বিষয়বস্তুতে চলুন

শামীম আরা নিপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামীম আরা নিপা
শামীম আরা নিপা (ঢাকা, ২০১৭)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশানৃত্যকলা[]
দাম্পত্য সঙ্গীহাসান ইমাম (?-২০২০)
পুরস্কারএকুশে পদক (২০১৭)[]
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শামীম আরা নিপা।

শামিম আরা নীপা বাংলাদেশের একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি নৃত্যের উপর প্রথম পাঠ নেন কিশোরগঞ্জ জেলার আর্টস কাউন্সিল থেকে। পরে তিনি বুলবুল একাডেমীর ফাইন আর্টস থেকে প্রশিক্ষণ পান। পরে বিভিন্ন বিদেশী শিক্ষকদের কাছ থেকে নাচের তালিম নেয়া থেকে শুরু করে বিদেশে গিয়েও নাচ শিখে এসেছেন।

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

নব্বইয়ের দশকে একসাথে কাজ করার সুবাদে সহকর্মী নৃত্যশিল্পী হাসান ইমাম এর সাথে বিয়ে হয় । কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় । হাসান ইমাম, ২০২০ সালের মে মাসে ঢাকায় মৃত্যুবরণ করেন । তাদের দুজনের কেউই পরবর্তীকালে নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হননি । []

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি বাংলাদেশ টেলিভিশনের কয়েকটি নাটকেও অভিনয় করেন। তিনি দেশে ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

নিপা ঢাকা বিভাগের সেরা নৃত্য শিল্পীর জন্য স্বর্ণপদক পেয়েছিলেন এবং বাংলাদেশ লোক ফোরাম, জাতীয় যুব পরিষদ এবং অন্যান্য সংস্থাগুলি কর্তৃক সেরা নৃত্যশিল্পী মনোনীত হন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে (HTML) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  2. 1 2 ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  3. "নৃত্য ও নৃত্যাঞ্চল"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩
  4. |শেষাংশ=প্রতিবেদক|প্রথমাংশ=গ্লিটজ|তারিখ=১৬ মে ২০২০|ইউআরএল=https://bangla.bdnews24.com/glitz/article1759010.bdnews ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০২০ তারিখে |শিরোনাম=https://bangla.bdnews24.com/glitz/article1759010.bdnews%7Cবিন্যাস=HTML%7Cসংগ্রহের-তারিখ=%5B%5D ৩১ ডিসেম্বর ২০২০}}

বহিঃসংযোগ

[সম্পাদনা]