কাদলা ইউনিয়ন
কাদলা | |
---|---|
ইউনিয়ন | |
৮নং কাদলা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাদলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২০′১″ উত্তর ৯০°৫০′২৪″ পূর্ব / ২৩.৩৩৩৬১° উত্তর ৯০.৮৪০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাদলা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন। ৮নং কাদলা ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কাদলা ইউনিয়নের আয়তন ৫,৬৭৭ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাদলা ইউনিয়নের জনসংখ্যা ৩২,০৮৪ জন। এর মধ্যে পুরুষ ১৪,৮৪১ জন এবং মহিলা ১৭,২৪৩ জন। মোট পরিবার ৬,৩৩১টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কচুয়া উপজেলার মধ্যাংশে কাদলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন ও পালাখাল মডেল ইউনিয়ন, উত্তর-পূর্বে কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পূর্বে কচুয়া পৌরসভা, দক্ষিণ-পূর্বে কড়ইয়া ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন ও কালচোঁ উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কাদলা ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাদলা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৫%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কাদলা এস এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
- কাদলা আল-আমিন হাফিজিয়া ক্যাডেট ও ফোরকানিয়া মাদ্রাসা।
- দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ৬১নং দরবেশগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
- রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়
- রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়
- দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আফিয়ার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাদলা খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসা
- কাদলা মডেল কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়
- আশেক আলী খান স্কুল এন্ড কলেজ
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
হাট-বাজার
[সম্পাদনা]- কাদলা বাজার
- কাদলা দরবেশগঞ্জ বাজার
- কাদলা রঘুনাথপুর বাজার
- গুলবাহার বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]১/কাদলা দীঘির পাড়
২/কাদলা দরবেশগঞ্জ ঈদগাহ্ মাঠ এবং কয়েকশত বছরের পুরানো তেতুল গাছ।
৩/রঘুনাথপুর বাজার।
- মুক্তিযুদ্ধের ঘটনাবলি :
১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর রঘুনাথপুর বাজারে স্থানীয় রাজাকারদের হামলায় ১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১৪ জন নিরীহ লোক নিহত হয়।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]১.মরহুম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম
(সাবেক শিক্ষক কাদলা ফাজিল ডিগ্রি মাদরাসা)
২.মরহুম মাওলানা মোহাম্মদ আজগর আলী মজুমদার (সাবেক ইমাম দরবেশগঞ্জ ঈদগাহ)
৩.মোহাাম্মদ নুরুল ইসলাম বিএসসি
(শিক্ষক দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়)
৪.মোহাম্মদ ফারুক বিএসসি
(শিক্ষক ধডডা উচ্চ বিদ্যালয়)
৫.মোহাম্মদ খোরশেদ আলম মজুমদার
(ফাউন্ডার্স-কাদলা মহিলা মাদ্রাসা)
৬.ইঞ্জিনিয়ার মোঃমজিবুর রহমান
৭.ড.জয়নাল আবেদীন
৮.মোহাম্মদ বাশার খান
(খান ফাউন্ডেশন)
৯. প্রকৌশলী মোঃবোরহান উদ্দীন ১০.প্রকৌশলী নাছিম ইবনে নজরুল ১১.ড.মহিউদ্দীন খান আলমগীর এমপি।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]১. ড.মহিউদ্দীন খান (মখা) আলমগীর (জন্মঃ ১৯৪২) বাংলাদেশের একজন রাজনীতিবিদ, লেখক, সাবেক সরকারি কর্মকর্তা ও মন্ত্রী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
২.মোঃ নূরুল আলম রিহাত
(চেয়ারম্যান ৮নং কাদলা ইউনিয়ন)
৩.মোঃ আলাউদ্দিন মজুমদার
(মেম্বার ৮নং কাদলা ইউনিয়ন ৬নং ওর্য়াড)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |