ক্রিস্টিনা রিচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টিনা রিচি
Christina Ricci
২০০৮ সালের মে মাসে রিচি
জন্ম(১৯৮০-০২-১২)১২ ফেব্রুয়ারি ১৯৮০
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯৯০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেমস হির্ডেগেন (বি. ২০১৩)
সন্তান

ক্রিস্টিনা রিচি (ইংরেজি: Christina Ricci; জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৮০)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। অভিনয় জীবনে তিনি একাধিক পুরস্কার জয় ও মনোনয়ন লাভ করেছেন, তন্মধ্যে রয়েছে একটি ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার ও একটি স্যাটেলাইট পুরস্কার জয়; এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারের মনোনয়ন।

মাত্র নয় বছর বয়সে মারমেইড (১৯৯০) ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রিচির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি দ্য অ্যাডামস ফ্যামিলি (১৯৯১) ও এর অনুবর্তী পর্বে ওয়েন্সডে অ্যাডামস চরিত্রে অভিনয় করে সাফল্য অর্জন করেন। ১৯৯৫ সালে ক্যাসপার এবং নাউ অ্যান্ড দেন ছবির সাফল্য তাকে "কিশোরদের আইকন" হিসেবে প্রতিষ্ঠিত করে।[২] ১৭ বছর বয়সে তিনি দি আইস স্টর্ম (১৯৯৭) ছবির মধ্য দিয়ে প্রাপ্ত-বয়স্ক চরিত্রে কাজ শুরু করেন এবং এর সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৮ সালে বাফালো 'সিক্সটি সিক্স, পিকার, দি অপোজিট অব সেক্স চলচ্চিত্রে প্রধান চরিত্রে কাজের সুযোগ পান। দি অপোজিট অব সেক্স ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার ও সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে স্যাটেলাইট পুরস্কার লাভ করেন; এবং সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি স্লিপি হলো (১৯৯৯) ও মনস্টার (২০০৩) ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।

রিচি ২০১৩ সালে অক্টোবরে ক্যামেরা ডলি গ্রিপার জেমস হির্ডেগেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৪ সালে আগস্টে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে।[৩] তিনি রেপ, অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্ক (রাইন)-এর জাতীয় মুখপাত্র।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রিচি ১৯৮০ সালের ১২ই ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রাফ রিচি এবং মাতা সারা মুরডক।[৪] তার মাতা ১৯৬০-এর দশকে ফোর্ড এজেন্সির মডেল হিসেবে কাজ করতেন এবং পরে আবাসন ব্যবসায়ের প্রতিনিধি হন। পিতা বিভিন্ন কর্মের সাথে জড়িত ছিলেন, তন্মধ্যে রয়েছে ব্যায়াম শিক্ষক, আইনজীবী, ঔষধ উপদেষ্টা, ও প্রাইমাল স্ক্রিম থেরাপিস্ট।[৫] রিচি তার পূর্বপুরুষদের সম্পর্কে বলেন যে তার শরীরে ইতালীয় রক্ত প্রবহমান। তার চার বা পাঁচ প্রজন্ম পূর্বে একজন ইতালীয় একজন আইরিশ নারীকে বিয়ে করেন এবং তাদের সবকয়টি পুত্রসন্তান জন্ম নেন। ফলে তারা আরও আইরিশ নারীদের বিয়ে করে এবং আরও পুত্র জন্ম নেয় ও আরও আইরিশ নারী সাথে বিয়ে হয়। বর্তমানে তিনি মূলত স্কট-আইরিশ।[৬]

রিচি তার পিতামাতার চতুর্থ ও সর্বকনিষ্ঠ সন্তান। তার অন্য ভাইবোনেরা হলেন রাফায়েল (জ. ১৯৭১), দান্তে (জ. ১৯৭৪) ও পিয়া (জ. ১৯৭৬)।[৭][৮] রিচির যখন ১৩ বছর বয়স তখন তার পিতামাতা আলাদা হয়ে যান, এবং এরপর থেকে তিনি তার পিতার সাথে কথা বলেননি। তিনি তার শৈশব নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন, বিশেষ করে তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ও তার পিতার সাথে তার বিরূপ সম্পর্ক নিয়ে।[৯]

তার পিতামাতার বিচ্ছেদের পর তারা নিউ জার্সির মন্টক্লেয়ারে চলে যান। তিনি এজমন্ট এলিমেন্টারি স্কুল, গ্লেনফিল্ড মিডল স্কুল, মন্টক্লেয়ার হাই স্কুল ও মরিসটাউন-বিয়ার্ড স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি নিউ ইয়র্ক সিটিতে প্রফেশনাল চিলড্রেন্‌স স্কুলে পড়াশোনা করেন।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Christina Ricci Biography (1980-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Christina Ricci's feminist comeback"ডেজড (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "It's a Boy! Christina Ricci Welcomes First Child"ইউএস উয়িকলি (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Christina Ricci"পিপল। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  5. "The vamp is a lady"দ্য ডেইলি টেলিগ্রাফ। ২৮ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  6. "The Minx Effect"ক্রিস্টিনা রিচি। ২৩ নভেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  7. "The Minx Effect"। দ্য ফেস। অক্টোবর ১৯৯৮। 
  8. "The Littlest Addams"। নিউ ইয়র্ক ম্যাগাজিন। ১৮ নভেম্বর ১৯৯১। পৃষ্ঠা ১৮। 
  9. "Christina Ricci: 'I don't think anything I said was really dark'"দ্য গার্ডিয়ান। ২৩ ডিসেম্বর ২০১৩। Archived from the original on ২৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  10. গোল্ডফার্ব, বার্ড (ফেব্রুয়ারি ২০০৪)। "Christina Ricci: at age 8, she arrived to an audition with a black eye and freaked the casting director out. Fifteen years later, she's still keeping the surprises coming – Interview"। ফাইন্ড আর্টিকেলস। ১১ জানুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]