বিং ক্রাজবি
বিং ক্রাজবি | |
---|---|
Bing Crosby | |
জন্ম | হ্যারি লিলিস ক্রাজবি জুনিয়র ৩ মে ১৯০৩ টাকোমা, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৪ অক্টোবর ১৯৭৭ | (বয়স ৭৪)
সমাধি | হলি ক্রস সিমেট্রি, কালভার সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা |
|
কর্মজীবন | ১৯২৬–১৯৭৭ |
আদি নিবাস | স্পোকানে, ওয়াশিংটন |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ৭: (ডিক্সির সাথ) গ্যারি, ডেনিশ, ফিলিপ, লিন্ডসে (ক্যাথরিনের সাথে) হ্যারি, ম্যারি, নাথানিয়েল |
আত্মীয় |
|
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
লেবেল | |
ওয়েবসাইট | bingcrosby |
হ্যারি লিলিস "বিং" ক্রাজবি জুনিয়র (ইংরেজি: Harry Lillis "Bing" Crosby Jr.; /ˈkrɑːzbi/; জন্ম: ৩রা মে ১৯০৩ - ১৪ই অক্টোবর ১৯৭৭)[১][২] ছিলেন একজন মার্কিন গায়ক ও অভিনেতা।[৩] ক্রাজবির ট্রেডমার্ক উষ্ণ বেজ-ব্যারিটোন কণ্ঠ তাকে সর্বকালের সর্বাধিক বিক্রিত রেকর্ডিং শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সাহায্য করে। বিশ্বব্যাপী তার এক বিলিয়নের অধিক অ্যানালগ রেকর্ড ও টেপ এবং ডিজিটাল কমপ্যাক্ট ডিস্ক ও অনলাইনে গান ডাউনলোড হয়েছে।
১৯৩১ থেকে ১৯৫৪ সালে প্রথম মাল্টিমিডিয়া তারকা ক্রাজবি রেকর্ড বিক্রি, বেতার রেটিং ও চলচ্চিত্রের আয়ের দিক থেকে সকলের শীর্ষে ছিলেন। তার কর্মজীবনের শুরুর দিকে প্রযুক্তিগত রেকর্ডিংয়ের উদ্ভাবন তথা মাইক্রোফোন আবিষ্কার হয়। এর ফলে তিনি এক ধরনের নতুন গায়কী ধরন শুরু করেন যা তাকে অনুসরণ করা অনেক জনপ্রিয় গায়ক, যেমন পেরি কোমো,[৪] ফ্রাঙ্ক সিনাত্রা, ডিক হেমস ও ডিন মার্টিনকে প্রভাবিত করে। ইয়াঙ্ক ম্যাগাজিন উল্লেখ করে যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশিরভাগ মার্কিন সেনাদের নৈতিকতা গঠনে সহায়তা করেন। ১৯৪৮ সালে আমেরিকার এক জরিপে তাকে "সবচেয়ে প্রশংসিত জীবিত ব্যক্তি" বলে ঘোষণা করে, তার পিছনে ছিলেন জ্যাকি রবিনসন ও পোপ দ্বাদশ পিয়ুস।[৫][৬] এছাড়া ১৯৪৮ সালে মিউজিক ডাইজেস্ট ধারণা করে রেকর্ডকৃত বেতার সঙ্গীতে ৮০,০০০ সপ্তাহ ঘণ্টার অর্ধেকের বেশির সময় তার রেকর্ড বাজে।
ক্রাজবি ১৯৪৪ সালে গোয়িং মাই ওয়ে চলচ্চিত্রে ফাদার চাক ওম্যালি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন এবং দ্য বেলস্ অব সেন্ট ম্যারিস চলচ্চিত্রে ইংরিদ বারিমানের বিপরীতে একই চরিত্রে অভিনয়ের জন্য আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ফলে তিনি প্রথম ছয়জন অভিনয়শিল্পীর একজন যিনি একই চরিত্রে অভিনয়ের জন্য দুইবার একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন। ১৯৬৩ সালে ক্রাজবি তার প্রথম গ্র্যামি আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার লাভ করেন।[৭] তিনি ৩৩ জন ব্যক্তির একজন যার নামে হলিউড ওয়াক অব ফেমে চলচ্চিত্র, বেতার, ও অডিও রেকর্ডিং বিভাগে[৮] তিনটি তারকা রয়েছে।[৯]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্রাজবি ১৯০৩ সালের ৩রা মে ওয়াশিংটনের ট্যাকোমায় ১১১২ নর্থ জে স্ট্রিটে[১০][১১] তার পিতার নির্মিত বাড়িতে জন্মগ্রহণ করেন।[১২] ১৯০৬ সালে তারা সপরিবারে পূর্ব ওয়াশিংটনের স্পোকানে চলে যায়।[১৩] ক্রাজবি সেখানেই বড় হন। ১৯১৩ সালে তার পিতা ৫০৮ ই. শার্প অ্যাভিনিউয়ে একটি বাড়ি নির্মাণ করে।[১৪] বাড়িটি তার শিক্ষা প্রতিষ্ঠান গঞ্জাগা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত। এটি বর্তমানে তার জীবন ও কর্মজীবনের ২০০টি বস্তু, তন্মধ্যে তার বিজিত অস্কারও রয়েছে, সংবলিত জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।[১৫][১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ গিডিন্স (২০০১) পৃ. ৩০-৩১
