জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
অবয়ব
জয়পুরহাট পবিস | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ৯ ফেব্রুয়ারি ১৯৮৬ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | সদর রোড, জয়পুরহাট |
যে অঞ্চলে | জয়পুরহাট জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
সিনিয়র জেনারেল ম্যানেজার | মোঃ এনামুল হক প্রামাণিক[১] |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs |
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় ০৩টি জোনাল অফিস, ০১টি সাব-জোনাল অফিস, ০২টি এরিয়া অফিস এবং ১৪টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ২৫ ফেব্রুয়ারি, ১৯৮৫ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ৯ ফেব্রুয়ারি, ১৯৮৬ সালে।
ইতিহাস
[সম্পাদনা]জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে। এ সমিতির অধীনে ০৫টি উপজেলা, ৩২টি ইউনিয়ন ও ৯২৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর জয়পুরহাট জেলায় অবস্থিত।
জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- পাঁচবিবি জোনাল অফিস[৩]
- আক্কেলপুর জোনাল অফিস[৪]
- কালাই জোনাল অফিস[৫]
সাব-জোনাল অফিস
[সম্পাদনা]- ক্ষেতলাল সাব-জোনাল অফিস
এরিয়া অফিস
[সম্পাদনা]- দূর্গাদহ এরিয়া অফিস
- শালাইপুর এরিয়া অফিস
গ্রাহক সংখ্যা
[সম্পাদনা]জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় আড়াই লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।
অন্যান্য তথ্য
[সম্পাদনা]- মোট আয়তন: ৯৬৫ বর্গ কিলোমিটার
- সিস্টেম লস: ১০.৭২&% (জুলাই, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্রের সংখ্যা: ১০টি
- মোট নির্মিত লাইন: ৪৯৭১.৭২৩ কিলোমিটার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অফিস প্রধান, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.joypurhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "একনজরে, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)। pbs.magura.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।
- ↑ "পাঁচবিবি জোনাল অফিস, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.panchbibi.joypurhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।
- ↑ "আক্কেলপুর জোনাল অফিস, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.akkelpur.joypurhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।
- ↑ "কালাই জোনাল অফিস, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.kalai.joypurhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।