সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২৩-এর বিজয়ী: এমা স্টোন
বিবরণসঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর অভিনয়ের জন্য
অবস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৫১
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতএমা স্টোন
পুওর থিংস (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com

সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হচ্ছে গোল্ডন গ্লোব পুরস্কার প্রদানের একটি শাখা। ১৯৫০ সালে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সর্বপ্রথম এই পুরস্কার প্রদান শুরু করে। এর আগে সেরা অভিনেত্রীদের জন্য একটি মাত্র পুরস্কারই বরাদ্দ ছিলো, যার নাম, "চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী"। পরবর্তীতে এটি দুটি শাখায় ভাগ হয়, যার একটি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের ওপর, এবং অপরটির নাম নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার[১]

জুলি অ্যান্ড্রুজরোজালিন্ড রাসেল এই বিভাগে সর্বাধিক তিনটি পুরস্কার অর্জন করেছেন। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী এমা স্টোন পুওর থিংস (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।[২]

বিজয়ী ও মনোনীতদের তালিকা[সম্পাদনা]

জুডি হলিডে এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি বর্ন ইস্টারডে (১৯৫০)-এর জন্য পুরস্কৃত হন।
মেরিলিন মনরো সাম লাইক ইট হট (১৯৫৯)-এর জন্য পুরস্কৃত হন।
শার্লি ম্যাকলেইন তার নয়টি মনোনয়ন হতে দি অ্যাপার্টমেন্ট (১৯৬০) ও ইর্মা লা দুশ (১৯৬৩)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
জুলি অ্যান্ড্রুজ ম্যারি পপিন্স (১৯৬৪), দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫) ও ভিক্টর ভিক্টোরিয়া (১৯৮২)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
বারবারা স্ট্রাইস্যান্ড ফানি গার্ল (১৯৬৮) ও আ স্টার ইজ বর্ন (১৯৭৬)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
ডায়ান কিটন অ্যানি হল (১৯৭৭) ও সামথিংস গটা গিভ (২০০৩)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
ম্যাগি স্মিথ ক্যালিফোর্নিয়া সুয়িট (১৯৭৮)-এর জন্য পুরস্কৃত হন।
সিসি স্পেসেক কোল মাইনার্স ডটার (১৯৮০) ও ক্রাইমস অব দ্য হার্ট (১৯৮৬)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
জুলি ওয়াল্টার্স এডুকেটিং রিটা (১৯৮৩)-এর জন্য পুরস্কৃত হন।
শের মুনস্ট্রাক (১৯৮৭)-এর জন্য পুরস্কৃত হন।
৮০ বছর বয়সে জেসিকা ট্যান্ডি ড্রাইভিং মিস ডেইজি-এর জন্য বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী হিসেবে এই বিভাগে পুরস্কৃত হন।
জুলিয়া রবার্টস প্রিটি ওম্যান (১৯৯০)-এর জন্য পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলা বাসেট হোয়াট্‌স লাভ ফগট টু ডু উইথ ইট (১৯৯৩)-এ টিনা টার্নার চরিত্রের জন্য পুরস্কৃত হন।
জেমি লি কার্টিস টু লাইজ (১৯৯৪)-এর জন্য পুরস্কৃত হন।
নিকোল কিডম্যান টু ডাই ফর (১৯৯৫) ও মুলাঁ রুজ! (২০০১)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
ম্যাডোনা এভিটা (১৯৯৬)-এ এভা পেরোন চরিত্রের জন্য পুরস্কৃত হন।
হেলেন হান্ট অ্যাজ গুড অ্যাজ ইট গেটস (১৯৭৭)-এর জন্য পুরস্কৃত হন।
গ্বিনিথ পালট্রো শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮)-এর জন্য পুরস্কৃত হন।
রানে জেলওয়েগার নার্স বেটি (২০০০) ও শিকাগো (২০০২)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যানেট বেনিং বিয়িং জুলিয়া (২০০৪) ও দ্য কিডস আর অল রাইট (২০১০)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
