নাটোর রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাটোর রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ে
অবস্থানদক্ষিণ বড়গাছা, নাটোর
বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনচিলাহাটি-আব্দুলপুর লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডNTE
ইতিহাস
চালু১৮৮১
পুনর্নির্মিত২০১৭

২০২১

২০২২
আগের নামইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
অবস্থান
মানচিত্র
নাটোর রেলওয়ে স্টেশনে একটি লোকাল ট্রেন

নাটোর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি রেলস্টেশন। এটি নাটোর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে দক্ষিণ বড়গাছা নামক এলাকায় অবস্থিত। এর উত্তরে (সামনে) সান্তাহার জংশন এবং দক্ষিণে (পিছনে) আব্দুলপুর জংশন অবস্থিত। এই রেলস্টেশনটি নাটোর জেলার প্রধান রেলওয়ে স্টেশন। এই স্টেশনে প্রতিদিন ১৬টি ট্রেন (১৪টি আন্তঃনগর এবং ২টি মেইল) ট্রেন মোট ৩২ বার যাত্রাবিরতি দেয়। নাটোর রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অর্ন্তভুক্ত।

কাঠামো[সম্পাদনা]

এই রেলস্টেশনটি বর্তমানে জনবহুল ও আধুনিক রেলস্টেশন। এই রেলস্টেশনে প্রধান লাইন সহ মোট লাইন সংখ্যা ৫টি লাইন বিদ্যমান (তিনটি ডুয়েল গেজ ও দুইটি ব্রড গেজ লাইন)। এই স্টেশনে ১ ৪টি আন্তঃনগর ও দুইটি লোকাল ট্রেন যাত্রা বিরতি দেয়। রেলস্টেশনের সম্মুখে যানবাহন পার্কিং এর জন্য উপযুক্ত জায়গা বিদ্যমান। স্টেশনে প্লার্টফর্ম মোট ৩টি। স্টেশনটিতে এক প্লার্টফর্ম হতে অন্য প্লার্টফর্মে যাতায়াতের জন্য ওভারব্রিজ রয়েছে।[১]

লাইন সংখ্যা পূর্ব দিক হতে লাইন ১ লাইন ২ লাইন ৩ লাইন ৪ লাইন ৫
লাইনেই ধরণ লুপ লাইন প্রধান লাইন লুপ লাইন লুপ লাইন লুপ লাইন
গেজ ডুয়েল গেজ ডুয়েল গেজ ডুয়েল গেজ ব্রড গেজ ব্রড গেজ
পরিষেবা
  • যাত্রীবাহী ট্রেন যাত্রা বিরতি
  • একাধিক ট্রেন ক্রসিং
  • একাধিক ট্রেনের ক্রসিং না থাকলে অগ্রাধিকার পায়
  • যাত্রীবাহী ট্রেন যাত্রা বিরতি
  • থ্রু পাস
  • একাধিক ট্রেন ক্রসিং
  • যাত্রীবাহী ট্রেন যাত্রা বিরতি
  • একাধিক ট্রেন ক্রসিং
  • মালবাহী পণ্যের ট্রেনের ক্রসিং
  • মালবাহী ট্রেন হতে পণ্য উত্তোলন
  • মালবাহী ট্রেন হতে পণ্য নামানো
  • মালবাহী পণ্যের ট্রেনের ক্রসিং
  • মালবাহী ট্রেন হতে পণ্য উত্তোলন
  • মালবাহী ট্রেন হতে পণ্য নামানো

পরিষেবা[সম্পাদনা]

এই স্টেশন দিয়ে আন্তঃনগর, মেইল, সাধারণ মেইল, মালামাল গাড়ি চলাচল করে। এই স্টেশন থেকে নিম্নলিখিত ট্রেনগুলি ছেড়ে যায়:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ রেলওয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"railway.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