সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২
অবয়ব
সিলেট পবিস-২ | |
![]() | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ৬ মে ১৯৯৮ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | দরবস্ত, জৈন্তাপুর, সিলেট |
অবস্থান |
|
যে অঞ্চলে | সিলেট জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs2 |
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সিলেট বিভাগের সিলেট জেলায় ২ টি জোনাল অফিস, ৩ টি সাব-জোনাল অফিস এবং ৯টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৬ মে।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিবন্ধিত হয় ১৯৯৮ সালে এবংবিদ্যুতায়িত হয় ১৯৯৯ সালে। এ সমিতির অধীনে ৭টি উপজেলা, ৪১টি ইউনিয়ন ও ১২১৪টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর সিলেটের জৈন্তাপুরে অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- কানাইঘাট জোনাল অফিস
- কোম্পানীগঞ্জ জোনাল অফিস[১]
সাব-জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]- গোনাইঘাট সাব-জোনাল অফিস
- শিবেরবাজার সাব-জোনাল অফিস
- [১]গাছবাড়ি সাব- জোনাল অফিস
অভিযোগ কেন্দ্র
[সম্পাদনা]- সড়কের বাজার
- গাছবাড়ি
- সালুটিকর
- ইছাকলস
- বিন্নাকান্দি
- ছনবাড়ী
- হাদারপার
- মমতাজগঞ্জ বাজার
- রাধানগর বাজার
- দয়ারবাজার[১]
গ্রাহক সংখ্যা
[সম্পাদনা]সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২ লক্ষ ৩০ হাজারেরও অধিক গ্রাহক রয়েছে।[১]
অন্তর্ভুক্ত উপজেলা
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত উপজেলাগুলো হচ্ছে::
- সিলেট সদর
- জৈন্তাপুর উপজেলা
- গোয়াইনঘাট উপজেলা
- কানাইঘাট উপজেলা
- কোম্পানীগঞ্জ উপজেলা
- ছাতক উপজেলা (অংশিক) ও দোয়ারা বাজার (আংশিক)।[১]
অন্যান্য তথ্য
[সম্পাদনা]- মোট আয়তন: ১৮১৩ বর্গকিলোমিটার
- সমিতির এলাকা সংখ্যা: ৬টি
- উপকেন্দ্রেরসংখ্যা: ৮ টি
- এরিয়া অফিস: ১টি
- সিস্টেম লস: ৯.৮৮%[১]