ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি
ঝালকাঠি পবিস | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ২ জানুয়ারি ২০০০ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | ঝালকাঠি জেলা |
অবস্থান |
|
যে অঞ্চলে | ঝালকাঠি জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
অনুমোদন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | http://pbs.jhalakathi.gov.bd/ |
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় ১টি জোনাল অফিস, ১টি সাব-জোনাল অফিস এবং ৭টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে ৭টি এলাকায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ০২ জানুয়ারী ২০০০ সালে ।[১][২]
ইতিহাস[সম্পাদনা]
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধন পায় ০১ জানুয়ারী ২০০০ সালে এবং যাত্রা শুরু হয় ২৫ মার্চ ২০০১ সালে। এ সমিতির অধীনে ৪টি উপজেলা, ৩২টি ইউনিয়ন, ৪৫১টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর প্রতাব, ঝালকাঠি জেলায় অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহ[সম্পাদনা]
এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- রাজাপুর জোনাল অফিস।[১]
সাব-জোনাল অফিসসমূহ[সম্পাদনা]
- নলছিটি সাব জোনাল অফিস।[১]
এরিয়া অফিসসমূহ[সম্পাদনা]
গ্রাহক সংখ্যা[সম্পাদনা]
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এর প্রায় ১,২৫,৫৭৫ জন গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্য[সম্পাদনা]
- মোট আয়তন: ৭১৭.৫৬ বর্গকিলোমিটার
- সিষ্টেম লস: ১১.৫০%
- উপকেন্দ্র: ৫টি
- উপকেন্দ্রের ক্ষমতা: ৬০ এমভিএ।[১]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ "ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, ঝালকাঠি"। pbs.jhalakathi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০।
- ↑ "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"। www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০।