রিজ উইদারস্পুন ওয়াক দ্য লাইন (২০০৫)-এ জুন কার্টার ক্যাশ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেরিল স্ট্রিপ সর্বাধিক ১০টি মনোনয়ন থেকে দ্য ডেভল ওয়েআরস প্রাডা (২০০৬) ও জুলি অ্যান্ড জুলিয়া (২০০৯)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
মারিয়োঁ কোতিয়ার লা ভি অঁ রোজ (২০০৭)-এ এদিত পিয়াফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন, তিনি ফরাসি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার বিজয়ী প্রথম অভিনেত্রী।
স্যালি হকিন্স হ্যাপি-গো-লাকি (২০০৮)-এর জন্য পুরস্কৃত হন।
মিশেল উইলিয়ামস মাই উয়িক উইথ মেরিলিন (২০১১) চলচ্চিত্রে মেরিলিন মনরো চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুক (২০১২) ও জয় (২০১৫)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যামি অ্যাডামস আমেরিকান হাসল (২০১৩) ও বিগ আইজ (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
এমা স্টোন লা লা ল্যান্ড (২০১৬) ও পুওর থিংস (২০২৩)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
সার্শা রোনান লেডি বার্ড (২০১৭)-এর জন্য পুরস্কৃত হন।
অলিভিয়া কলম্যান দ্য ফেভারিট (২০১৮)-এর জন্য পুরস্কৃত হন।
আওকোয়াফিনা দ্য ফেয়ারওয়েল (২০১৯)-এর জন্য পুরস্কৃত হন।
রোজামন্ড পাইক আই কেয়ার আ লট (২০২০)-এর জন্য পুরস্কৃত হন।
রেচেল জেগলার ওয়েস্ট সাইড স্টোরি (২০২১)-এর জন্য পুরস্কৃত হন।
মিশেল ইয়ো এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এর জন্য পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৫০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৫০ জুডি হলিডে এমা "বিলি" ডন বর্ন ইস্টারডে [৩]
বেটি হাটন অ্যানি ওকলি অ্যানি গেট ইওর গান
স্প্রিং বিয়িংটন লুইসা নর্টন লুইসা
১৯৫১ জুন অ্যালিসন সিনথিয়া পটার টু ইয়ং টু কিস [৪]
১৯৫২ সুজান হেওয়ার্ড জেন ফোরম্যান উইথ আ সং ইন মাই হার্ট [৫]
ক্যাথরিন হেপবার্ন প্যাট পেম্বার্টন প্যাট অ্যান্ড মাইক
জিঞ্জার রজার্স এডউইনা ফুল্টন মাংকি বিজনেস
১৯৫৩ ইথেল মারম্যান স্যালি অ্যাডাম কল মি ম্যাডাম [৬]
১৯৫৪ জুডি গারল্যান্ড ভিকি লেস্টার আ স্টার ইজ বর্ন [৭]
১৯৫৫ জিন সিমন্স সারা ব্রাউন গাইজ অ্যান্ড ডলস্‌ [৮]
১৯৫৬ ডেবরা কার আনা লিওনোয়েন্স দ্য কিং অ্যান্ড আই [৯]
জুডি হলিডে লরা প্যার্ট্রিজ দ্য সলিড গোল্ড ক্যাডিলাক
ডেবি রেনল্ডস পলি প্যারিশ বান্ডল অব জয়
মাচিকো কিয়ো লোটাস ব্লোজম দ্য টিহাউজ অব দ্য অগাস্ট মুন
মেরিলিন মনরো চেরি বাস স্টপ
১৯৫৭ টাইনা এল্গ এঙ্গেল ডুক্রুস লে গার্লস [১০]
কে ক্যান্ডাল সাইবিল রেন
অড্রি হেপবার্ন অ্যানিয়ান চেভাস লাভ ইন দি আফটারনুন
জিন সিমন্স অ্যান লিডস দিস কুড বি দ্য নাইট
সিড চেরিস নিনা "নিনোৎস্কা" ইয়োশেঙ্কো সিল্ক স্টকিংস
১৯৫৮ রোজালিন্ড রাসেল মেম ডেনিস আন্ট মেম [১১]
ইংরিদ বারিমান আন্না কালমান ইনডিসক্রিট
ডরিস ডে ইসোল্ডে পুল দ্য টানেল অব লাভ
মিট্‌জি গেনর নেলি সাউথ প্যাসিফিক
লেসলি কারোঁ জিজি জিজি
১৯৫৯ মেরিলিন মনরো "শুগার কেন" কোয়ালজিক সাম লাইট ইট হট [১২]
ডরিস ডে জ্যান মরো পিলো টক
ডরোথি ড্যানড্রিজ বেস পর্গি অ্যান্ড বেস
লিলি পালমার ক্যাথরিন ওয়ার্ড বাট নট ফর মি
শার্লি ম্যাকলেইন মেগ হুইলার আস্ক অ্যানি গার্ল

১৯৬০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৬০ শার্লি ম্যাকলেইন ফ্রান কুবেলিক দি অ্যাপার্টমেন্ট [১৩]
কাপ্যুসিন রানী ক্যারোলাইন জু সেন-ভিটগেনস্টাইন সং উইদাউট এন্ড
জুডি হলিডে এলা পিটারসন বেলস আর রিংগিং
লুসিল বল কিটি উইভার দ্য ফ্যাক্টস অব লাইফ
সোফিয়া লরেন লুসিয়া কুরসো ইট স্টার্টেড ইন নেপলস
