নয়ন মোঙ্গিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নয়ন মোঙ্গিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনয়ন রামলাল মোঙ্গিয়া
জন্ম (1969-12-19) ১৯ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
বড়োদরা, গুজরাত, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ৪৪ ১৪০
রানের সংখ্যা ১৪৪২ ১২৭২
ব্যাটিং গড় ২৪.০৩ ২০.১৯
১০০/৫০ ১/৬ -/২
সর্বোচ্চ রান ১৫২ ৬৯
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - --
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ৯৯/৮ ১১০/৪৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২১ মে, ২০১৭

নয়ন রামলাল মোঙ্গিয়া (উচ্চারণ; গুজরাটি: નયન મોંગીયા; জন্ম: ১৯ ডিসেম্বর, ১৯৬৯) গুজরাতের বড়োদরায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক ছিলেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন নয়ন মোঙ্গিয়া

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

বড়োদরা ক্রিকেট দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৮৩ খেলায় অংশ নেন। নভেম্বর, ১৯৮৯ সালে পশ্চিম অঞ্চল ক্রিকেট দলের পক্ষে অভিষেক ঘটে তার। এ সময় ৩৫৩ ক্যাচ, ৪৩ স্ট্যাম্পিং ও সাত সহস্রাধিক রান সংগ্রহ করেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৪ টেস্টে অংশগ্রহণ করেন। ভারতের উইকেট-রক্ষক হিসেবে টেস্টে সর্বাধিক আট ক্যাচ নিয়েছেন।[১]

১৯৯০ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যান। অ্যালান নট তার ক্রীড়াশৈলীতে মুগ্ধ হয়ে উচ্ছসিত প্রশংসা করেন ও তাকে সহজাত ক্রীড়াপ্রতিভারূপে আখ্যায়িত করেন। কিরণ মোরের পর তিনি দীর্ঘদিন ভারতের দ্বিতীয় পছন্দের উইকেট-রক্ষকের মর্যাদা পান। এরপর ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে দলের প্রথমসারির উইকেট-রক্ষক হন।

ব্যক্তিগত সর্বোচ্চ ১৫২ রান করেন সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯৯৬-৯৭ মৌসুমে দিল্লি টেস্টে তিনি ব্যাটিং উদ্বোধনে নেমে এ সফলতা পান। মার্চ, ২০০১ সালে মহাকাব্যসম কলকাতা টেস্টের মাধ্যমে তার টেস্ট খেলোয়াড়ী জীবনের সমাপন ঘটে।[২]

অবসর[সম্পাদনা]

পাতানো খেলায় সম্পৃক্ততার কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়।[৩] ডিসেম্বর, ২০০৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন তিনি।[৪]

২০০৪ সালে থাইল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মনোনীত হন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৪ সালের এসিসি ট্রফি প্রতিযোগিতায়ও কোচের দায়িত্বে ছিলেন। জাতীয় দলের পাশাপাশি থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেন তিনি।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://stats.espncricinfo.com/ci/content/records/283810.html
  2. Mongia announces his retirement
  3. "Match-fixing report: The main points"। BBC। ১ নভেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১০ 
  4. "Nayan Mongia announces retirement"। The Hindu। ২২ ডিসেম্বর ২০০৪। ১৮ জানুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১০ 
  5. Nayan Mongia to coach Thailand

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]