২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২৭ মে ২০২২
স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকরিয়াজফেরদৌস আহমেদ
আলোকপাত
আজীবন সম্মাননারুনা লায়লাসাবিনা ইয়াসমিন
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দরেহানা মরিয়ম নূর
শ্রেষ্ঠ পরিচালনাএন রাশেদ চৌধুরী
চন্দ্রাবতী কথা
শ্রেষ্ঠ অভিনেতাসিয়াম আহমেদ
মৃধা বনাম মৃধা
শ্রেষ্ঠ অভিনেত্রীজয়া আহসান
অলাতচক্র
সর্বাধিক মনোনয়ননোনা জলের কাব্য (৪টি)
 ← ২২তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২৪তম → 

২৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের ত্রয়োবিংশ আয়োজন। ২০২১ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০২২ সালের ২৭শে মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বছরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।[১] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা রিয়াজফেরদৌস আহমেদ

বিজয়ী ও মনোনীতদের তালিকা[সম্পাদনা]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

আজীবন সম্মাননা[সম্পাদনা]

তারকা জরিপ[সম্পাদনা]

সেরা গায়ক সেরা গায়িকা
সেরা চলচ্চিত্র অভিনেতা সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী
সেরা নবীন অভিনয়শিল্পী

সমালোচক[সম্পাদনা]

সেরা চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা নির্দেশক
সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী
ওয়েব সিরিজে সেরা অভিনেতা জুরিবোর্ডের বিশেষ পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আজ মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৩তম আসর"দৈনিক প্রথম আলো। ২৭ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  2. "মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১"দৈনিক প্রথম আলো। ২৭ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  3. "তারকা জরিপ ও সমালোচক পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  4. "মেরিল-প্রথম আলো পুরস্কার- ২০২১: 'মনোনয়নটাই পুরস্কার পাওয়ার মতো'"দৈনিক প্রথম আলো। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  5. "অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অনুষ্ঠানে আসার জন্য"দৈনিক প্রথম আলো। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  6. "সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  7. ওয়াজেদ, মইনুল (২৪ মে ২০২২)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১ঃ 'এই চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তি আমরা উদ্‌যাপন করতে চাই '"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  8. ওয়াজেদ, মইনুল (২৪ মে ২০২২)। "'মনোনয়ন পাওয়াটাই অনেক বড় অর্জন'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ 
  9. ওয়াজেদ, মইনুল (২৪ মে ২০২২)। "'খুব চাইতাম মাহফুজ ভাই যেন সেরা টিভি অভিনেতার পুরস্কার পান'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২