দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ৩ মার্চ ১৯৮৩ |
ধরণ | স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে | দিনাজপুর সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরল, খানসামা, কাহারোল, বোচাগঞ্জ |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
স্টাফ | ৩৭৯ |
ওয়েবসাইট | dinajpurpbs1 |
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুর অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
ইতিহাস[সম্পাদনা]
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুরের ৭টি থানা (দিনাজপুর সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরল, উপজেলা, কাহারোল ও বোচাগঞ্জ) নিয়ে কাজ করে যাচ্ছে যা ১৯৭৯ সালে নিবন্ধিত একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। গ্রামীণ বিদ্যুৎতায়ন বোর্ড (The Rural Electrification Board of Bangladesh) ১৯৭৭ সালে গঠন করে আজ পর্যন্ত গ্রামীণ পর্যায়ে আলোকিত করে আসছে। [১]
কার্যক্রম[সম্পাদনা]
বর্তমানে দিনাজপুরের সাতটি থানা নিয়ে কাজ করে যাচ্ছে, যার আয়তন ২০৩৮.২৫ বর্গ কিঃ মিঃ। অন্তর্ভুক্ত এলাকার জনসংখ্যা ১৬,১৫,৪৬৩, মোট ইউনিয়নের সংখ্যা/বিদ্যুতায়িত ইউনিয়নের সংখ্যা ৬১/৬১, মোট গ্রামের সংখ্যা/ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ১১৫৩/৭১৫ এবং উপকেন্দ্রের সংখ্যা ৫টি (০১ টি ২০ এমভিএ, ০৩ টি ১৫ এমভিএ এবং ০১টি ১০ এমভিএ)=মোট-৭৫ এম,ভি,এ। [২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি"। বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।
- ↑ "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১"। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |