সাজু খাদেম
সাজু খাদেম | |
---|---|
জন্ম | ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
সন্তান | ২ |
আত্মীয় | হৃদি হক লিটু আনাম |
সাজু খাদেম একজন অভিনেতা ও সঞ্চালক। তিনি প্রধানত টেলিভিশনে অভিনয় করে থাকেন। তিনি ডলস হাউস, গহীনে, পৌষ ফাগুনের পালা, বেশতো ডাক্তার এবং অলক নগর-এর মত জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও, তার অনেক জনপ্রিয় এক ঘণ্টার নাটকও রয়েছে। তিনি বাংলাভিশনের জন্য শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৭ সালে মঞ্চনাটকের মাধ্যমে সাজু খাদেম তার অভিনয় জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালে, তিনি ইটিভিতে নীরব কমেডি ধারাবাহিক ভোলার ডায়েরিতে অভিনয় করেন। তারপর, তিনি "রাতে বিরাতে" নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনা দেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি হল কমন জেন্ডার। চলচ্চিত্রটিতে তিনি এক হিজড়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি কবিরাজ গোলাপ শাহ, অলসপুর, পৌষ ফাগুনের পালা, চোর কাব্য এবং গ্রন্থিকগণ কহে, অম্লান বিশ্বাসের পঞ্চম, শিহাব শাহীনের মোম্বাসা ছাড়াও তিনি অভিনয় করেছেন ইতি দুলাভাই ফেসবুক সহ আরো বহু নাটকে।[১] মোনালিসা সাজুর বিপরীতে নাটক চুপিচুপি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সাজু খাদেম ২২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খরমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোবারক আলী খাদেম ও মা তহুরুণ নেসা খাদেম। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুল থেকে মাধ্যমিক ও সিলেট এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।[৩]
সাজু অভিনেত্রী পৈত্রি হককে বিয়ে করেন, যিনি অভিনেত্রী হৃদি হকের বোন ও অভিনেতা লিটু আনামের শ্যালিকা।[৪] সাজু ও পৈত্রির দুজন পুত্র সন্তান আছে।[৫]
সমালোচনা
[সম্পাদনা]২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাজু খাদেম। আন্দোলন চলাকালীন সময়ে সাজু খাদেম সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৬][৭] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[৮][৯]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৩ | আজব ছেলে | মানিক মানবিক | [১০] | |
শ্যামা কাব্য | বদরুল আনাম সৌদ | ওয়েব চলচ্চিত্র | ||
১৯৭১ সেই সব দিন | হৃদি হক | |||
মা | অরণ্য আনোয়ার | |||
২০২২ | মেইড ইন চিটাগাং | ইমরাউল রাফাত | ||
২০১৯ | ফাগুন হাওয়ায় | মঞ্জু | তৌকীর আহমেদ | |
২০১৭ | মেয়েটি এখন কোথায় যাবে | নাদের চৌধুরী | ||
২০১৩ | পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী | সেন্টু | সাফি উদ্দিন সাফি | |
২০১২ | কমন জেন্ডার | সুশময়/সুশমিতা | নোমান রবিন | |
২০১১ | খণ্ডগল্প ১৯৭১ | মেজর | বদরুল আনাম সৌদ | |
২০০৬ | মায়ের মর্যাদা | দিলীপ বিশ্বাস | ||
২০০৫ | টক ঝাল মিষ্টি | হোটেল ম্যানেজার | দেবাশীষ বিশ্বাস |
ধারাবাহিক নাটক
[সম্পাদনা]- মেহমান (২০২১) [১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Shaju Khadem, an actor out of the box"। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ মোনালিসা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন
- ↑ "সাজু খাদেম"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮।
- ↑ "Shaju Khadem and Proitee"। The Daily Star। ২০ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Dhakatimes24.com। "দ্বিতীয় ছেলের বাবা হলেন অভিনেতা সাজু খাদেম"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আজব ছেলে"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮।
- ↑ "আজ থেকে এনটিভিতে নতুন ধারাবাহিক 'মেহমান'"। www.ntvbd.com। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাজু খাদেম (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সাজু খাদেম