ওসমান গণি (ক্রিকেটার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওসমান গণি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামওসমান গণি
জন্ম (1996-11-20) ২০ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
কাবুল, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩১)
১ মে ২০১৪ বনাম হংকং
শেষ ওডিআই২০ জুলাই ২০১৪ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪-আফগানিস্তান
২০১৩–অনূর্ধ্ব-১৯
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা - -
রানের সংখ্যা ২৪৩ - - ৩২২
ব্যাটিং গড় ৬০.৭৫ - - ৬৪.৪০
১০০/৫০ ১/২ - -/- ১/৩
সর্বোচ্চ রান ১১৮ - - ১১৮
বল করেছে ২৪ - - ২৪
উইকেট - -
বোলিং গড় ২১.০০ - - ২১.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/২১ - - ১/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/– -/– ২/–
উৎস: Cricinfo, ৫ মার্চ ২০১৪

ওসমান গণি (পশতু: غني عثمان; জন্ম: ২০ নভেম্বর, ১৯৯৬) আফগানিস্তানের উদীয়মান ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট দলে খেলছেন তিনি। দলের অন্যতম সদস্য ওসমান মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। এরপূর্বে ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০১৪ সালের এসিসি প্রিমিয়ার লীগে তার অভিষেক ঘটে। ১ মে, ২০১৪ তারিখে কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় তিনি ২৭ রানে একটিমাত্র উইকেট লাভ করেন। পাশাপাশি ব্যাটিংয়ে নেমে ৬৮ বলে ৭০ রান সংগ্রহ করেন। ঐ ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান। পরের খেলায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৫ রান তোলেন। ৪৫.৬০ গড়ে ২২৮ রান সংগ্রহ করে প্রতিযোগিতার শীর্ষ রান সংগ্রহকারী হন।[১]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

২০১৪ সালে জিম্বাবুয়ে সফরে বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ে এ-দলের বিপক্ষে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭৯ রান তুলে দলকে ১৬ রানের জয় এনে দেন।[২]

২০ জুলাই, ২০১৪ তারিখে কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ওসমান আফগানিস্তানের ব্যাটিং মেরুদণ্ড রক্ষা করেন। ১৪৩ বলে তিনি ১১৮ রান তুলে অভিষেক ওডিআই সেঞ্চুরিসহ গুলবাদিন নায়েবের সাথে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[৩] পরবর্তী সর্বোচ্চ রান ছিল মাত্র ২৩ যা গুলবাদিন নায়েব করেন। কিন্তু সিকান্দার রাজা বাটের ১৪১ রানের সুবাদে জিম্বাবুয়ে দল ৮ উইকেটে জয়লাভ করে ও চার-খেলার সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক ২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে প্রকাশিত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ওসমান গণিসহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]