১৯৬১ রোজালিন্ড রাসেল মিসেস জ্যাকবি আ মেজরিটি অব ওয়ান [১৪]
অড্রি হেপবার্ন হলি গোলাইটলি ব্রেকফাস্ট অ্যাট টিফানিস
বেটি ডেভিস অ্যাপল অ্যানি পকেটফুল অব মিরাকলস
মিয়োশি উমেকি মেই লি ফ্লাওয়ার ড্রাম সং
হেইলি মিলস সুজান এভার্স / শ্যারন ম্যাকেন্ড্রিক দ্য প্যারেন্ট ট্র্যাপ
১৯৬২ রোজালিন্ড রাসেল রোজ হোভিক জিপসি [১৫]
জেন ফন্ডা ইজাবেল হ্যাভারস্টিক পিরিয়ড অব অ্যাডজাস্টমেন্ট
ডরিস ডে কিটি ওয়ান্ডার বিলি রোজ্‌স জাম্বো
ন্যাটালি উড লুইস হোভিক / জিপসি রোজ লি জিপসি
শার্লি জোন্স ম্যারিয়ান পারু দ্য মিউজিক ম্যান
১৯৬৩ শার্লি ম্যাকলেইন ইর্মা লা দুশ ইর্মা লা দুশ [১৬]
১৯৬৪ জুলি অ্যান্ড্রুজ ম্যারি পপিন্স ম্যারি পপিন্স [১৭]
অড্রি হেপবার্ন এলাইজা ডুলিটল মাই ফেয়ার লেডি
ডেবি রেনল্ডস মলি ব্রাউন দি আনসিংকেবল মলি ব্রাউন
মেলিনা মার্কুরি এলিজাবেথ লিপ টপকাপি
সোফিয়া লরেন ফিলুমেনা মার্তুরানো মাত্রিমোনিও আল্লিতালিয়ানা
১৯৬৫ জুলি অ্যান্ড্রুজ মারিয়া ফন ট্রাপ দ্য সাউন্ড অব মিউজিক [১৮]
জেন ফন্ডা ক্যাট বালো ক্যাট বালো
ন্যাটালি উড ডেইজি ক্লোভার ইনসাইড ডেইজি ক্লোভার'
বারবারা হ্যারিস ড. স্যান্ড্রা মার্কোভিৎজ আ থাউজেন্ড ক্লাউনস
রিটা টুশিংহাম ন্যান্সি জোন্স দ্য ন্যাক ...অ্যান্ড হাউ টু গেট ইট
১৯৬৬ লিন রেডগ্রেভ জর্জি জর্জি গার্ল [১৯]
এলিজাবেথ হার্টম্যান বারবারা ডার্লিং ইউ'র আ বিগ বয় নাউ
জেন ফন্ডা এলেন গর্ডন অ্যানি ওয়েনসডে
ভানেসা রেডগ্রেভ লিওনি ডেল্ট মরগান - আ সুইটেবল কেস ফর ট্রিটমেন্ট
শার্লি ম্যাকলেইন নিকোল চ্যাং গ্যাম্বিট
১৯৬৭ অ্যান ব্যানক্রফ্‌ট মিসেস রবিনসন দ্য গ্র্যাজুয়েট [২০]
অড্রি হেপবার্ন জোঅ্যানা "জো" ওয়ালেস টু ফর দ্য রোড
জুলি অ্যান্ড্রুজ মিলি ডিলমাউন্ট থরোলি মডার্ন মিলি
ভানেসা রেডগ্রেভ গেনেভেয়ার কেমলট
শার্লি ম্যাকলেইন পলেট / মারিয়া টেরিজা / লিন্ডা / ইডিথ / ইভ মিনো / মারি / জিঅ্যান ওম্যান টাইমস সেভেন
১৯৬৮ বারবারা স্ট্রাইস্যান্ড ফ্যানি ব্রাইস ফানি গার্ল [২১]
জিনা লল্লোব্রিজিদা কার্লা ক্যাম্পবেল বোনা সেরা, মিসেস ক্যাম্পবেল
জুলি অ্যান্ড্রুজ গার্ট্রুড লরেন্স স্টার!
পেটুলা ক্লার্ক শ্যারন ম্যাকলঙ্গেরান ফিনিয়ান্‌স রেইনবো
লুসিল বল হেলেন নর্থ ইওর্স, মাইন অ্যান্ড আওয়ার্স
১৯৬৯ প্যাটি ডিউক ন্যাটালি মিলার মি, ন্যাটালি [২২]
আনা মানিয়ানি রোজ বম্বোলিনি দ্য সিক্রেট অব সান্তা ভিত্তোরিয়া
ইংরিদ বারিমান স্টেফানি ডিকিনসন ক্যাকটাস ফ্লাওয়ার
কিম ড্যার্বি ডরিস বল্টন ওয়েন জেনারেশন
ডায়ান ক্যানন অ্যালিস হেন্ডারসন বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড অ্যালিস
বারবারা স্ট্রাইস্যান্ড ডলি লেভি হ্যালো, ডলি
মিয়া ফ্যারো ম্যারি জন অ্যান্ড ম্যারি
শার্লি ম্যাকলেইন চ্যারিটি হোপ ভ্যালেন্টাইন সুইট চ্যারিটি

১৯৭০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৭০ ক্যারি স্নডগ্রেস টিনা বালসার ডায়েরি অব আ ম্যাড হাউজওয়াইফ [২৩]
অ্যাঞ্জেলা ল্যান্সবারি কাউন্টেস এর্থ ভ্যান অর্স্টাইন সামথিং ফর এভরিওয়ান
জুলি অ্যান্ড্রুজ লিলি স্মিথি ডার্লিং লিলি
বারবারা স্ট্রাইস্যান্ড ডরিস দি আউল অ্যান্ড দ্য পুসিক্যাট
স্যান্ডি ডেনিস গুয়েন কেলারম্যান দি আউট-অব-টাউনার্স
১৯৭১ টুইগি পলি ব্রাউন দ্য বয় ফ্রেন্ড [২৪]
অ্যাঞ্জেলা ল্যান্সবারি ইগল্যান্টিন প্রাইস বেডনবস অ্যান্ড ব্রুমস্টিকস
এলেইন মে হেনরিয়েতা লাওয়েল আ নিউ লিফ
রুথ গর্ডন মড শার্ডিন হ্যারল্ড অ্যান্ড মড
স্যান্ডি ডানকান অ্যামি কুপার স্টার স্পেঙ্গলড গার্ল
১৯৭২ লাইজা মিনেলি স্যালি বাউয়েলস ক্যাবারেট [২৫]
ক্যারল বার্নেট টিলি শ্লেইন পিট 'এন' টিলি
গোল্ডি হন জিল ট্যানার বাটারফ্লাইজ আর ফ্রি
জুলিয়েট মিলস পামেলা পিগট আভান্তি!
