি। ২০২১ সালে রংপুরে একটি সভায় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার কথা বলেন।[৩] এরপরও বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দেখা যায়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]