ইন্তিখাব আলম
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | হোসিয়ারপুর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমানে ভারত) | ২৮ ডিসেম্বর ১৯৪১||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ১ মার্চ ২০১৭ |
ইন্তিখাব আলম খান (উর্দু:انتخاب عالم خان; জন্ম: ২৮ ডিসেম্বর, ১৯৪১) ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়াও পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্তিখাব আলম। কাউন্টি ক্রিকেটে সারে ক্লাবের প্রতিনিধিত্ব করেন তিনি।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭ টেস্ট ও ৪টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। এছাড়াও ১৯৬৯ থেকে ১৯৭৫ মেয়াদে পাকিস্তান দলকে ১৭ টেস্টে অধিনায়কত্ব করেন। ১৯৫৯-৬০ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে স্মরণীয় সাফল্য পান। ৫ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে কলিন ম্যাকডোনাল্ডকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটলাভকারী বোলারদের একজন হন তিনি।[১]
পাকিস্তানের প্রথম একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কত্ব করার গৌরব অর্জন করেন। ৩ খেলায় অধিনায়কত্ব করে দুইটিতে জয় ও একটিতে পরাজয়বরণ করে তার দল।
কোচ
[সম্পাদনা]১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী পাকিস্তান দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে প্রথম বিদেশী কোচ হিসেবে পাঞ্জাব দলকে পরিচালনা করেন তিনি। ২৫ অক্টোবর, ২০০৮ তারিখে পিসিবি কর্তৃক তাকে জাতীয় দলের কোচের দায়িত্বভার অর্পণ করা হয়। এর আগের দিন জিওফ লসনকে এ দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল।[২] ২০০৯ সালে দলের কোচ থাকা অবস্থায় পাকিস্তান দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো টুয়েন্টি২০ বিশ্বকাপের শিরোপা জয় করে।
পুরস্কার
[সম্পাদনা]- ১৯৮৮ সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করেন ক্রিকেট এ উলেখ্যযোগ্য অবদান এর জন্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Australia in Pakistan (1959 – 1960): Scorecard of third Test"। Cricinfo। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৯, ২০১০।
- ↑ "Intikhab Alam offered coach's role"। Cricinfo। ২৫ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১০।
আরও দেখুন
[সম্পাদনা]- আসিফ ইকবাল
- আবদুল হাফিজ কারদার
- আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার ইতিহাস
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটলাভকারী বোলারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে ইন্তিখাব আলম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ইন্তিখাব আলম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী সাঈদ আহমেদ |
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ১৯৬৯-১৯৭৩ |
উত্তরসূরী মজিদ খান |
পূর্বসূরী মজিদ খান |
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ১৯৭৪-১৯৭৬ |
উত্তরসূরী মুশতাক মোহাম্মদ |
পূর্বসূরী জিওফ লসন |
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ ২০০৮-২০১০ |
উত্তরসূরী ওয়াকার ইউনুস |
- পাকিস্তানি ক্রিকেটার
- ১৯৪১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পাকিস্তানের টেস্ট ক্রিকেটার
- পাকিস্তানের টেস্ট ক্রিকেট অধিনায়ক
- পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক
- পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- সারের ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্যাভেলিয়ার্সের ক্রিকেটার
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- করাচির ক্রিকেটার
- করাচি সি-এর ক্রিকেটার
- করাচি হোয়াইটসের ক্রিকেটার
- করাচি ব্লুজের ক্রিকেটার
- করাচি এ-এর ক্রিকেটার
- পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্রিকেটার
- পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এ-এর ক্রিকেটার
- সিন্ধুর ক্রিকেটার
- উত্তর অঞ্চলের (পাকিস্তান) ক্রিকেটার
- পাঞ্জাবের (পাকিস্তান) ক্রিকেটার
- ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি টেস্ট ক্রিকেটার
- পাকিস্তানি ক্রিকেট কোচ
- পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ
- প্রাইড অব পারফরম্যান্স প্রাপক
- হোশিয়ারপুরের ব্যক্তিত্ব
- চার্চ মিশন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
- ডি. এইচ. রবিন্স একাদশের ক্রিকেটার