যায়দী ইমামগণ
শিয়া ইসলাম |
---|
ধারাবাহিকের অংশ |
ইসলাম প্রবেশদ্বার |
যায়দী ইমামগণ (আরবি: الأئمّة الزيدية, প্রতিবর্ণীকৃত: Aʼimmah az-Zaydiyyah; ফার্সি: امامان زیدیه) হলেন শিয়া ইসলামের যায়দী শাখার আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা বা ইমাম। ইসনা আশারিয়া ও ইসমাইলিদের বিপরীতে যায়দীরা তাদের ইমামদের প্রতি অতিমানবিক গুণাবলী আরোপ করে না।[২] যায়দী, দ্বাদশী ও ইসমাইলিরা অভিন্নভাবে প্রথম চার ইমামকে স্বীকৃতি দেয়; তবে যায়দী রা যায়দ ইব্ন আলীকে পঞ্চম ইমাম হিসেবে গণ্য করে। তাদের বিশ্বাসমতে যায়দের পর হাসান বা হোসেনের বংশোদ্ভূত যে কেউ নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ইমাম হতে পারেন।[৩] ঐতিহাসিকভাবে খ্যাত অন্যান্য যায়দী ইমামদের মধ্যে ইয়াহিয়া ইবনে যায়দ, মুহম্মদ আন-নফস আজ-জাকিয়া এবং ইব্রাহীম ইবনে আব্দুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইমামদের তালিকা
[সম্পাদনা]যায়দী ইমামদের কোনো তর্কাতীত তালিকা নেই, যেহেতু বহু ইমাম সর্বজনীনভাবে স্বীকৃতি পাননি এবং অনেক সময় নিম্নভূমির রাজবংশ বা তুর্কদের দ্বারা অভিগ্রস্ত হয়েছিলেন। নিম্নের তালিকাটি নিরপেক্ষভাবে অন্তর্ভুক্তিমূলক।[৪][৫][৬][৭]
- আলী ইবনে আবী তালিব (৬৩২–৬৬১)
- হাসান ইবনে আলী (৬৬১–৬৭০)
- হোসাইন ইবনে আলী (৬৭০–৬৮০)
- আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন (৬৮০–৭১৩)
- যায়দী ইব্ন আলী (৭১৩–৭৪০), জয়নুল আবেদীনের পুত্র
- হাসান ইবনে হাসান আল-মুসানা (৭১২–৭১৫), হাসান ইবনে আলীর পুত্র
- ইয়াহিয়া ইবনে যায়দ (৭৪০–৭৪৩), যায়দের পুত্র
- মুহাম্মদ আন-নফস আজ-জাকিয়া ইবনে আব্দুল্লাহ ইবনু হাসান আল-মুসানা
- ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা
- আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
- আল-হাসান ইবনে ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ
- আল-হোসাইন ইবনে আলী ইবনে হাসান আল-মুসালাস ইবনে হাসান আল-মুসানা
- ঈসা ইবনে যায়দ ইবনে আলী
- ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা
- প্রথম ইদ্রিস ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান আল-মুসানা, ইদ্রিসীয় রাজবংশের প্রতিষ্ঠাতা
- মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে হাসান আল-মুসানা
- মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে যায়দ
- মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে দাউদ ইবনে হাসান আল-মুসানা
- আল-কাসিম আর-রাসসী ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে হাসান আল-মুসানা (—৮৬০)
- আল-হোসাইন ইবন আল-কাসিম (–৮৯৭)
- আল-হাদী ইলাল হক ইয়াহিয়া ইবন আল-হোসাইন (৮৯৭–৯১১)
- আল-মুর্তজা মুহাম্মদ ইবন আল-হাদী (৯১১–৯১৩)
- আন-নসর আহমদ ইবন আল-হাদী (৯১৩–৯৩৪ বা ৯৩৭), আল-মুর্তজার ভাই ও আল-হাদীর পুত্র
- আল-মুন্তাখাব আল-হাসান (৯৩৪–৯৩৬ বা ৯৩৯), আন-নসরের পুত্র
- আল-মুখতার আল-কাসিম (৯৩৬–৯৫৬), আল-মুন্তাখাবের ভাই
- আল-মনসুর ইয়াহিয়া (৯৩৪–৯৭৬), আল-মুন্তাখাবের ভাই
- আদ-দাঈ ইউসুফ (৯৭৭–৯৯৯), আল-মনসুরের পুত্র
- আল-মনসুর আল-কাসিম আল-ইয়্যানি (৯৯৯–১০০২)
- আদ-দাঈ ইউসুফ (১০০২–১০১২), দ্বিতীয় মেয়াদি
- আল-মাহদী আল-হোসাইন (১০০৩–১০১৩), আল-মনসুর আল-কাসিমের পুত্র
- আল-মুয়াইয়াদ আহমদ ইবন আল-হোসাইন (১০১৩–১০২০)
- আবু তালিব ইয়াহিয়া (১০২০–১০৩৩)
- আল-মু’ইদ লি দীনিল্লাহ (১০২৭–১০৩০)
- আবু হাশিম আল-হাসান (১০৩১–১০৪০)
- আবুল ফাতহ আন-নাসির আদ-দাইলামি বিন আল-হোসাইন (১০৩৮–১০৫৩)
- আল-মুহতাসিব আল-মুজাহিদ হামজা (১০৬০–১০৬৭), আবু হাশিম আল-হাসানের পুত্র
- আল-মুতাওয়াক্কিল আহমদ বিন সুলাইমান (১১৩৮–১১৭১), আন-নাসির আহমদের বংশধর
- আল-মনসুর আব্দুল্লাহ বিন হামজা (১১৮৭–১২১৭), আল-মুহতাসিবের বংশধর
- আন-নাসির মুহাম্মদ বিন আব্দুল্লাহ (১২১৭–১২২৬), আল-মনসুর আব্দুল্লাহর পুত্র
- আল-হাদী ইয়াহিয়া বিন মুহসিন (১২১৭–১২৩৯)
- আল-মাহদী আহমদ বিন আল-হোসাইন (১২৪৮–১২৫৮)
- আল-হাসান বিন ওয়াহাহাস (১২৫৮-১২৬০), মৃ. ১২৮৫
- ইয়াহিয়া বিন মুহাম্মদ আস-সিরাজী (১২৬১–১২৬২), মৃ. ১২৯৬
- আল-মনসুর আল-হাসান বিন বদর আদ-দ্বীন ১২62২-১২71১ (আল-হাদী ইয়াহিয়ার চাচাতো ভাইয়ের ছেলে)
- আল-মাহদী ইব্রাহিম বিন আহমদ তাজ আদ-দ্বীন 1272–1276, ডি। 1284 (ভাতিজা)
- আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন ইয়াহিয়া বিন আল-মুরতদা 1276–1298
- আল-মাহদী মুহাম্মদ 1301–1328 (ছেলে)
- আল-মুআইয়াদ ইয়াহইয়া বিন হামযাহ 1328–1346
- আন-নাসির আলী বিন সালাহ ১৩২৮-১29২২ (আল-মাহদী ইব্রাহিমের নাতি)
- আহমদ বিন আলী আল-ফাথি 1329–1349
- আল-ওয়াথিক আল-মুতাহাহার 1349 (আল-মাহদী মুহাম্মদের পুত্র)
- আল-মাহদী আলী বিন মুহাম্মদ 1349- 1372
- আল-নাসির মুহাম্মদ সালাহ আল-দ্বীন 1372–1391 (পুত্র)
- আল-মনসুর আলী 1391–1436 (ছেলে)
- আল-মাহদী আহমাদ বিন ইয়াহইয়া বিন আল-মুরতদা ১৩১১-১৯৯২, ডি। 1436
- আল-হাদী আলী বিন আল-মুয়ায়াদ ১৩৯৩-১32৩২
- আল-মাহদী সালাহ আদ-দ্বীন বিন আলী 1436–1445
- আল-মনসুর আন-নাসির বিন মুহাম্মদ ১৪36–১--14২ (আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন ইয়াহইয়ের বড়-নাতি)
- আল-মুতাওয়াক্কিল আল-মুতাহার বিন মুহাম্মদ 1436–1474
- আল-মু'আয়াদ মুহাম্মদ 1462–1503 (আল-মনসুর আন-নাসিরের ছেলে)
- আন-নাসির মুহাম্মদ বিন ইউসুফ 1474–1488
- আল-হাদী ইজ্জ আদ-দ্বীন বিন আল-হাসান 1474–1495 (আল-হাদী আলীর নাতি)
- আল-মনসুর মুহাম্মদ বিন আলী আল-ওয়াশালি 1475–1504
- আন-নাসির আল-হাসান 1495–1523 (আল-হাদী ইজ-আদ-দ্বীনের পুত্র)
- আল-মুতাওয়াক্কিল ইয়াহিয়া শরাফ আদ-দ্বীন বিন শামস-আদ-দ্বীন 1506–1555 (আল-মাহদী আহমদের নাতি)
- আল মুতাাহার 1547–1572 (পুত্র)
- আন-নাসির আল-হাসান বিন আলী 1579–1585
- আল-মনসুর আল-কাসিম বিন মুহাম্মদ 1597–1620
- আল-মু'ইয়াদ মুহাম্মদ আমি 1620–1644 (ছেলে)
- আল-মুতাওয়াক্কিল ইসমাইল 1644–1676 (ভাই)
- আল-মাহদী আহমদ বিন আল-হাসান 1676–1681 (ভাগ্নে)
- আল-মু'আয়াদ মুহাম্মদ দ্বিতীয় 1681–1686 (আল-মুতাওয়াক্কিল ইসমাইলের ছেলে)
- আল-মাহদী মুহাম্মদ 1687–1718 (আল-মাহদী আহমদের পুত্র)
- আল-মনসুর আল-হুসেন প্রথম ইবনে আল-কাসিম ১16১16-১ Mu২০ (আল-মুয়ায়াদ মুহাম্মাদ প্রথম নাতি)
- আল-মুতাওয়াক্কিল আল-কাসিম বিন আল-হাসান 1716–1727 (আল-মাহদী আহমদের নাতি)
- আন-নাসির মুহাম্মদ (যায়েদী ইমাম) বিন ইসহাক 1723, ডি। 1754 (আল-মাহদী আহমদের নাতি)
- আল-মনসুর আল-হুসেন দ্বিতীয় 1727–1748 (আল-মুতাওয়াক্কিল আল-কাসিমের পুত্র)
- আল মাহদী আব্বাস 1748–1775 (ছেলে)
- আল-মনসুর আলী আমি 1775–1809 (ছেলে)
- আল-মুতাওয়াক্কিল আহমদ 1809–1816 (ছেলে)
- আল-মাহদী আবদুল্লাহ 1816–1835 (ছেলে)
- আল-মনসুর আলী II 1835–1837, d। 1871 (ছেলে)
- আন-নাসির আবদুল্লাহ বিন আল-হাসান বিন আহমদ 1837–1840 (আল-মাহদী আব্বাসের নাতি)
- আল-হাদী মুহাম্মদ 1840–1844 (আল-মুতাওয়াক্কিল আহমদের পুত্র)
- আল-মনসুর আলী দ্বিতীয় 1844–1845 (দ্বিতীয় মেয়াদ)
- আল-মুতাওয়াক্কিল মুহাম্মদ বিন ইয়াহইয়া 1845–1849 (আল-মনসুর আলী প্রথম নাতি)
- আল-মনসুর আলী দ্বিতীয় 1849–1850 (তৃতীয় মেয়াদ)
- আল-মনসুর আহমদ বিন হাশিম 1849–1853
- আল-মু'ইয়াদ আব্বাস বিন আবদ-রহমান 1850
- আল-মনসুর আলী II 1851 (চতুর্থ পদের)
- আল-হাদী গালিব 1851–1852, d। 1885 (আল-মুতাওয়াক্কিল মুহাম্মদের পুত্র)
- আল-মনসুর মুহাম্মদ বিন আবদাল্লাহ 1853–1890
- আল-মুতাওয়াক্কিল আল-মুহসিন বিন আহমাদ 1855–1878
- আল-হাদী গালিব 1858–1872 (দ্বিতীয় মেয়াদ)
- আল-মনসুর আল-হুসেন তৃতীয় বিন মুহাম্মাদ বিন আল-হাদী 1859–1863, ডি। 1888
- আল-হাদী শরাফ আদ-দ্বীন বিন মুহাম্মদ বিন আবদ-আর-রহমান 1878–1890
- আল-মনসুর মুহাম্মদ বিন ইয়াহিয়া হামিদ 1890–1904
- আল মুতাওয়াক্কিল ইয়াহিয়া মুহাম্মদ হামিদ আদ-দ্বীন 1904–1948 (পুত্র)
- আন-নাসির আহমদ বিন ইয়াহিয়া 1948–1962 (আল-মুতাওয়াক্কিল ইয়াহিয়া মুহাম্মদ হামিদ অ্যাড-দ্বীন)
- আল-মনসুর মুহাম্মদ আল-বদর 1962, ডি। 1996 (ছেলে)
১৯৬২ সালের পর ইয়েমেনে আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society।
- ↑ Francis Robinson, Atlas of the Islamic World Since 1500, pg. 47. New York: Facts on File, 1984. আইএসবিএন ০৮৭১৯৬৬২৯৮
- ↑ Sunni-Shiʻa Schism: Less There Than Meets the Eye Library of Congress Web Archives আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০০৫ তারিখে 1991 Page 24
- ↑ Ayman Fu'ad Sayyid, Masadir ta'rikh al-Yaman fial 'asr al-islami. al Qahira 1974, pp. 404–16
- ↑ R.B. Serjeant & Ronald Lewcock (eds.), San'a': An Arabic Islamic City. London 1983, pp. 72–95
- ↑ الأئمة الزيديون في اليمن (in Arabic)
- ↑ الأئمة الزيدية من 898 م إلى 1962م (in Arabic)