৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার
৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১২ মে ২০০৬ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | হানিফ সংকেত | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | ফেরদৌসী মজুমদার | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | হাজার বছর ধরে | |||
শ্রেষ্ঠ পরিচালনা | কোহিনূর আক্তার সুচন্দা হাজার বছর ধরে | |||
শ্রেষ্ঠ অভিনেতা | এটিএম শামসুজ্জামান মোল্লা বাড়ীর বউ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর মোল্লা বাড়ীর বউ | |||
সর্বাধিক পুরস্কার | হাজার বছর ধরে (৪টি) | |||
সর্বাধিক মনোনয়ন | হাজার বছর ধরে (৪টি) মোল্লা বাড়ীর বউ (৪টি) | |||
|
৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের অষ্টম আয়োজন। ২০০৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৬ সালের ১২ই মে এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত।[২]
এই আয়োজনে ২৩টি পুরস্কার প্রদান করা হয়। এই বছর প্রথমবারের মত সঙ্গীত ও নৃত্য শাখায় সমালোচক পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র শাখায় হাজার বছর ধরে চারটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং চারটি বিভাগেই পুরস্কার অর্জন করে। মোল্লা বাড়ীর বউ চলচ্চিত্রটিও যৌথভাবে সর্বাধিক চারটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং দুটি পুরস্কার অর্জন করে। রিয়াজ ও শাবনূর দুটি ভিন্ন কাজের জন্য (যথাক্রমে মোল্লা বাড়ীর বউ ও হাজার বছর ধরে এবং মোল্লা বাড়ীর বউ ও দুই নয়নের আলো) দুটি ভিন্ন বিভাগে (যথাক্রমে সেরা চলচ্চিত্র অভিনেতা ও সেরা চলচ্চিত্র অভিনেতা - সমালোচক এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রী ও সেরা চলচ্চিত্র অভিনেত্রী - সমালোচক) মনোনয়ন লাভ করেন এবং প্রত্যেকে একটি করে পুরস্কার অর্জন করেন।
মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৩]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
[সম্পাদনা]নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপ
[সম্পাদনা]সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
---|---|
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
| |
সেরা গায়ক | সেরা গায়িকা |
|
|
সেরা মডেল (পুরুষ) | সেরা মডেল (নারী) |
|
|
সেরা ব্যান্ড | সেরা টিভি অনুষ্ঠান (বিনোদন) |
|
সমালোচক
[সম্পাদনা]সেরা চলচ্চিত্র | সেরা পরিচালক |
---|---|
সেরা চলচ্চিত্র অভিনেতা | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
সেরা নাট্যকার | সেরা নির্দেশক |
|
|
সেরা টিভি অভিনেতা | সেরা টিভি অভিনেত্রী |
|
|
সেরা সঙ্গীতশিল্পী | সেরা নৃত্যশিল্পী |
বিশেষ পুরস্কার - টিভি | বিশেষ পুরস্কার - চলচ্চিত্র |
অনুষ্ঠান
[সম্পাদনা]পুরস্কার প্রদান
[সম্পাদনা]প্রদানকারী | পুরস্কারের বিভাগ |
---|---|
জিল্লুর রহমান সিদ্দিকী, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু | আজীবন সম্মাননা |
গাজী মাজহারুল আনোয়ার | সেরা সঙ্গীতশিল্পী (সমালোচক) |
লুবনা মরিয়ম | সেরা নৃত্যশিল্পী (সমালোচক) |
বেগম মমতাজ হোসেন | বিশেষ পুরস্কার - টিভি |
রফিকুন নবী | সেরা নির্দেশক |
আতিকুল হক চৌধুরী | সেরা নাট্যকার |
প্রিসিলা পারভীন | সেরা টিভি অভিনেতা (সমালোচক) |
আমিনুল হক | সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) |
মাহফুজ আনাম | বিশেষ পুরস্কার - চলচ্চিত্র |
হাসনাত আবদুল হাই | সেরা চলচ্চিত্র |
আনোয়ার হোসেন | সেরা পরিচালক |
কবরী | সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) |
খলিল উল্লাহ খান | সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) |
শাকিলা জাফর | সেরা মডেল (পুরুষ) |
ডেভ হোয়াটমোর | সেরা মডেল (নারী) |
আমজাদ হোসেন | সেরা টিভি অনুষ্ঠান (বিনোদন) |
শাহনাজ রহমতুল্লাহ | সেরা গায়ক |
নিয়াজ মোহাম্মদ চৌধুরী | সেরা গায়িকা |
রুনা লায়লা | সেরা ব্যান্ড |
আফরোজা বানু | সেরা টিভি অভিনেতা |
সিরাজুল ইসলাম | সেরা টিভি অভিনেত্রী |
শবনম | সেরা চলচ্চিত্র অভিনেতা |
রাজ্জাক | সেরা চলচ্চিত্র অভিনেত্রী |
পরিবেশনা
[সম্পাদনা]পরিবেশক | পরিবেশনা |
---|---|
ঈশিতা, অপি করিম, শ্রাবন্তী | নৃত্য - "যারে যা চিঠি" |
শামীম আরা নিপা ও তার দল | নৃত্য - "সেই চিঠি ধূপের মত" |
কবরী | নৃত্য - "শোনেন শোনেন দেশবাসী" |
শাকিলা জাফর, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু | গান - আঞ্চলিক |
মাহফুজ, তুষার খান, শামীম, তারিন, সাজু খাদেম, মীর সাব্বির, আ খ ম হাসান | নাটিকা - শুটিং |
রিয়াজ, ফেরদৌস, মৌসুমী | বিজ্ঞাপন মিক্স |
তনিমা হামিদ, মাসুদ আলী খান, শর্মিলী আহমেদ, টনি ডায়েস, ফখরুল হাসান বৈরাগী, অপূর্ব, শামীম, চঞ্চল চৌধুরী | নাটিকা |
আহমেদ রুবেল, মুন্নী সাহা | নাটিকা |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given" [২০০৫-এর মেরিল-প্রথম আলো পুরস্কার দেয়া হয়েছে]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০০৯। ১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।