সিডনি সিক্সার্স
![]() | |||
লিগ | বিগ ব্যাশ লীগ | ||
---|---|---|---|
কর্মীবৃন্দ | |||
অধিনায়ক | ![]() | ||
কোচ | ![]() | ||
দলের তথ্য | |||
শহর | সিডনি | ||
রং | মেজেন্টা | ||
প্রতিষ্ঠা | ২০১১ | ||
স্বাগতিক মাঠ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড | ||
ধারণক্ষমতা | ৪৮,৬০১ | ||
ইতিহাস | |||
বিবিএল জয় | ২ (বিবিএল০১, বিবিএল০৯) | ||
চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০ জয় | ১ (২০১২) | ||
দাপ্তরিক ওয়েবসাইট | sydneysixers.com.au | ||
|
সিডনি সিক্সার্স হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজ ভিত্তিক পুরুষদের ক্রিকেট দল, যারা অস্ট্রেলিয়ার ঘরোয়া টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা বিগ ব্যাশ লীগে (বিবিএল) অংশ গ্রহণ করে থাকে।[১] সিডনি থান্ডার-এর মতো, সিক্সার্সও হচ্ছে নিউ সাউথ ওয়েলস ব্লু'র উত্তরাধিকারী, যারা চলমান কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ প্রতিযোগিতায় খেলে। সিক্সার্সের ঘরোয়া মাঠ হচ্ছে শহরের অন্তবর্তী দক্ষিণ-পূর্ব এলাকায় সিডনি ক্রিকেট গ্রাউন্ড অপর দিকে থান্ডারের ঘরোয়া মাঠ হচ্ছে শহরের একটু বাইরে কিছু পশ্চিমে স্পটলেস স্টেডিয়াম। উদ্বোধনী কোচ ছিলেন ট্রেভর বেলিস,[২] ২০১৫ সালে তার স্থলাভিষিক্ত হন বর্তমান কোচ গ্রেগ শিপার্ড.[৩] সিক্সার্সের উদ্বোধনী অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ান উইকেট-রক্ষক ব্র্যাড হাডিন। স্টিভ স্মিথ ও মইসেস হেনরিকুইস উভয়ই দলের অধিনায়কত্বে সময় দিয়েছেন।
স্পন্সর[সম্পাদনা]
বছর | কীট প্রস্তুতকারী | চেস্ট স্পন্সর | ব্রেস্ট স্পন্সর |
---|---|---|---|
২০১১-১২ | কোগা | সনি | নাই |
২০১২-১৩ | ডেস্টিনেশন এনএসডব্লিউ | ||
২০১৩-১৪ | আইআইনেট | নেস্টলে পুরিনা পেটকেয়ার | |
২০১৪-১৫ | ম্যাজেষ্ট্রেক অ্যাথলেটিকস | ||
২০১৫-১৬ | |||
২০১৬-১৭ | |||
২০১৭-১৮ | টয়ো টায়ার্স | ||
২০১৮-১৯ | |||
২০১৯-২০ | |||
২০২০-২১ |
সিডনি স্মাশ খেলার তালিকা[সম্পাদনা]
ক্রম | তারিখ | জয়ী | ব্যবধান | মাঠ | দর্শক উপস্থিতি | মম |
---|---|---|---|---|---|---|
১ | ১৭ রান (ডি/এল) | আন্জ স্টেডিয়াম | ৩১,২৬২ | মিচেল স্টার্ক | ||
২ | ৭ উইকেট | সিডনি | ১৫,২৭৯ | ব্রাড হাড্ডিন | ||
৩ | ৪ উইকেট | এএনজেড স্টেডিয়াম | ২০,৯৮৬ | ড্যানিয়ল হোগস | ||
৪ | ৬ উইকেট | সিডনি | ১৮,১৮০ | নিক ম্যাডিনসন | ||
৫ | ৮ উইকেট | এএনজেড স্টেডিয়াম | ২৫,৭২৬ | নাথান লায়ন | ||
৬ | ১৬ রান | এএনজেড স্টেডিয়াম | ৩২,৮২৩ | আইডেন ব্লিজার্ড | ||
৭ | ৪ উইকেট | সিডনি | ৩৬,৪৮৭ | জর্ডান সিল্ক | ||
৮ | ৩৬ রান | স্পটলেস স্টেডিয়াম | ১৮,২৮৭ | মাইকেল হাসি | ||
৯ | ৪৬ রান | সিডনি | ৩৮,৪৫৬ | শেন ওয়াটসন | ||
১০ | ৯ উইকেট | স্পটলেস স্টেডিয়াম | ২১,৭৯৮ | মইসেস হেনরিকুইস | ||
১১ | ৮ উইকেট | সিডনি | ৩৯,৭৫৬ | ফাহাদ আহমেদ | ||
১২ | ৫ উইকেট | স্পটলেস স্টেডিয়াম | ২১,৫৮৯ | শেন ওয়াটসন | ||
১৩ | ৮ উইকেট | সিডনি | ৩৬,৪৫৮ | ক্রিস গ্রীন | ||
১৪ | ২১ রান | স্পটলেস স্টেডিয়াম | ১০,৫০৮ | জস বাটলার | ||
১৫ | ৯ উইকেট (D/L) | সিডনি | ৩৪,৩৮৫ | শন অ্যাবট | ||
১৬ | Super Over | সিডনি | ৩৫,২৯৬ | টম কারেন | ||
১৭ | ৪ রান (ডি/এল) | জিয়ন্টস স্টেডিয়াম | ১৫,৪৭৬ | ক্রিস মরিস |
বর্তমান দল[সম্পাদনা]
বিবিএল১০ আসরের জন্য মনোনীত খেলোয়াড়গণ ছিলেন নিম্নরূপ:
শা/নং | নাম | জাতী. | জন্ম তারিখ (বয়স) | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | টীকা |
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
৯ | জেমস ভিন্স | ![]() |
১৪ মার্চ ১৯৯১ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ভিসা চুক্তি এবং আন্তর্জাতিক ক্যাপ |
১৪ | জর্ডান সিল্ক | ![]() |
১৩ এপ্রিল ১৯৯২ | ডান-হাতি | ডান হাতি মিডিয়াম | |
১৬ | ড্যানিয়েল হোগস | ![]() |
১৬ ফেব্রুয়ারি ১৯৮৯ | বাম-হাতি | ডান হাতি মিডিয়াম ফাস্ট | সহ-অধিনায়ক |
১৮ | জ্যাক এডওয়ার্ডস | ![]() |
১৯ এপ্রিল ২০০০ | ডান-হাতি | ডান হাতি মিডিয়াম ফাস্ট | |
৩২ | জাস্টিন অ্যাভেন্ডানো | ![]() |
১১ আগস্ট ১৯৯৩ | ডান-হাতি | ডান হাতি অফ ব্রেক | মিকি এডওয়ার্ডের ইনজুরির জন্য বদলী |
অল-রাউন্ডার | ||||||
৮ | জেসন হোল্ডার | ![]() |
৫ নভেম্বর ১৯৯১ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | ভিসা চুক্তি এবং আন্তর্জাতিক ক্যাপ |
২১ | মইসেস হেনরিকুইস | ![]() |
১ ফেব্রুয়ারি ১৯৮৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | অধিনায়ক ও আন্তর্জাতিক ক্যাপ |
২৬ | কার্লোস ব্রাদওয়েট | ![]() |
১৮ জুলাই ১৯৮৮ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | ভিসা চুক্তি এবং আন্তর্জাতিক ক্যাপ |
৫০ | হেইডেন কের | ![]() |
১০ এপ্রিল ১৯৯৬ | ডান-হাতি | ডান হাতি মিডিয়াম ফাস্ট | |
৫৪ | ড্যান ক্রিস্টিয়ান | ![]() |
৪ মে ১৯৮৩ | ডান-হাতি | ডান হাতি মিডিয়াম-ফাস্ট | আন্তর্জাতিক ক্যাপ |
৭৭ | শন অ্যাবট | ![]() |
২৯ ফেব্রুয়ারি ১৯৯২ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম | আন্তর্জাতিক ক্যাপ |
উইকেট-রক্ষক | ||||||
২২ | জস ফিলিপ | ![]() |
১ জুন ১৯৯৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম ফাস্ট | |
৪৫ | নিকোলাস বার্টাস | ![]() |
২৪ জুলাই ১৯৯৩ | বাম-হাতি | বাম-হাতি মিডিয়াম ফাস্ট | নাথান লীন এর স্থানীয় পরিবর্তন |
ফাস্ট বোলার | ||||||
৬ | টম রজার্স | ![]() |
৩ মার্চ ১৯৯৪ | বাম-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | শন অ্যাবট এর স্থানীয় পরিবর্তন |
১৯ | লরেন্স নেইল-স্মিথ | ![]() |
১ জুন ১৯৯৯ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | জেকসন বার্ড এর স্থানীয় পরিবর্তন |
২৪ | জ্যাক বল | ![]() |
১৪ মার্চ ১৯৯১ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | ভিসা চুক্তি এবং আন্তর্জাতিক ক্যাপ, টম কারেন এর বদলী |
২৭ | বেন ডারশুইস | ![]() |
২৩ জুন ১৯৯৪ | বাম-হাতি | বাম হাতি ফাস্ট-মিডিয়াম | |
২৮ | গুরিন্দার সান্ধু | ![]() |
১৪ জুন ১৯৯৩ | বাম-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | মিচেল স্টার্ক-এর স্থানীয় বদলী, আন্তর্জাতিক ক্যাপ |
৩৩ | জ্যাকসন বার্ড | ![]() |
১১ ডিসেম্বর ১৯৮৬ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | আন্তর্জাতিক ক্যাপ |
৫৬ | মিচেল স্টার্ক | ![]() |
৩০ জানুয়ারি ১৯৯০ | বাম-হাতি | বাম হাতি ফাস্ট | আন্তর্জাতিক ক্যাপ |
৫৯ | টম কারেন | ![]() |
১২ মার্চ ১৯৯৫ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম | ভিসা চুক্তি এবং আন্তর্জাতিক ক্যাপ |
৭৮ | মিকি এডওয়ার্ডস | ![]() |
২৩ ডিসেম্বর ১৯৯৪ | ডান-হাতি | ডান হাতি ফাস্ট-মিডিয়াম | |
স্পিন বোলার | ||||||
৭ | লয়েড পোপ | ![]() |
১ ডিসেম্বর ১৯৯৯ | ডান-হাতি | ডান হাতি লেগ ব্রেক | |
৪৬ | বেন মানেন্তি | ![]() |
২৩ মার্চ ১৯৯৭ | ডান-হাতি | ডান হাতি অফ ব্রেক | |
৬৭ | নাথান লায়ন | ![]() |
২০ ডিসেম্বর ১৯৮৭ | ডান-হাতি | ডান হাতি অফ ব্রেক | আন্তর্জাতিক ক্যাপ |
৭২ | স্টিভ ও'কীফে | ![]() |
৯ ডিসেম্বর ১৯৮৪ | ডান-হাতি | ধীর গতির বাম-হাত অর্থোডক্স | আন্তর্জাতিক ক্যাপ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Archived copy"। এপ্রিল ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১১।
- ↑ "Trevor Bayliss announced as coach of Sydney Sixers"। Espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৪।
- ↑ "Sixers lure Shipperd north for BBL|05"। cricket.com.au। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।