আশরাফুল হক চৌধুরী
রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী | |
---|---|
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ নৌবাহিনী |
কার্যকাল | ১৯৮৮ – বর্তমান |
পদমর্যাদা | রিয়ার অ্যাডমিরাল |
নেতৃত্বসমূহ |
|
রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে নির্বাহী শাখায় কমিশনপ্রাপ্ত হন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি আন্তঃবাহিনীর বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেন এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে তিনি সুদানে দায়িত্ব পালন করেছেন।
আশরাফুল হক ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডার ও বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।[৩] ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিযুক্ত হন এবং ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক"। দ্য ডেইলি ক্যাম্পাস। ২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী"। দ্য ডেইলি স্টার বাংলা। ২৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য আশরাফুল হক"। জাগোনিউজ২৪.কম। ২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "প্রজ্ঞাপন"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির ৪র্থ উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হকের যোগদান"। দেশ রূপান্তর। ৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।