ম্যাগি স্মিথ অগাস্টা বার্ট্রাম ট্রাভেলস উইথ মাই আন্ট
১৯৭৩ গ্লেন্ডা জ্যাকসন ভিকি আলেসিও আ টাচ অব ক্লাস [২৬]
ইভন এলিম্যান ম্যারি ম্যাগদালেন জিসাস ক্রাইস্ট সুপারস্টার
ক্লোরিস লিচম্যান নেটি অ্যাপলবাই চার্লি অ্যান্ড দি অ্যাঞ্জেল
ট্যাটাম ওনিল অ্যাডি লগিন্স পেপার মুন
লিভ উলমান অ্যান স্ট্যানলি ফোর্টি ক্যারেটস
১৯৭৪ রাকেল ওয়েলচ কনস্ট্যান্স বোনাসিয়ো দ্য থ্রি মাস্কেটিয়ার্স [২৭]
ক্লোরিস লিচম্যান ফ্রাউ ব্লুচার ইয়াং ফ্রাঙ্কেস্টাইন
ডাইঅ্যান ক্যারল ক্লডিন প্রাইস ক্লডিন
লুসিল বল মামে ডেনিস মামে
হেলেন হেইস মিসেস স্টাইনমেৎজ হার্বি রাইডস অ্যাগেইন
১৯৭৫ অ্যান-মার্গরেট নোরা ওয়াকার টমি [২৮]
গোল্ডি হন জিল হেইন্স শ্যাম্পু
জুলি অ্যান্ড্রুজ জ্যাকি শন
বারবারা স্ট্রাইস্যান্ড ফ্যানি ব্রাইস ফানি লেডি
লাইজা মিনেলি ক্লেয়ার লাকি লেডি
১৯৭৬ বারবারা স্ট্রাইস্যান্ড ইস্থার হফম্যান আ স্টার ইজ বর্ন [২৯]
গোল্ডি হন অ্যামান্ডা "ডাচেস" কোয়াইড দ্য ডাচেস অ্যান্ড দ্য ডার্টওয়াটার ফক্স
জোডি ফস্টার অ্যানাবেল অ্যান্ড্রুজ ফ্রিকি ফ্রাইডে
বারবারা হ্যারিস এলেন অ্যান্ড্রুজ
ব্লেঞ্চ টাইলার ফ্যামিলি প্লট
রিতা মোরেনো গুগি গোমেজ দ্য রিট্‌জ
১৯৭৭ ডায়ান কিটন অ্যানি হল অ্যানি হল [৩০]
মার্শা মেসন পলা ম্যাকফ্যাডেন দ্য গুডবাই গার্ল
লাইজা মিনেলি ফ্রান্সিন ইভান্স নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক
লিলি টমলিন মার্গো স্পার্লিং দ্য লেট শো
স্যালি ফিল্ড ক্যারি "ফ্রগ" স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট
১৯৭৮ এলেন বার্স্টিন ডোরিস সেম টাইম, নেক্সট ইয়ার [৩১]
ম্যাগি স্মিথ ডায়ানা ব্যারি ক্যালিফোর্নিয়া সুয়িট
অলিভিয়া নিউটন-জন স্যান্ডি ওলসন গ্রিজ
গোল্ডি হন গ্লোরিয়া মান্ডি ফাউল প্লে
জ্যাকলিন বিসেট নাটাশা ওব্রায়েন হু ইজ কিলিং দ্য গ্রেট শেফস অব ইউরোপ?
১৯৭৯ বেট মিডলার ম্যারি রোজ ফস্টার দ্য রোজ [৩২]
জিল ক্লেবুর্গ ম্যারিলিন হোমবার্গ স্টার্টিং ওভার
জুলি অ্যান্ড্রুজ সামান্থা টেইলর টেন
মার্শা মেসন জেনি ম্যাকলেইন চ্যাপ্টার টু
শার্লি ম্যাকলেইন ইভা র‍্যান্ড বিয়িং দেয়ার

১৯৮০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৮০ সিসি স্পেসেক লরেট্টা লিন কোল মাইনার্স ডটার [৩৩]
আইরিন ক্যারা কোকো হার্নান্দেজ ফেম
গোল্ডি হন জুডি বেঞ্জামিন প্রাইভেট বেঞ্জামিন
ডলি পার্টন ডোরালি রোডস নাইন টু ফাইভ
বেট মিডলার স্বয়ং / দ্য ডিভাইন মিস এম ডিভাইন ম্যাডনেস
১৯৮১ বার্নাদেত্তে পিটার্স এইলিন এভারসন পেনিস ফ্রম হেভেন [৩৪]
ক্যারল বার্নেট কেট বরাস দ্য ফোর সিজন্স
