নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
নোয়াখালী পবিস
নীতিবাক্যশ্যামল শোভার পল্লীতে সমৃদ্ধি আসুক বিদ্যুতে
গঠিত৪ঠা এপ্রিল, ১৯৮৫
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরবেগমগঞ্জ, নোয়াখালী
অবস্থান
  • নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নোয়াখালী
যে অঞ্চলে
নোয়াখালী জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ জাকির হোসেন[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটhttp://pbs.noakhali.gov.bd/

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম বিভাগ এর নোয়াখালী জেলায় আটটি জোনাল অফিস, একটি সাব-জোনাল অফিস, চারটি এরিয়া অফিস এবং ৩১টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

সমবায়ের সার্বজনীন নীতিমালা এবং ‘লাভ নয়, লোকসান নয়’ এ দর্শনের উপর ভিত্তি করে গ্রাহকগণকে প্রকৃত সুবিধা মালিকানায় স্বীকৃতি দিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে।

জোনাল অফিস সমূহ[সম্পাদনা]

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • চাটখিল জোনাল অফিস[৪]
  • সেনবাগ জোনাল অফিস[৫]
  • সোনাইমুড়ী জোনাল অফিস[৬]
  • কোম্পানীগঞ্জ জোনাল অফিস[৭]
  • সোনাপুর জোনাল অফিস[৮]
  • কবিরহাট জোনাল অফিস[৯]
  • সুবর্ণচর জোনাল অফিস[১০]
  • আমিন বাজার জোনাল অফিস

সাব-জোনাল অফিস[সম্পাদনা]

  • নয়নপুর সাব-জোনাল অফিস

এরিয়া অফিস[সম্পাদনা]

  • কানকিরহাট এরিয়া অফিস
  • আমিশাপাড়া এরিয়া অফিস
  • লন্ডনমার্কেট এরিয়া অফিস
  • ফকিরহাট এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা[সম্পাদনা]

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ছয় লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  2. "নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নোয়াখালী"pbs.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  3. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  4. "চাটখিল জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.chatkhil.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  5. "সেনবাগ জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.senbug.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  6. "সোনাইমুড়ী জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.sonaimuri.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  7. "কোম্পানীগঞ্জ জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.companiganj.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  8. "সোনাপুর জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.sadar.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  9. "কবিরহাট জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.kabirhat.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  10. "সুবর্ণচর জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.subarnachar.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১