মিরপুর ১১ মেট্রো স্টেশন
মিরপুর ১১ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ঢাকা মেট্রোরেলের স্টেশন | |||||||||||
![]() মে ২০২২ সালে নির্মাণের সময় | |||||||||||
স্থানাঙ্ক | ২৩°৪৯′০৯″ উত্তর ৯০°২১′৫৫″ পূর্ব / ২৩.৮১৯০৪° উত্তর ৯০.৩৬৫২৯° পূর্ব | ||||||||||
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | ||||||||||
পরিচালিত | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড | ||||||||||
লাইন | লাইন ৬ | ||||||||||
প্ল্যাটফর্ম | পার্শ্ব প্ল্যাটফর্ম | ||||||||||
রেলপথ | ২ টি | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উড়াল | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ৩ | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | হ্যাঁ ![]() | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২৯ ডিসেম্বর ২০২২ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১,৫০০ ভোল্ট ডিসি ওভারহেড লাইন | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() |
মিরপুর ১১ মেট্রো স্টেশন ঢাকা মেট্রোরেলের একটি স্টেশন। এই স্টেশনটি ঢাকার মিরপুরে অবস্থিত। স্টেশনটি এমআরটি লাইন ৬-এর অন্তর্গত।
ইতিহাস[সম্পাদনা]
মিরপুর ১১ মেট্রো স্টেশনটি "প্যাকেজ সিপি-০৪"-এর অধীনে নির্মিত হয়। স্টেশন ও রেলপথের জন্য উত্তোলিত সেতু নির্মাণের আবেদনের বিজ্ঞপ্তি ২০১৫ সালের ৩০ জুন প্রকাশিত হয় এবং আবেদনের জমার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর ২০১৫। "প্যাকেজ সিপি-০৪"-এর কাজের চুক্তি পায় ইতালীয়-থাই উন্নয়ন পাবলিক কোম্পানি লিমিটেড। চুক্তি দলিলটি এনবিআর তদন্ত এবং আইন ও সংসদ বিষয়ক তদন্তের জন্য ২০১৭ সালের ২৯ মার্চ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এই চুক্তি প্যাকেজের জন্য স্বাক্ষর অনুষ্ঠান ২০১৭ সালের ৩ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ২ আগস্ট নির্মাণকাজ শুরু হয়।[১] ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই স্টেশনের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়।[২]
২০২২ সালের ডিসেম্বর অনুযায়ী স্টেশনটি ২০২৩ সালের মার্চে মাসে মেট্রো রেল পরিষেবার জন্য উদ্বোধন করা হবে।[২][৩]
স্টেশন[সম্পাদনা]
স্টেশন বিন্যাস[সম্পাদনা]
জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, টিকেট বিক্রয় মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, বাম দরজা খুলবে ![]() | |
দক্ষিণদিকগামী | দিক → মিরপুর ১০ | |
উত্তরদিকগামী | দিক ← পল্লবী | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, বাম দরজা খুলবে ![]() | ||
এল২ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "CP-03, CP-04 (Viaduct & Stations, Uttara-Agargaon)"। dmtcl.gov.bd। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
- ↑ ক খ আনোয়ার হোসেন (৭ ডিসেম্বর ২০২১)। "আগামী ডিসেম্বরে চড়া যাবে মেট্রোরেলে"। ঢাকা: www.prothomalo.com। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ প্রতিনিধি, বিশেষ। "২৬ মার্চ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল, নেই হাফ ভাড়া"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১।