জিল ক্লেবুর্গ রুথ লুমিস ফার্স্ট মানডে ইন অক্টোবর
ব্লেয়ার ব্রাউন ডক্টর নিল পোর্টার কন্টিনেন্টাল ডিভাইড
লাইজা মিনেলি লিন্ডা মারোল্লা আর্থার
১৯৮২ জুলি অ্যান্ড্রুজ ভিক্টোরিয়া গ্র্যান্ট/ভিক্টর গ্রাঝিন্‌স্কি ভিক্টর/ভিক্টোরিয়া [৩৫]
এইলিন কুইন অ্যানি অ্যানি
ক্যারল বার্নেট মিস হ্যানিগ্যান
গোল্ডি হন পলা ম্যাকুলেন বেস্ট ফ্রেন্ডস
ডলি পার্টন মোনা স্ট্যাংলি দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস
স্যালি ফিল্ড কে কিস মি গুডবাই
১৯৮৩ জুলি ওয়াল্টার্স সুজান "রিটা" হোয়াইট এডুকেটিং রিটা [৩৬]
অ্যান ব্যানক্রফট অ্যানা ব্রন্‌স্কি টু বি অর নট টু বি
জেনিফার বিয়েলস অ্যালেক্স ওয়েনস ফ্ল্যাশড্যান্স
বারবারা স্ট্রাইস্যান্ড ইয়েন্টল মেন্ডেল ইয়েন্টল
লিন্ডা রনস্টাড মেবল দ্য পাইরেটস অব পেনজ্যান্স
১৯৮৪ ক্যাথলিন টার্নার জোন ওয়াইল্ডার রোম্যান্সিং দ্য স্টোন [৩৭]
অ্যান ব্যানক্রফট এস্টেল রোলফ গার্বো টকস
মিয়া ফ্যারো টিনা ভিটেল ব্রডওয়ে ড্যানি রোজ
লিলি টমলিন এডউইনা কাটওয়াটার অল অব মি
শেলি লং লাকি ব্রড্‌স্কি ইরেকন্সিলেবল ডিফারেন্সেস
১৯৮৫ ক্যাথলিন টার্নার আইরিন ওয়াকার প্রিৎজিস অনার [৩৮]
গ্লেন ক্লোজ জ্যান / ম্যাক্সি ম্যাক্সি
মিয়া ফ্যারো সিসিলিয়া দ্য পার্পল রোজ অব কায়রো
রোজ্যানা আর্কেট রবার্টা গ্লাস ডেসপারেটলি সিকিং সুজান
স্যালি ফিল্ড এমা মোরিয়ার্টি মার্ফিস রোম্যান্স
১৯৮৬ সিসি স্পেসেক রেবেকা ম্যাগ্রাথ / বেব বট্রেল ক্রাইমস অব দ্য হার্ট [৩৯]
ক্যাথলিন টার্নার পেগি সু পেগি সু গট ম্যারিড
জুলি অ্যান্ড্রুজ জিলিয়ান ফেয়ারচাইল্ড দ্যাট্‌স লাইফ!
বেট মিডলার বারবারা হোয়াইটম্যান ডাউন অ্যান্ড আউট ইন বেভারলি হিলস
মেলানি গ্রিফিথ অড্রি হ্যাঙ্কেল সামথিং ওয়াইল্ড
১৯৮৭ শের লরেটা ক্যাস্টোরিনি মুনস্ট্রাক [৪০]
জেনিফার গ্রে ফ্রান্সেস "বেবি" হাউজম্যান ডার্টি ড্যান্সিং
ডায়ান কিটন জে.সি. ওয়াইট বেবি বুম
বেট মিডলার স্যান্ডি ব্রঞ্জিন্‌স্কি আউটরেজাস ফরচুন
হলি হান্টার জেন ক্রেইগ ব্রডকাস্ট নিউজ
১৯৮৮ মেলানি গ্রিফিথ টেস ম্যাকগিল ওয়ার্কিং গার্ল [৪১]
অ্যামি আরভিং ইজাবেল গ্রসম্যান ক্রসিং ডেলানসি
জেমি লি কার্টিস ওয়ান্ডা গের্শউইট্‌জ আ ফিশ কলড ওয়ান্ডা
মিশেল ফাইফার অ্যাঞ্জেলা ডিমার্কো ম্যারিড টু দ্য মব
সুজান সার‍্যান্ডন অ্যানি স্যাভয় বুল ডারহাম
১৯৮৯ জেসিকা ট্যান্ডি ডেইজি ওয়ের্থান ড্রাইভিং মিস ডেইজি [৪২]
ক্যাথলিন টার্নার বারবারা রোজ দ্য ওয়ার অব দ্য রোজেস
পলিন কলিন্স শার্লি ভ্যালেনটাইন-ব্র্যাডশ শার্লি ভ্যালেনটাইন
মেগ রায়ান স্যালি অলব্রাইট হোয়েন হ্যারি মেট স্যালি...
