দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
দিনাজপুর পবিস-১ | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ৩ মার্চ ১৯৮৩ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২৫°৪১′২১″ উত্তর ৮৮°৩৯′৫৯″ পূর্ব / ২৫.৬৮৯২৭৯° উত্তর ৮৮.৬৬৬২৯৩° পূর্ব |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সিনিয়র জেলারেল ম্যানেজার | মোঃ সাইফুল ইসলাম |
স্টাফ | ৩৭৯ |
ওয়েবসাইট | pbs1 |
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুর অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
ইতিহাস[সম্পাদনা]
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দিনাজপুরের ৭টি থানা (দিনাজপুর সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরল, খানসামা, কাহারোল ও বোচাগঞ্জ) নিয়ে কাজ করে যাচ্ছে যা ১৯৭৯ সালে নিবন্ধিত একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৯৭৭ সালে গঠন করে আজ পর্যন্ত গ্রামীণ পর্যায়ে আলোকিত করে আসছে। [১]
কার্যক্রম[সম্পাদনা]
বর্তমানে দিনাজপুরের সাতটি থানা নিয়ে কাজ করে যাচ্ছে, যার আয়তন ২০৩৮.২৫ বর্গ কিঃ মিঃ। অন্তর্ভুক্ত এলাকার জনসংখ্যা ১৬,১৫,৪৬৩, মোট ইউনিয়নের সংখ্যা/বিদ্যুতায়িত ইউনিয়নের সংখ্যা ৬১/৬১, মোট গ্রামের সংখ্যা/ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ১১৫৩/৭১৫ এবং উপকেন্দ্রের সংখ্যা ৫টি (০১ টি ২০ এমভিএ, ০৩ টি ১৫ এমভিএ এবং ০১টি ১০ এমভিএ)=মোট-৭৫ এম,ভি,এ। [২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি"। বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।
- ↑ "দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১"। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |