২০১৪ এশিয়ান গেমসে ক্রিকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ এশিয়ান গেমসে ক্রিকেট
2014 Asian Games 14.jpg
চীনের বিপক্ষে দক্ষিণ কোরিয়া মহিলা দলের খেলার দৃশ্য
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
এশিয়া অলিম্পিক কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
আয়োজকদক্ষিণ কোরিয়া ইনছন, দক্ষিণ কোরিয়া
অংশগ্রহণকারী দল১০ (পুরুষ)
১০ (মহিলা)টি
খেলার সংখ্যা২৮টি
আনুষ্ঠানিক ওয়েবসাইটওয়েবসাইট

২০১৪ এশিয়ান গেমসে ক্রিকেট খেলা দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ২০ সেপ্টেম্বর - ৩ অক্টোবর পর্যন্ত পূর্ব-নির্ধারিত ২০১৪ সালের এশিয়ান গেমসে ৩৬টি ক্রীড়ার অন্যতম ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী এশিয়ার বিভিন্ন জাতীয় ক্রিকেট দল মহিলা ও পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।[১] এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যভূক্ত শীর্ষস্থানীয় দল এবং সহযোগী দলগুলোর পুরুষ ও মহিলা দলগুলো ক্রিকেট খেলায় অংশ নেয়। দক্ষিণ কোরিয়ায় এবারই প্রথম ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাগুলো টুয়েন্টি২০ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কা দল ৬৮ রানের ব্যবধানে আফগানিস্তান দলকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করে। আফগানিস্তান দল রৌপ্যপদক এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ দল হংকং দলকে পরাজিত করে ব্রোঞ্জপদক পায়।

মহিলাদের ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত খেলায় পাকিস্তান দল ৪ রানের ব্যবধানে বাংলাদেশ মহিলা দলকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করে। বাংলাদেশ দল রৌপ্যপদক এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলায় শ্রীলঙ্কা দল চীনের মহিলা দলকে পরাজিত করে ব্রোঞ্জপদক পায়।

পদক তালিকা[সম্পাদনা]

 শ্রীলঙ্কা (SRI)
 পাকিস্তান (PAK)
 বাংলাদেশ (BAN)
 আফগানিস্তান (AFG)
সর্বমোট

পদক বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

ক্রীড়া বিষয় স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষ
বিশদ
 শ্রীলঙ্কা (SRI)
লাহিরু থিরিমানে
উপুল থারাঙ্গা
দিনেশ চান্ডিমাল
আসেলা গুণরত্নে
শিহান জয়াসুরিয়া
কুসালা কুলাসেকারা
চতুরঙ্গ কুমারা
দিলহারা লকুহেত্তিগে
জীবন মেন্ডিস
অশন প্রিয়ঞ্জন
রামিথ রাম্বুকুয়েলা
অলঙ্কারা অশঙ্কা সিলভা
চতুরঙ্গ ডি সিলভা
ইসুরু ইউদানা
কিথুরুয়ান ভিথানাগে
 আফগানিস্তান (AFG)
মোহাম্মাদ নবী
আব্দুল্লাহ আদিল
আব্দুল্লাহ মাজারি
ফরিদ আহমদ
নাসিম বরস
হামিদ হাসান
হামজা হোতাক
কাশিম খান
মোহাম্মদ মুজতবা
গুলবাদিন নায়েব
ফজল রহমান
করিম সাদিক
মোহাম্মাদ শেহজাদ
সামিউল্লাহ শেনওয়ারি
নজীব তারাকি
 বাংলাদেশ (BAN)
মাশরাফি বিন মর্তুজা
তাসকিন আহমেদ
মিঠুন আলী
এনামুল হক বিজয়
সাকিব আল হাসান
শুভাগত হোম
নাসির হোসেন
রুবেল হোসেন
তামিম ইকবাল
ইমরুল কায়েস
মাহমুদুল্লাহ রিয়াদ
সাব্বির রহমান
শামসুর রহমান
জিয়াউর রহমান
আরাফাত সানি
মহিলা
বিশদ
 পাকিস্তান (PAK)
সানা মীর
নায়েন আবিদি
আনাম আমিন
নিদা দার
কৈনাত ইমতিয়াজ
আসমাভিয়া ইকবাল
মেরিনা ইকবাল
কানিতা জলিল
জাভেরীয়া খান
সানিয়া খান
বিসমাহ মারুফ
সিদ্রা নওয়াজ
আলিয়া রিয়াজ
সুমাইয়া সিদ্দিকী
সাদিয়া ইউসুফ
 বাংলাদেশ (BAN)
রুমানা আহমেদ
শারমিন আখতার
সোহেলি আখতার
জাহানারা আলম
পান্না ঘোষ
ফারজানা হক
সানজিদা ইসলাম
ফাহিমা খাতুন
সালমা খাতুন
খাদিজা তুল কুবরা
লতা মণ্ডল
শাহানাজ পারভীন
আয়েশা রহমান
শায়লা শারমীন
নাজাত তাসনিয়া
 শ্রীলঙ্কা (SRI)
চামারি আতাপাত্তু
নীলাক্ষী ডি সিলভা
চণ্ডিমা গুণরত্নে
ঈষানী লোকুসুরিয়াগে
লাসান্থী মাদুশানী
দিলানী মানোদারা
যশোদা মেন্ডিস
চামারী পোলগাম্পালা
উদেশিখা প্রবোদ্যানি
ইনোশি প্রিয়দর্শীনি
ইনোকা রাণাবীরা
মাদুরি সামুদ্দিকা
অনুষ্কা সঞ্জীবনী
শশীকলা শ্রীবর্ধনে
শ্রীপালী বীরাক্কোডি

দলের সদস্য[সম্পাদনা]

পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সদস্যদের তালিকা নিম্নবর্ণিত পৃষ্ঠায় পাওয়া যাবে:

ড্র[সম্পাদনা]

পুরুষ[সম্পাদনা]

বাংলাদেশ ও শ্রীলঙ্কা - এ দুইটি টেস্ট দলসহ একদিনের আন্তর্জাতিকের মর্যাদাসম্পন্ন আফগানিস্তান ও হংকং দল সরাসরি নক-আউট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে:

কোয়ার্টার-ফাইনাল
সেমি-ফাইনাল
ফাইনাল
স্থান নির্ধারণী

মহিলা[সম্পাদনা]

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা - এ তিনটি মহিলা টেস্ট দলসহ জাপান সরাসরি নক-আউট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে:

কোয়ার্টার-ফাইনাল

স্থান[সম্পাদনা]

ইওনহুই ক্রিকেট মাঠ, ইঞ্চিয়ন, দক্ষিণ কোরিয়া
দর্শক ধারণ ক্ষমতা: ২,৩৫৩

চূড়ান্ত অবস্থান[সম্পাদনা]

পুরুষ[সম্পাদনা]

অব. দল খে ড্র হা এনআর
১  শ্রীলঙ্কা
২  আফগানিস্তান
৩  বাংলাদেশ
 হংকং
 কুয়েত
 মালয়েশিয়া
   নেপাল
 দক্ষিণ কোরিয়া
 চীন
 মালদ্বীপ

মহিলা[সম্পাদনা]

অব. দল খে ড্র হা এনআর
১  পাকিস্তান
২  বাংলাদেশ
৩  শ্রীলঙ্কা
 চীন
 হংকং
 জাপান
   নেপাল
 থাইল্যান্ড
 মালয়েশিয়া
 দক্ষিণ কোরিয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Asian Games Cricket Schedule" (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]