সিদ্দিকুর রহমান সরকার
সিদ্দিকুর রহমান সরকার | |
---|---|
চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৪ এপ্রিল ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আনিছুর রহমান মিঞা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নরসিংদী পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | ১৫ মার্চ ১৯৬৩
পুরস্কার |
|
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ সেনাবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮২- ২০১৯ |
পদ | মেজর জেনারেল |
ইউনিট | কর্পস অফ ইঞ্জিনিয়ার্স |
কমান্ড |
|
সিদ্দিকুর রহমান সরকার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দুই তারকা জেনারেল এবং প্রকৌশলী।[১] তিনি বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
প্রাথমিক ও শিক্ষা জীবন
[সম্পাদনা]সিদ্দিকুর রহমান সরকার ১০ আগস্ট ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তানের নরসিংদীতে (বর্তমানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। ২২ জানুয়ারি ১৯৮২ সালে বাংলাদেশ সামরিক একাডেমিতে যোগ দেন। ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী পদে কমিশন লাভ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারতের ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। [৩]
সামরিক জীবন
[সম্পাদনা]তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টে কমান্ড করেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর একটি ব্যাটালিয়ন ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন। জানুয়ারী ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত এবং ১৪ জানুয়ারী ২০১৩ থেকে জুন ২০১৩ পর্যন্ত এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়াতে ১৪তম স্বাধীন প্রকৌশলী ব্রিগেডর অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ১ জানুয়ারী ২০১৩ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ২০১৩ সালের জুনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির কমান্ডার এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ আগস্ট ২০১৫।[৩]
বেসামরিক কর্মজীবন
[সম্পাদনা]৪ এপ্রিল ২০২৪ সালে সিদ্দিকুর রহমান সরকারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।[৪]
পুরস্কার
[সম্পাদনা]তিনি দুটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন [৩]
- বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের পর সেক্টর কমান্ডার হিসাবে ভূমিকায় রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক।
- সেনাবাহিনী থেকে সেনা গৌরব পদক (২০১১ থেকে ২০১২ সাল)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Padma Bridge: Expansion of 55km link road starts"। thedailystar.net। The Daily Star। ১৮ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Flying fine"। thedailystar.net। The Daily Star। ১৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- ↑ ক খ গ Haque], MIST ICT Directorate (ict.mist.ac.bd) [Humayon Kabir Pavel & Mazharul (৩০ মে ২০১৫)। "Maj Gen Md Siddiqur Rahman"। Department of Naval Architecture and Marine Engineering (NAME)। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- ↑ "রাজউকের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান"। ডেইলি স্টার বাংলা। ৪ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪।