বৃষকেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৃষকেতু
বৃষকেতু, কর্ণ এবং বৃষালীর কনিষ্ঠতম পুত্র
লিঙ্গপুরুষ
পরিবার
যবনন্তার কন্যা (স্ত্রী)

বৃষকেতু (সংস্কৃত: वृषकेतु) হিন্দু সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি চরিত্র। তিনি কর্ণবৃষালীর পুত্র এবং কর্ণের পুত্রদের মধ্যে কনিষ্ঠতম। কুরুক্ষেত্র যুদ্ধের পরে, অর্জুন বৃষকেতুকে যুদ্ধকৌশল প্রশিক্ষণ দেন, পরে তাকে অঙ্গের রাজা করেন।

কিংবদন্তি[সম্পাদনা]

বৃষকেতু ছিলেন কর্ণের কনিষ্ঠতম পুত্র। তিনিই কর্ণের একমাত্র পুত্র যিনি কুরুক্ষেত্র যুদ্ধে বেঁচে ছিলেন। যখন কুন্তীর জ্যেষ্ঠ পুত্র হিসাবে কর্ণের পরিচয় প্রকাশিত হয়, তিনি পাণ্ডবদের পৃষ্ঠপোষকতা পান এবং অঙ্গ রাজ্য লাভ করেন। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের আগে, তিনি বেশ কয়েকজন রাজার বিরুদ্ধে অর্জুনের যুদ্ধসমূহে অংশ নিয়েছিলেন।[১] বৃষকেতু চন্দ্রবংশ রাজবংশের রাজা অনুশাল্বকে বন্দী করে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Himanshu Agarwal, 2016, Mahabharata Retold: Part - 1, Notion Press.
  2. Garg, Gaṅgā Rām (১৯৯২)। Encyclopaedia of the Hindu World (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। পৃষ্ঠা 528। আইএসবিএন 978-81-7022-375-7 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • লরা গিবস, পিএইচডি। আধুনিক ভাষা MLLL-4993. ভারতীয় মহাকাব্য।
  • ডাউসনের ক্লাসিক্যাল ডিকশনারী অফ হিন্দু মিথলজি