বিষয়বস্তুতে চলুন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো
নীতিবাক্যজ্ঞান, দক্ষতা, প্রযুক্তি
ধরনসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৪ জুলাই ২০১৫; ৯ বছর আগে (2015-07-14)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বাজেট৳২৭.৭১ কোটি (২০২৪-২৫)[১]
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যমোহাম্মদ আবুল কাসেম চৌধুরী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০৬
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৯৭
শিক্ষার্থী৫০৪
ঠিকানা
দেওয়ানা (অস্থায়ী) / আড়ংঘাটা (স্থায়ী)
, ,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা, ইংরেজি
ওয়েবসাইটkau.ac.bd//
মানচিত্র

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এতে ৫টি অনুষদে ৪৩টি বিভাগে শিক্ষাদান করা হয়।[২]

ইতিহাস

[সম্পাদনা]

২০১১ সালের ৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে এক জনসভায় খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন। এরপর ২০১১ সালের ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তৎকালীন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্মাণের জন্য। কমিটি দৌলতপুরে কৃৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউটের অব্যবহৃত ৫০ একর জমি এবং ব্যক্তিমালিকানাধীন ১২ একর জমির উপর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে প্রস্তাব দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও এ প্রস্তাব অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রীর ঘোষণার চার বছর পর ২০১৫ সালের ৫ জুলাই খুলনা কৃষি বিশ্ববিদ্যলয় বিলটি পাস হয় হয় সংসদে।[৩][৪]

উপাচার্য

[সম্পাদনা]
নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্থান্তর
শহীদুর রহমান খান[৫][৬] ১১ সেপ্টেম্বর ২০১৮ ১০ সেপ্টেম্বর ২০২২
মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী[৭] ২০২২ বর্তমান

অনুষদ এবং বিভাগসমূহ

[সম্পাদনা]

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাতটি অনুষদ রয়েছে, যার ৫১টি বিভাগ রয়েছে:

ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ

[সম্পাদনা]
  • এনাটমি অ্যান্ড হিস্টোলজি
  • ফিজিওলজি
  • ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি
  • মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ্
  • লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট
  • প্যথলজি
  • প্যারাসাইটোলজি
  • জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং
  • ডেয়রি সায়েন্স
  • পোল্ট্রি সায়েন্স
  • ইপিডেমিওলজি অ্যান্ড প্রিভেন্টিভ মেজিনিস
  • এনিম্যাল নিট্রিশন
  • মেডিসিন
  • থেরিওজেনোলজি
  • সার্জারি

কৃষি অনুষদ

[সম্পাদনা]
  • কৃষিবিদ্যা
  • মৃত্তিকা বিজ্ঞান
  • কীটতত্ত্ব
  • উদ্যানবিদ্যা
  • উদ্ভিদ রোগবিদ্যা
  • শস্য উদ্ভিদবিদ্যা
  • উদ্ভিদের জিনতত্ত্ব এবং জৈবপ্রযুক্তি
  • কৃষি সম্প্রসারণ ও তথ্য ব্যবস্থা
  • কৃষিবনবিদ্যা
  • কৃষি রসায়ন
  • প্রাণরসায়ন এবং আণবিক জীববিজ্ঞান

মৎস্য ও মহাসাগর বিজ্ঞান অনুষদ

[সম্পাদনা]
  • মাছ জীববিজ্ঞান এবং জিনতত্ব
  • অ্যাকুয়াকালচার
  • মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা
  • মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ
  • মহাসমুদ্রবিদ্যা
  • মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা

কৃষি অর্থনীতি এবং কৃষিবিজ্ঞান গবেষণা অনুষদ

[সম্পাদনা]
  • কৃষি অর্থনীতি
  • কৃষি অর্থ, সমবায় ও ব্যাংকিং
  • কৃষিব্যবসা এবং বিপণন
  • কৃষি পরিসংখ্যান এবং বায়োইনফরম্যাটিকস
  • সমাজবিজ্ঞান ও গ্রামীণ উন্নয়ন
  • ভাষা এবং যোগাযোগ শিক্ষা

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

[সম্পাদনা]
  • খামার কাঠামো
  • খামার শক্তি এবং যন্ত্রপাতি
  • সেচ ও পানি ব্যবস্থাপনা
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
  • গণিত এবং পদার্থবিদ্যা

খাদ্য বিজ্ঞান ও নিরাপত্তা অনুষদ

[সম্পাদনা]
  • খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি
  • খাদ্য পুষ্টি
  • মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা
  • জীববিজ্ঞান প্রকৌশল

পরিবেশ, দুর্যোগ ঝুঁকি এবং কৃষি-আবহাওয়া গবেষণা অনুষদ

[সম্পাদনা]
  • পরিবেশ এবং কৃষি আবহাওয়া শিক্ষা
  • বন ও ম্যানগ্রোভ শিক্ষা
  • বন্যপ্রাণী বাস্তুসংস্থান
  • দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা

স্নাতক ডিগ্রীসমূহ

[সম্পাদনা]
  • ব্যাচেলর অব সায়েন্স ইন ভেট সায়েন্স এন্ড এনিম্যাল হাজব্রেন্ডী (BSc in Vet Science and AH)
  • ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (BSc in Ag (Hons))
  • ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিস (BSc in Fisheries)
  • ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (BSc in Ag Econ(Hons));
  • ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (BSc in Agricultural Engineering)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  2. "KAU at a Glance | KAU"Khulna Agricultural University (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৬ 
  3. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কবে শুরু হবে!"দৈনিক সংগ্রাম। সেপ্টেম্বর ১৬, ২০১৮। ২৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৮ 
  4. "প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৭ বছর পরও শুরু হয়নি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ"বাংলা ট্রিবিউন। সেপ্টেম্বর ১৬, ২০১৮। ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৮ 
  5. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. শহীদুর রহমান"কালের কন্ঠ। সেপ্টেম্বর ১২, ২০১৮। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৮ 
  6. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সবার সহযোগিতা চাইলেন উপাচার্য"সমকাল। সেপ্টেম্বর ২৪, ২০১৮। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৮ 
  7. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম"বাংলা ট্রিবিউন। ১৬ নভেম্বর ২০২২। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]