আলাপ:রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি তুলে টাঙিয়ে দিলাম। লেখার কাজটা সারা বাকি।

এই দুটো ছবির কোনটি পছন্দ ?

রাজউক ভবন
রাজউক ভবন

--Amr ২২:২৭, ৮ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

গাছে ঢাকা পড়েছে প্রথমটা, তাই পরেরটাই ভাল লাগছে। --রাগিব (আলাপ | অবদান) ২৩:৩৬, ৮ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, অথচ প্রথমটি আমি একদম সামনাসামনি তুলেছিলাম। একসময় এই গাছটি ছিলো না, বাংলাপিডিয়ার ছবিতে সামনের দিকটা উন্মুক্ত। ভবনের সকল সৌন্দর্যকে লজ্জা মনে করে সামনের দিকটা এভাবে গাছ দিয়ে ঢেকে দেবার এই রাজউকীয় পরিকল্পনার আরেকটি উদাহরণ আর কোথাও পাওয়া যাবে কিনা বলতে পারছি না। বললে তো বিশ্বাস করবেন না, ভবনটাকে দেখাটাই দুষ্কর হয়ে পড়েছিল ! --Amr ০৫:৩৮, ৯ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
শুধু রাজউক কে দোষ দেয়া যায়না, সারা বিশ্বেই এই টাইপের ডিজাইন ত্রুটির বহু নমুনা আছে। ৬৪ মিলিয়ন ডলার দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ভবন সিবেল সেন্টার বানানো হল ... বিশাল খরচ করে সব কনফারেন্স রুম বানানো হল, সব একেবারে সেট করার পরে সেখানে প্রজেক্টর (যা ছাদে শক্ত করে ফিট করা) চালু করতেই দেখা গেল যে টিউবলাইটের ফ্রেমটা ঠিক প্রজেক্টর আর পর্দার মাঝে (সব রুমেই তাই)!! অথচ টিউবলাইটটাও স্থায়ী ভাবে ফিট করা!!! রাজউকেও তাই হয়েছে আর কি :) --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৩, ৯ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]