কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
কুড়ি-লাল পবিস | |
![]() | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ২০ জানুয়ারি ১৯৯৬ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | মুক্তারাম (ত্রিমোহনী), কুড়িগ্রাম |
অবস্থান |
|
যে অঞ্চলে | কুড়িগ্রাম, লালমনিরহাট |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
জেনারেল ম্যানেজার | মোঃ মহিতুল ইসলাম[১] |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs |
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা ও লালমনিরহাট জেলায় ০৭টি জোনাল অফিস এবং ১২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ২০ জানুয়ারি, ১৯৯৬ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ০২ এপ্রিল, ১৯৯৬ সালে।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। এ সমিতির অধীনে ১১টি উপজেলা, ৮২টি ইউনিয়ন ও ১৮৮২টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামে অবস্থিত।
জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- নাগেশ্বরী জোনাল অফিস[৪]
- উলিপুর জোনাল অফিস[৫]
- লালমনিরহাট জোনাল অফিস[৬]
- ভুরুঙ্গামারী জোনাল অফিস[৭]
- ফুলবাড়ী জোনাল অফিস[৮]
- আদিতমারী জোনাল অফিস[৯]
- চিলমারী জোনাল অফিস[১০]
গ্রাহক সংখ্যা
[সম্পাদনা]কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।[২]
অন্যান্য তথ্য
[সম্পাদনা]- মোট আয়তন: ২৩৭৬ বর্গ কিলোমিটার
- সিষ্টেম লস: ১৯.৭৯% (জানুয়ারি, ২০২২)
- উপকেন্দ্র: ১৩টি
- মোট নির্মিত লাইন: ১০৫৩২ কিলোমিটার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.kurigram.gov.bd। ২০২২-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ ক খ "কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.kurigram.gov.bd। ২০২২-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"। reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "নাগেশ্বরী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "উলিপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.ulipur.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "লালমনিরহাট জোনাল অফিস, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "ভুরুঙ্গামারী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.bhurungamari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "ফুলবাড়ী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.phulbari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "আদিতমারী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.aditmari.lalmonirhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।
- ↑ "চিলমারী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.chilmari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭।