মাদ্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদ্রী
Pandu at Shatasrunga Hill.jpg
শতশৃঙ্গ পর্বতে যজ্ঞ সম্পাদনেরত পাণ্ডু এবং তার সাথে মাদ্রী ও কুন্তী।
পরিবারভ্রাতাগণ
  • শল্য (বড় ভাই)
  • মদ্রসেন (ছোট ভাই)
দাম্পত্য সঙ্গীপাণ্ডু
সন্তানপুত্রগণ সৎপুত্র

মাদ্রী (সংস্কৃত: माद्री) হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম নারীচরিত্র। তিনি হলেন মদ্রদেশের রাজকন্যা এবং হস্তিনাপুরের রাজা পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী। তিনি কনিষ্ঠ পাণ্ডবদ্বয় তথা যমজ ভাই নকুলসহদেবের গর্ভধারিনী বা মাতা। তার ভাই হলেন মদ্রদেশের যুবরাজ এবং পরবর্তীতে রাজা শল্যমাদ্রী শব্দের অর্থ হলো মদ্র দেশের রাজকন্যা, অথবা মদ্রকুমারী[১]

পান্ডুর সাথে বিবাহ[সম্পাদনা]

কুন্তির সাথে তার বিয়ের পরে পাণ্ডু মদ্ররাজের কনিষ্ঠ কন্যা মাদ্রীকে বিয়ে করেছিলেন। পান্ডু ও মাদ্রীর কোন সন্তান ছিল না। ফলস্বরূপ, সপত্নী কুন্তীর কাছ থেকে ঋষি দুর্বাসাপ্রদত্ত পুত্রেষ্টিমন্ত্র অল্পসময়ের জন্য চেয়ে নিয়ে তিনি অশ্বিনীকুমারদ্বয়কে পুত্রদান নিমিত্তে আহ্বান করেন। তাদের আশীর্বাদে দুই পুত্র (কনিষ্ঠ পাণ্ডব) নকুলসহদেবের জন্ম হয়।

নকুল ও সহদেবের জন্মের পর পাণ্ডু একদা বনে মাদ্রীকে দেখে কামার্ত হয়ে যৌনসঙ্গমে লিপ্ত হন। এই সঙ্গমের ফলে পান্ডুর মৃত্যু হয়। নিজেকে স্বামীর মৃত্যুর জন্য দায়ী ভেবে মাদ্রী তাঁর পুত্রদের কুন্তীর দায়িত্বে রেখে সতী (স্বামীর চিতায় স্বেচ্ছায় সহমরণে যাওয়া) হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. www.wisdomlib.org (২০১২-০৬-১৫)। "Madri, Mādrī, Mādri, Madrī: 14 definitions"www.wisdomlib.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১