মেরিল স্ট্রিপ ম্যারি ফিশার শি-ডেভল

১৯৯০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯০ জুলিয়া রবার্টস ভিভিয়ান ওয়ার্ড প্রিটি ওম্যান [৪৩]
১৯৯১ বেট মিডলার ডিক্সি লিওনার্ড ফর দ্য বয়েজ [৪৪]
১৯৯২ মিরান্ডা রিচার্ডসন রুক্সি হার্ট এনচেন্টেড এপ্রিল [৪৫]
১৯৯৩ অ্যাঞ্জেলা বাসেট টিনা টার্নার হোয়াট্‌স লাভ টু ডু উইথ ইট [৪৬]
১৯৯৪ জেমি লি কার্টিস হেলেন টাসকার ট্রু লাইজ [৪৭]
১৯৯৫ নিকোল কিডম্যান সুজান স্টোন-মারেটো টু ডাই ফর [৪৮]
১৯৯৬ ম্যাডোনা ইভা পেরন এভিটা [৪৯]
১৯৯৭ হেলেন হান্ট ক্যারল কনেলি অ্যাজ গুড অ্যাজ ইট গেটস্‌ [৫০]
১৯৯৮ গ্বিনিথ পালট্রো ভায়োলা দ্য লেসেপস শেকসপিয়ার ইন লাভ [৫১]
ক্রিস্টিনা রিচি ডিডি ট্রুইট দ্য অপোজিট অব সেক্স
ক্যামেরন ডিয়াজ ম্যারি জেনসেন দেয়ার্‌স সামথিং অ্যাবাউট ম্যারি
জেন হরক্স লরা হফ লিটল ভয়েস
মেগ রায়ান ক্যাথলিন কেলি ইউ হ্যাভ গট মেইল
১৯৯৯ জ্যানেট ম্যাকটির ম্যারি জো ওয়াকার টাম্বলউইডস [৫২]
জুলিয়া রবার্টস অ্যানা স্কট নটিং হিল
জুলিঅ্যান মুর মিসেস লরা শেভালি অ্যান আইডিয়াল হাজবেন্ড
রিজ উইদারস্পুন ট্রেসি ফ্লিক ইলেকশন
শ্যারন স্টোন সারা লিটল দ্য মিউজ

২০০০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০ রানে জেলওয়েগার বেটি সিজমোর নার্স বেটি' [৫৩]
জুলিয়েত বিনোশ ভিয়ান রোশার শকোলা
ট্রেসি উলম্যান ফ্রেঞ্চি জ্যাকসন স্মল টাইম ক্রুকস
ব্রেন্ডা ব্লেদিন গ্রেস ট্রেভেদিন সেভিং গ্রেস
সান্ড্রা বুলক গ্রেসি হার্ট মিস কনজিনিয়ালিটি
২০০১ নিকোল কিডম্যান স্যাটিন মুলাঁ রুজ! [৫৪]
কেট ব্লানচেট কেট হুইলার ব্যান্ডিটস
থোরা বার্চ ইনিড গৌস্ট ওয়ার্ল্ড
রানে জেলওয়েগার ব্রিজেট জোন্স ব্রিজেট জোন্স্‌স ডায়েরি
রিজ উইদারস্পুন এল উডস লিগ্যালি ব্লন্ডি
২০০২ রানে জেলওয়েগার রুক্সি হার্ট শিকাগো [৫৫]
ক্যাথরিন জিটা-জোন্স ভেলমা কেলি শিকাগো
গোল্ডি হন সুজেত ক্রুকস দ্য ব্যাঙ্গার সিস্টার্স
নিয়া ভার্ডালস ফতুলা "তুলা" পার্তোকালোস মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং
ম্যাগি ইলেনহল লি হলোওয়ে সেক্রেটারি
২০০৩ ডায়ান কিটন এরিকা জেন বেরি সামথিংস গটা গিভ [৫৬]
জেমি লি কার্টিস ডক্টর টেস কোলম্যান ফ্রিকি ফ্রাইডে
ডায়ান লেন ফ্রান্সেস মেইস আন্ডার দ্য টাসকান সান
স্কার্লেট জোহ্যানসন শার্লট রাইলি লস্ট ইন ট্রান্সলেশন
হেলেন মিরেন ক্রিস হার্পার ক্যালেন্ডার গার্লস
২০০৪ অ্যানেট বেনিং জুলিয়া ল্যামবার্ট বিয়িং জুলিয়া [৫৭]
অ্যাশলি জুড লিন্ডা পোর্টার ডি-লাভলি
এমি রসাম ক্রিস্টিন ডাই দ্য ফ্যান্টম অব দি অপেরা
কেট উইন্সলেট ক্লেমেন্টিন ক্রুৎসিন্‌স্কি ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
রানে জেলওয়েগার ব্রিজেট জোন্স ব্রিজেট জোন্স: দ্য এজ অব রিজন
২০০৫ রিজ উইদারস্পুন জুন কার্টার ক্যাশ ওয়াক দ্য লাইন [৫৮]
কিয়ারা নাইটলি এলিজাবেথ বেনেট প্রাইড অ্যান্ড প্রেজুডিস
জুডি ডেঞ্চ লরা হেন্ডারসন মিসেস হেন্ডারসন প্রেজেন্টস
লরা লিনি জোন বার্কম্যান দ্য স্কুইড অ্যান্ড দ্য হোয়েল
সারা জেসিকা পার্কার মেরেডিথ মর্টন দ্য ফ্যামিলি স্টোন
২০০৬ মেরিল স্ট্রিপ মিরান্ডা স্প্রিস্টলি দ্য ডেভল ওয়েআরস প্রাডা [৫৯]
অ্যানেট বেনিং ডেইর্ড্রে বরাস রানিং উইথ সিজর্স
টনি কোলেট শেরিল হুভার লিটল মিস সানশাইন
বিয়ন্সে ডিনা জোন্স ড্রিমগার্লস
রানে জেলওয়েগার বিয়াট্রিক্স পটার মিস পটার
২০০৭ মারিয়োঁ কোতিয়ার এদিত পিয়াফ লা ভি অঁ রোজ [৬০]
অ্যামি অ্যাডামস গিজেল ইনচ্যান্টেড
এলেন পেজ জুনো ম্যাকগাফ জুনো
নিকি ব্লন্‌স্কি ট্রেসি টার্নব্ল্যাড হেয়ারস্প্রে
হেলেনা বোনাম কার্টার মিসেস লাভেট সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট
২০০৮ স্যালি হকিন্স পলিন "পপি" ক্রস হ্যাপি-গো লাকি [৬১]
এমা টমসন কেট ওয়াকার লাস্ট চান্স হার্ভি
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড লিন্ডা লিৎজকে বার্ন আফটার রিডিং
মেরিল স্ট্রিপ ডোনা শেরিডান মাম্মা মিয়া!
