আ খ ম হাসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আ খ ম হাসান
জন্ম৩১ মার্চ ১৯৭৪[১]
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামহাসান
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাস্নাতক
পেশাঅভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
রঙের মানুষ;

সাকিন সারিসুরি; হারকিপ্টে;

ষন্ডা পান্ডা ইত্যাদি।
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার আরটিভি স্টার অ্যাওয়ার্ড

আবু খায়ের মোহাম্মদ হাসান, যিনি পর্দায় আ খ ম হাসান কিংবা হাসান নামে অধিক পরিচিত (জন্ম: ৩১ মার্চ ১৯৭৪) একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা। তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য বেশি জনপ্রিয় হলেও তাকে গম্ভীর চরিত্রেও দেখা যায়।[২] সালাউদ্দিন লাভলুর "রঙের মানুষ" নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করে। তিনি এ জার্নি বাই পলিটিক্স (২০১১) নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

১৯৭৪ সালে আ খ ম হাসান জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলায়। তিনি নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে পড়ালেখা করেন। এরপর নারায়ণগঞ্জের তোলারাম কলেজে পড়েন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজ থেকে তিনি তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে যার ফল স্বরূপ বিনোদনপাড়ায় তিনি তার নাম লেখান।

কর্মক্ষেত্র[সম্পাদনা]

হাসান ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং পরবর্তীতে জীবনে তিনি অভিনয় জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[৩] ২০০৮ তিনি ডাক্তার বাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একের পর এক নাটকে অভিনয় করতে থাকেন। তবে সালাউদ্দিন লাভলুর "রঙের মানুষ" নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।

২০১৯ সালে তিনি মাসুদ করিম সুজনের কিস্তি কাদেরডেঙ্গু নাসের টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।[৪] তিনি বাপ বেটা ৪২০ ওয়েব নাটকে প্রথমবারের মত যমজ চরিত্রে অভিনয় করেন। নয়ন মিলটন পরিচালিত নাটকটি সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।[৫] এই বছর ঈদুল আযহায় তার অভিনীত ৩০টি টেলিভিশন নাটক ও মিনি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।[৬]

টেলিভিশন[সম্পাদনা]

একক নাটক[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

মেরিল-প্রথম আলো পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
২০১২ শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) এ জার্নি বাই পলিটিক্স মনোনীত
আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর মনোনীত কর্ম বিভাগ ফলাফল সূত্র
২০১৯ ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র চিটিং মাস্টার মনোনীত [৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শুভ জন্মদিন আ খ ম হাসান"। priyo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  2. বাবু, মাজহার (১৪ অক্টোবর ২০১৫)। "বিজ্ঞাপনের চাপে নাটক পিষ্ট : আ খ ম হাসান"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "ভাইরে আমি একটু অলস প্রকৃতির!-আ.খ.ম হাসান"আনন্দ আলো। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "AKM Hasan, Sushmita Sinha share screen in two tele-dramas"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  5. খান, মারুফ (১৬ মার্চ ২০১৯)। "আ খ ম হাসানের 'বাপ বেটা ৪২০'"রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "আমি কখনো গরুর হাটে যাইনি : আ খ ম হাসান"জাগোনিউজ২৪.কম। ১২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 
  7. "আজ এনটিভিতে চার ঈদ নাটক"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ২৭, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১ 
  8. "নাটক : ধন্যবাদ"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ৩, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১ 
  9. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]