ফক্বিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফক্বিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদ হলো বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ। এখানে একসাথে প্রায় ৭০ হাজার মানুষ নামাজ পড়তে পারেন।[১]

অবস্থান[সম্পাদনা]

ফক্বিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদ ঢাকার একটি অভিজাত এলাকা বসুন্ধরা আবাসিকের এন ব্লকের দ্বিতীয় পার্টে অবস্থিত।[২]

নামকরণ[সম্পাদনা]

বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহমান (র.) এর নামে মসজিদের নামকরণ করা হয়েছে।[১]

বর্ণনা[সম্পাদনা]

বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মিত এই মসজিদ প্রায় ৮ বিঘা জমির ওপর বানানো হচ্ছে। এর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ১০ তলা এই মসজিদের প্রতি তলায় ৫০ হাজার স্কয়ারফুটে সর্বমোট ৪৫ টি করে নামাজের কাতার থাকবে। প্রতি কাতারে প্রায় ২০০ জন মানুষ নামাজের জন্য দাঁড়াতে পারবেন। প্রতি তলার ধারণ ক্ষমতা ৭ হাজার জন। মসজিদের সাথে ওজুখানা, জানাজার স্থান, একটি মাদ্রাসা ও ঈদ্গাহ থাকবে। মসজিদের মিনার হবে ১২০ ফুট উঁচু, যা কষ্টিপাথর দিয়ে নির্মাণ করা হবে। মসজিদের একদম মধ্যভাগে থাকবে একটি গম্বুজ। বর্তমানে মসজিদের নীচতলায় নামাজ পড়া হয়।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বসুন্ধরায় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ 
  2. NewsDesk1 (২০১৮-১২-১২)। "নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৭০ হাজার মুসল্লি"BD Time (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. www.banglanews24.com https://www.banglanews24.com/national/news/bd/336577.details। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)