নাভেদ আশরাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Naved Ashraf থেকে পুনর্নির্দেশিত)
নাভেদ আশরাফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ নাভেদ আশরাফ কুরেশী
জন্ম (1974-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৭৪ (বয়স ৪৯)
রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৫৫)
১০ ডিসেম্বর ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে
শেষ টেস্ট১২ মার্চ ২০০০ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৪০
রানের সংখ্যা ৬৪ ৬৬১২
ব্যাটিং গড় ২১.৩৩ ২৯.৯১
১০০/৫০ -/- ৮/৩৫
সর্বোচ্চ রান ৩২ ১৮৪
বল করেছে - ১১২৭
উইকেট - ১২
বোলিং গড় - ৫৪.৬৬
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ২/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৭২/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ জানুয়ারি ২০২১

মোহাম্মদ নাভেদ আশরাফ কুরেশী (উর্দু: نوید اشرف‎‎; জন্ম: ৪ সেপ্টেম্বর, ১৯৭৪) পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শেষদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে খান রিসার্চ ল্যাবস, রাওয়ালপিন্ডি ও রেডকো পাকিস্তান লিমিটেড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন নাভেদ আশরাফ

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৯২-৯৩ মৌসুম থেকে ২০১১ সাল পর্যন্ত নাভেদ আশরাফের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এছাড়াও, কয়েকটি টুয়েন্টি২০ ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন নাভেদ আশরাফ।[১][২] ১০ ডিসেম্বর, ১৯৯৮ তারিখে লাহোরে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১২ মার্চ, ২০০০ তারিখে করাচীতে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]