মনোহরদী পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোহরদী পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু২০০২
নেতৃত্ব
মেয়র
আমিনুর রশিদ সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মনোহরদী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
monohardipourashava.gov.bd

মনোহরদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি পৌরসভা[১][২][৩]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মনোহরদী পৌরসভা মূলত শুকুন্দি এবং চন্দনবাড়ী ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। এর পশ্চিমে কাপাসিয়া উপজেলা, দক্ষিণ-পূর্বে শুকুন্দি-কাচিকাটা ইউনিয়ন এবং উত্তরে চন্দনবাড়ী ইউনিয়ন ও চালাকচর ইউনিয়নের সীমান্ত রয়েছে। মনোহরদী পৌরসভার প্রাণকেন্দ্র হচ্ছে মনোহরদী বাজার। মনোহরদী বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

মনোহরদী পৌরসভা পৌরসভা ২০০২ সালে স্থাপিত হয়।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

আয়তন: ৬.৬৬ বর্গ কি.মি.। জনসংখ্যা: ১৭,৭৩০ জন।

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার : ৭০%

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয় সরকারি-০৩টি
  • প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি- ০২টি
  • কিন্ডার গার্টেন স্কুল- ০৭টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -০১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ০২টি
  • মহিলা মহাবিদ্যালয় -০১টি
  • ডিগ্রী কলেজ -০১টি
  • ফোরকানিয়া মাদ্রাসা -০১টি
  • মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা -০২টি

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান মেয়র - জনাব আমিনুর রশীদ সুজন

মেয়রগণের তালিকা

  • জনাব ডাঃ আব্দুল খালেক
  • জনাব আলফাজ উদ্দিন (প্রয়াত)
  • জনাব আমিনুর রশীদ সুজন

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একনজরে মনোহরদী পৌরসভার তথ্যাদিঃ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "মনোহরদী পৌরসভা"BDMayor। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  3. "নরসিংদী জেলার পৌরসভাসমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০