- ↑ "Bing Crosby – Hollywood Star Walk"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ ইয়ং, ল্যারি (১৫ অক্টোবর ১৯৭৭)। "Bing Crosby dies of heart attack"। স্পোকসম্যান-রিভিউ (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ১। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ গিলিল্যান্ড ১৯৯৪, cassette 1, side B।
- ↑ গিডিন্স (২০০১) পৃ. ৬
- ↑ হফম্যান, ড. ফ্রাঙ্ক। "Crooner" (ইংরেজি ভাষায়)। মার্চ ১১, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ ট্যাপলি, ক্রস্টোফার (১০ ডিসেম্বর ২০১৫)। "Sylvester Stallone Could Join Exclusive Oscar Company with 'Creed' Nomination"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "Bing Crosby"। হলিউড ওয়াক অব ফেম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "About – Hollywood Star Walk"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ গ্রুডেন্স, ২০০২, পৃষ্ঠা ২৩৬। "Bing was born on May 3, 1903. He always believed he was born on May 2, 1904."
- ↑ গিডিন্স, গ্যারি। "Bing Bio – Bing Crosby"। Bingcrosby.com (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
- ↑ Crosby had no birth certificate and his birth date was unconfirmed until his childhood Roman Catholic church released his baptismal record.
- ↑ ব্লেচা, পিটার (২৯ আগস্ট ২০০৫)। "Crosby, Bing (1903–1977) and Mildred Bailey (1907–1951), Spokane"। Historylink.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
- ↑ Gonzaga History 1980–1989 (সেপ্টেম্বর ১৭, ১৯৮৬)। "Gonzaga History 1980–1989 – Gonzaga University" (ইংরেজি ভাষায়)। Gonzaga.edu। ডিসেম্বর ৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
- ↑ "Bing Crosby House Museum"। Gonzaga.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
- ↑ Bing Crosby and Gonzaga University: 1903–1925। "Bing Crosby and Gonzaga University: 1903–1925 – Gonzaga University" (ইংরেজি ভাষায়)। Gonzaga.edu। আগস্ট ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিং ক্রাজবি (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে বিং ক্রাজবি (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে বিং ক্রাজবি (ইংরেজি)
- বিং ক্রাজবি
- ১৯০৩-এ জন্ম
- ১৯৭৭-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন গায়ক
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন জ্যাজ গায়ক
- মার্কিন বেতার অভিনেতা
- মার্কিন রোমান ক্যাথলিক
- মেজর লিগ বেসবল নির্বাহী
- মেজর লিগ বেসবল মালিক
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার বিজয়ী
- গ্র্যামি পুরস্কার বিজয়ী
- গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- পিবডি পুরস্কার বিজয়ী
- মার্কিন গায়ক
- ওয়ার্নার রেকর্ডসের শিল্পী
- ক্যাপিটল রেকর্ডসের শিল্পী
- ডেকা রেকর্ডসের শিল্পী
- এমজিএম রেকর্ডসের শিল্পী
- ২০শ শতাব্দীর মার্কিন সঙ্গীতশিল্পী
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ব্রান্সউইক রেকর্ডসের শিল্পী
- কলাম্বিয়া রেকর্ডসের শিল্পী