বিষয়বস্তুতে চলুন

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২
যশোর পবিস-২
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত২৮ সেপ্টেম্বর ১৯৭৯; ৪৫ বছর আগে (1979-09-28)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরমনিরামপুর, যশোর
যে অঞ্চলে
যশোর জেলা, নড়াইল জেলাখুলনা জেলা আংশিক
পরিষেবাবিদ্যুৎ সরবরাহ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মহম্মদ আব্দুল লতীফ[]
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs2.jessore.gov.bd

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ খুলনা বিভাগের যশোর জেলায় ০৫টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস, ০৩টি এরিয়া অফিস এবং ১৬টি অভিযোগ কেন্দ্রের[] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিবন্ধিত হয় ২৮ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ০২ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে।

ইতিহাস

[সম্পাদনা]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও নড়াইল জেলার নড়াইল, লোহাগড়া, কালিয়া এবং খুলনা জেলার ফুলতলা উপজেলায় বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ করিয়া সংশিস্নষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২ ফেব্রুয়ারী ১৯৮১ সালে এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। ইতিমধ্যে সমিতি এলাকায় ১৮টি বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে ৯২৬০ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণ করিয়া ৫,৩৩,৬৪২ টি বিভিন্ন শ্রেণীর গ্রাহককে সংযোগ প্রদানের মাধ্যমে ক্রার্যক্রম অব্যহত রয়েছে। এ সমিতির অধীনে যশোর জেলা, নড়াইল জেলা ও খুলনা জেলার আংশিক, ০৭টি (মণিরামপুর, কেশবপুর, অভয়নগর, ফুলতলা, নড়াইল, লোহাগড়া, কালিয়া) উপজেলা, ৮৪টি ইউনিয়ন ও ১২৩৫টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর যশোর জেলার মনিরামপুরে উপজেলায় অবস্থিত।

জোনাল অফিসসমূহ

[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতি-২র অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • নওয়াপাড়া জোনাল অফিস[]
  • নড়াইল জোনাল অফিস[]
  • কেশবপুর জোনাল অফিস[]
  • লোহাগড়া জোনাল অফিস[]
  • কালিয়া জোনাল অফিস[]

সাব-জোনাল অফিস

[সম্পাদনা]
  • রাজগঞ্জ সাব-জোনাল অফিস
  • সাগরদাঁড়ি সাব-জোনাল অফিস
  • সিঙ্গাড়ী সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যা

[সম্পাদনা]

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাড়ে পাঁচ লক্ষেরও বেশি বিভিন্ন শ্রেণীর গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

[সম্পাদনা]
  • মোট আয়তন: ২০০২ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১০.০৩% (জুন, ২০২৩ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ২০টি
  • মোট নির্মিত লাইন: ৯৪০৯ কিলোমিটার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অফিস প্রধান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২"pbs2.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৫ 
  2. "একনজরে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২"pbs2.jessore.gov.bd। ২০২২-০৯-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 
  3. "নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.sadar.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 
  4. "নড়াইল সদর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.narailsadar.narail.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 
  5. "কেশবপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.keshabpur.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 
  6. "লোহাগড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.lohagara.narail.gov.bd। ২০২২-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 
  7. "কালিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kalia.narail.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