রেবেকা হল ভিকি মারিয়েল ভিকি ক্রিস্তিনা বার্সেলোনা
২০০৯ মেরিল স্ট্রিপ জুলিয়া চাইল্ড জুলি অ্যান্ড জুলিয়া [৬২]
জুলিয়া রবার্টস ক্লেয়ার স্টেনউইক ডুপ্লিসিটি
মারিয়োঁ কোতিয়ার লুইসা আকারি কন্তিনি নাইন
মেরিল স্ট্রিপ জেন অ্যাডলার ইট্‌স কমপ্লিকেটেড
সান্ড্রা বুলক মার্গারেট টেট দ্য প্রপোজাল

২০১০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০ অ্যানেট বেনিং ডঃ নিকোল "নিক" অলগুড দ্য কিডস্‌ আর অল রাইট [৬৩]
অ্যান হ্যাথাওয়ে ম্যাগি মুরডক লাভ অ্যান্ড আদার ড্রাগস্‌
অ্যাঞ্জেলিনা জোলি এলিস ওয়ার্ড দ্য টুরিস্ট
জুলিঅ্যান মুর জুলস অলগুড দ্য কিডস্‌ আর অল রাইট
এমা স্টোন অলিভ পেন্ডারঘাস্ট ইজি এ
২০১১ মিশেল উইলিয়ামস মেরিলিন মনরো মাই উয়িক উইথ মেরিলিন [৬৪]
জোডি ফস্টার পেনেলোপে লংস্ট্রীট কার্নেজ
শার্লিজ থেরন মাভিস গ্যারি ইয়ং এডাল্ট
ক্রিস্টেন উইগ অ্যানি ওয়াকার ব্রাইডস্‌মেইডস্‌
কেট উইন্সলেট ন্যান্সি কাউয়ান কার্নেজ
২০১২ জেনিফার লরেন্স টিফানি ম্যাক্সওয়েল সিলভার লাইনিংস প্লেবুক [৬৫]
এমিলি ব্লান্ট হ্যারিয়েট চেটউড-তালবট স্যালমন ফিশিং ইন দ্য ইয়েমেন
জুডি ডেঞ্চ ইভেলিন গ্রিনস্লেড দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল
ম্যাগি স্মিথ জিন হর্টন কোয়ার্টেট
মেরিল স্ট্রিপ কে সোয়ামেস হোপ স্প্রিংস
২০১৩ অ্যামি অ্যাডামস সিডনি প্রোজার / লেডি এডিথ গ্রিনস্লি আমেরিকান হাসল [৬৬]
জুলি দেলপি সেলিন ওয়ালেস বিফোর মিডনাইট
গ্রেটা গারউইগ ফ্রান্সেস হ্যালিডে ফ্রান্সেস হা
জুলিয়া লুই-ড্রাইফাস ইভা হেন্ডারসন এনাফ সেইড
মেরিল স্ট্রিপ ভায়োলেট ওয়েস্টন অগাস্ট: ওসেজ কাউন্টি
২০১৪ অ্যামি অ্যাডামস মার্গারেট কিন বিগ আইজ [৬৭]
এমিলি ব্লান্ট বেকারের স্ত্রী ইনটু দ্য উডস্‌
হেলেন মিরেন মাদাম ম্যালরি দ্য হান্ড্রেড-ফুট জার্নি
জুলিঅ্যান মুর হাভানা সেগ্রান্ড ম্যাপস্‌ টু দ্য স্টারস্‌
কোয়াভ্যানজানে ওয়ালিস অ্যানি বেনেট অ্যানি
২০১৫ জেনিফার লরেন্স জয় ম্যাংগ্যানো জয় [৬৮]
মেলিসা ম্যাকার্থি সুজান কুপার স্পাই
অ্যামি শুমার অ্যামি টাউনসেন্ড ট্রেনরেক
ম্যাগি স্মিথ ম্যারি শেপার্ড দ্য লেডি ইন দ্য ভ্যান
লিলি টমলিন এলি রেইড গ্র্যান্ডমা
২০১৬ এমা স্টোন মিয়া ডোলান লা লা ল্যান্ড [৬৯]
অ্যানেট বেনিং ডরথি ফিল্ডস টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ওম্যান
লিলি কলিন্স মার্লা মার্বি রুলস্‌ ডোন্ট অ্যাপ্লাই
হেইলি স্টেইনফেল্ড নাদিন ফ্রাঙ্কলেন দ্য এজ অফ সেভেনটিন
মেরিল স্ট্রিপ ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স
২০১৭ সার্শা রোনান ক্রিস্টেন "লেডি বার্ড" ম্যাকফার্সন লেডি বার্ড [৭০]
এমা স্টোন বিলি জিন কিং ব্যাটল অব দ্য সেক্সেস
জুডি ডেঞ্চ রাণী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল
মারগো রবি টনিয়া হার্ডিং আই, টনিয়া
হেলেন মিরেন এলা রোবিনা দ্য লেজার সিকার
২০১৮ অলিভিয়া কলম্যান রানী অ্যান দ্য ফেভারিট [৭১]
এমিলি ব্লান্ট ম্যারি পপিন্স ম্যারি পপিন্স রিটার্নস
এলসি ফিশার কায়লা ডে এইটথ গ্রেড
কনস্ট্যান্স উ রেচেল চু ক্রেজি রিচ এশিয়ান্স
শার্লিজ থেরন মার্লো মরো টুলি
২০১৯ আওকোয়াফিনা বিল ওয়াং দ্য ফেয়ারওয়েল [৭২]
আনা দে আর্মাস মার্টা কাবরেরা নাইভস আউট
এমা টমসন ক্যাথরিন নিউবারি লেট নাইট
কেট ব্লানচেট বার্নাডেট ফক্স হোয়ারড ইউ গো, বার্নাডেট
বিয়ানি ফেল্ডস্টেইন মলি ডেভিডসন বুকস্মার্ট

২০২০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০২০ রোজামন্ড পাইক মার্লা গ্রেসন আই কেয়ার আ লট [৭৩]
আনিয়া টেলর-জয় এমা উডহাউজ এমা
কেট হাডসন কাজু গেম্বল মিউজিক
মারিয়া বাকালভা তুতার সাগদিয়েভ বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম
মিশেল ফাইফার ফ্রান্সেস প্রাইস ফ্রেঞ্চ এক্সিট
২০২১ রেচেল জেগলার মারিয়া ভাস্কেস ওয়েস্ট সাইড স্টোরি [৭৪]
অ্যালানা হেইম অ্যালানা কেন লিকোরিস পিৎজা
এমা স্টোন এস্টেলা / ক্রুয়েলা দে ভিল ক্রুয়েলা
জেনিফার লরেন্স কেট ডিবিয়াস্কি ডোন্ট লুক আপ
মারিয়োঁ কোতিয়ার অ্যান ডিফ্রাসনো অ্যানেট
২০২২ মিশেল ইয়ো ইভলিন কোয়ান ওয়াং এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স [৭৫]
আনিয়া টেইলর-জয় মার্গো মিলস দ্য মেনু
এমা টমসন ন্যান্সি স্টোকস / সুজান রবিনসন গুড লাক টু ইউ, লেও গ্রান্দে
মার্গো রবি নেলি লেরয় ব্যাবিলন
লেসলি ম্যানভিল অ্যাডা হ্যারিস মিসেস হ্যারিস গোস টু প্যারিস
২০২৩ এমা স্টোন বেলা ব্যাক্সটার পুওর থিংস [৭৬]
আলমা পোয়স্তি আনসা ফলেন লিভস
জেনিফার লরেন্স ম্যাডি বার্কার নো হার্ড ফিলিংস
ন্যাটালি পোর্টম্যান এলিজাবেথ বেরি মে ডিসেম্বর
ফ্যানট্যাশিয়া ব্যারিনো সেলি হ্যারিস জনসন দ্য কালার পার্পল
মার্গো রবি বার্বি বার্বি

একাধিকবার বিজয়ী[সম্পাদনা]

৩ বার
২ বার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২০১৪-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৫ 
  2. নর্ডিক, কিমবার্লি (৭ জানুয়ারি ২০২৪)। "Golden Globes: Winners List"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 
  3. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  4. "Winners & Nominees 1952"গোল্ডেন গ্লোব। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  5. "Winners & Nominees 1953"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  6. "Winners & Nominees 1954"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  7. "Winners & Nominees 1955"গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  8. "Winners & Nominees 1956"গোল্ডেন গ্লোব। ২৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  9. "Winners & Nominees 1957"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  10. "Winners & Nominees 1958"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  11. "Winners & Nominees 1959"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  12. "Winners & Nominees 1960"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  13. "Winners & Nominees 1961"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  14. "Winners & Nominees 1962"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  15. "Winners & Nominees 1963"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  16. "Winners & Nominees 1964"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  17. "Winners & Nominees 1965"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  18. "Winners & Nominees 1966"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  19. "Winners & Nominees 1967"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  20. "Winners & Nominees 1968"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  21. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  22. "Winners & Nominees 1970"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  23. "Winners & Nominees 1971"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  24. "Winners & Nominees 1972"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  25. "Winners & Nominees 1973"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  26. "Winners & Nominees 1974"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  27. "Winners & Nominees 1975"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  28. "Winners & Nominees 1976"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  29. "Winners & Nominees 1977"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  30. "Winners & Nominees 1978"গোল্ডেন গ্লোব। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  31. "Winners & Nominees 1979"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  32. "Winners & Nominees 1980"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  33. "Winners & Nominees 1981"গোল্ডেন গ্লোব। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  34. "Winners & Nominees 1982"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  35. "Winners & Nominees 1983"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  36. "Winners & Nominees 1984"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  37. "Winners & Nominees 1985"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  38. "Winners & Nominees 1986"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  39. "Winners & Nominees 1987"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  40. "Winners & Nominees 1988"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  41. "Winners & Nominees 1989"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  42. "Winners & Nominees 1990"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 
  43. "Winners & Nominees 1991"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  44. "Winners & Nominees 1992"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  45. "Winners & Nominees 1993"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  46. "Winners & Nominees 1994"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  47. "Winners & Nominees 1995"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  48. "Winners & Nominees 1996"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  49. "Winners & Nominees 1997"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  50. "Winners & Nominees 1998"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  51. "Winners & Nominees 1999"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  52. "Winners & Nominees 2000"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  53. "Winners & Nominees 2001"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  54. "Winners & Nominees 2002"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  55. "Winners & Nominees 2003"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  56. "Winners & Nominees 2004"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  57. "Winners & Nominees 2005"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  58. "Winners & Nominees 2006"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  59. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  60. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  61. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  62. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  63. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  64. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  65. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  66. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  67. "Winners & Nominees 201"গোল্ডেন গ্লোব। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  68. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  69. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  70. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  71. "Winners & Nominees 2019"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯ 
  72. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  73. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১ 
  74. "Winners & Nominees 2022"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  75. "Winners & Nominees 2023"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  76. মেয়ার্স, মেলিসা (৮ জানুয়ারি ২০২৪)। "THE 81ST GOLDEN GLOBE AWARDS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2023 PRESS RELEASE"গোল্ডেন গ্লোবস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]