শীলা আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শীলা আহমেদ
জন্ম৯ সেপ্টেম্বর, ১৯৮২
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণআজ রবিবার
আগুনের পরশমণি
দাম্পত্য সঙ্গীআসিফ নজরুল (বি. ২০১৩)
সন্তান
পিতা-মাতা
আত্মীয়
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৪)

শীলা আহমেদ একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা। তার অভিনয় জীবন শুরু হয় বহুব্রীহি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি কোথাও কেউ নেই (১৯৯০), প্রিয় পদরেখা (১৯৯২), হিমু (১৯৯৪) ও ওইজা বোর্ড (১৯৯৫) টেলিভিশন নাটকে অভিনয় করেন। ১৯৯৪ সালে আগুনের পরশমণি ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন নাটক হল আজ রবিবার[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শীলা ১৯৮২ সালে ৯ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) ছিলেন একজন খ্যাতনামা কথাসাহিত্যিক এবং মাতা গুলতেকিন খানও একজন লেখক। চার ভাইবোনের মধ্যে শীলা দ্বিতীয়।[২] তার অন্য দুই বোন বিপাশা আহমেদ ও নোভা আহমেদ, এবং ছোট ভাই নুহাশ হুমায়ুন[৩] কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং রম্য লেখক আহসান হাবীব তার চাচা।[৪]

শীলা আহমেদ শৈশব কাল থেকেই অভিনয়ে জড়িয়ে পড়েন এবং অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তিনি পড়াশুনা করেছিলেন হলিক্রস গার্লস কলেজে

অভিনয় জীবন[সম্পাদনা]

শীলা আহমেদ টেলিভিশনে আগমন করেছিলেন বহুব্রীহি নাটকে শিশু অভিনেত্রী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।[৫] কোথাও কেউ নেই নাটকেও অভিনয় করেছিলেন তিনি। এ নাটকে মিমির ছোট বোন হিসেবেও তিনি পরিচিত। এ ছাড়াও বিপাশা হায়াতের সাথে ওইজা বোর্ড নাটকে তার অভিনয় এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রের অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৬] একই বছর তিনি হিমু টিভি নাটকে অভিনয় করেন। তার সর্বাধিক জনপ্রিয় কাজ হল আজ রবিবার (১৯৯৮) টেলিভিশন নাটকে কংকা চরিত্র। এই নাটকের পর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

শীলা ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলাম লেখক আসিফ নজরুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৭] এর পূর্বে তিনি আরেকটি বিয়ে করেছিলেন। সেই সংসারে তার দুটি সন্তান ছিল। অন্যদিকে আসিফ নজরুল এর পূর্বে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বিয়ে করেছিলেন। প্রাচীর সাথে বিবাহবিচ্ছেদের পর নজরুল শীলাকে বিয়ে করেন।[৮] ২০১৫ সালে ৭ মে নজরুল-শীলা দম্পতির একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।[৯]

চলচ্চিত্র ও নাটকের তালিকা[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৮৮ বহুব্রীহি গায়ে হলুদে বাচ্চা মেয়ে লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯২ কোথাও কেউ নেই লিনা লেখক: হুমায়ুন আহমেদ
প্রিয় পদরেখা বিলু লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯৪ আগুনের পরশমণি অপলা বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী
হিমু লিনা লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯৫ ওইজা বোর্ড লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯৫ নিমফুল মদিনা লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯৭ নক্ষত্রের রাত পলিন লেখক: হুমায়ুন আহমেদ
১৯৯৯ আজ রবিবার কঙ্কা লেখক: হুমায়ুন আহমেদ
২০০২ খোয়াব নগর খোয়াব কন্যা লেখক: হুমায়ুন আহমেদ [১০]

পুরস্কার[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ekusheysangbad.com (২০২১-০২-১৬)। "হারিয়ে যাওয়া এক ফিনিক্স পাখি"ekusheysangbad.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৪ 
  2. "বিয়ে করলেন আফিস নজরুল ও হুমায়ূনকন্যা শীলা"যায়যায়দিন। ২৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  3. "হুমায়ূনকে একবারও দেখতে যাননি গুলতেকিন"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  4. "হুমায়ূনের কবরে স্বজনেরা"দৈনিক প্রথম আলো। ২৪ আগস্ট ২০১২। ২০১৮-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  5. খান, নওয়াজিশ আলি (২৬ জুলাই ২০১২)। "বিদায় হুমায়ূন! যেভাবে শুরু"দৈনিক প্রথম আলো। ২৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"দেশে বিদেশে। ২১ জুলাই ২০১২। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭ 
  7. কাদের, মনজুর (২৫ ডিসেম্বর ২০১৩)। "বিয়ের বন্ধনে আসিফ নজরুল ও হুমায়ূনকন্যা শীলা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  8. "শীলা আরেকবার হাত ধরেছিলেন আসিফ নজরুলের"রাইজিংবিডি ডট কম। ২৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  9. "সন্তান এলো আসিফ নজরুল -শীলার ঘরে"এনটিভি অনলাইন। ৯ মে ২০১৫। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  10. https://www.youtube.com/watch?v=Rjj728q5L18

বহিঃসংযোগ[সম্পাদনা]