স্পটিফাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Spotify থেকে পুনর্নির্দেশিত)
স্পটিফাই
Spotify Logo
স্ক্রিনশট
আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্পটিফাইয়ের একটি স্ক্রিনশট।
ব্যবসার প্রকারবেসরকারী
প্রতিষ্ঠা২৩ এপ্রিল ২০০৬; ১৭ বছর আগে (2006-04-23)
সদরদপ্তরস্টকহোম, সুইডেন
দেশসুইডেন
অবস্থানসমূহ২০
প্রতিষ্ঠাতা(গণ)ডেনিয়েল ইক, মার্টিন লরেন্টজোন
প্রধান নির্বাহী কর্মকর্তাডেনিয়েল ইক
শিল্পপ্রয়োজন অনুযায়ী শোনা
আয়বৃদ্ধি $২.১৮ বিলিয়ন(FY 2015)[১]
কর্মচারী১,৬০০+[২]
ওয়েবসাইট
অ্যালেক্সা অবস্থানবৃদ্ধি ১২৬(ডিসেম্বর ২০১৭)[৩]
নিবন্ধনআবশ্যক
ব্যবহারকারী১৪০ মিলিয়ন (৭০ মিলিয়ন অর্থ প্রদান করেন)
চালুর তারিখ৭ অক্টোবর ২০০৮; ১৪ বছর আগে (2008-10-07)

স্পটিফাই (ইংরেজি: Spotify) হল একটি সঙ্গীত, পডকাস্ট, এবং ভিডিও দেখার সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, যেটি মূলত ২০০৮ সালের ৭ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি স্টার্টআপ স্পটিফাই এবি দ্বারা উন্নীত, যেটি সুইডেন এর রাজধানী স্টকহোমে অবস্থিত। এটি বিভিন্ন রেকর্ড লেবেল-এর প্রতিষ্ঠান সমূহ থেকে ডিজিটাল অধিকার ব্যাবস্থাপনার উপর ভিত্তি করে সুরক্ষিত কনটেন্ট (সঙ্গীত, ভিডিও) প্রদান করে থাকে। স্পটিফাই একটি বিনামূল্যে প্রদত্ত সেবা; এটির মৌলিক ফিচ্যার বা বৈশিষ্ট্য সমূহ হল বিজ্ঞাপন বা সীমাবদ্ধতা দিয়ে বিনামূল্যে প্রদান করা হয়, যদিও এতে বাড়তি কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে গান শোনা বা ডাউনলোড করা। তবে, এসকল বাড়তি বৈশিষ্ট্য সমূহ অর্থ প্রদানের মাধ্যমে উপভোগ করা যায়।বড়

স্পটিফাই, ইউরোপের অধিকাংশ দেশেই সহজলভ্য,তবে আমেরিকায় অধিক ব্যবহৃত, এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়ার কিছু দেশেও বিদ্যমান। ফেব্রুয়ারি ২৪, ২০২১ থেকে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এটি বেশিরভাগ আধুনিক বা বর্তমান কালের ডিভাইসগুলির জন্য উপলব্ধ, যেগুলোর মধ্যে মাইক্রোসফ্ট, ম্যাকওস, এবং লিনাক্স কম্পিউটার গুলো অন্যতম, এর সাথে আইওএস, উইন্ডোজ ফোন এবং এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন এবং ট্যাবলেট সমূহের জন্যও সহজলোভ্য। এটিতে গান শিল্পী বা ব্যান্ডের নাম, অ্যালবাম, ধরন, প্লেলিস্ট, এছাড়াও রেকর্ড লেবেল দ্বারা স্থিতামাপ অনুযায়ী খোঁজা অথবা ব্রাউজ করা যায়। ব্যবহারকারীরা প্লেলিস্ট বানাতে, সম্পাদনা করতে, এবং সবার উদ্দেশ্যে শেয়ার করতে পারবে, এছাড়াও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সমূহে ব্যবহারকারীরা গান শেয়ার করতে পারবে এবং অন্য ব্যবহারকারীদের সাথে নিয়ে প্লেলিস্ট বানাতে পারবে। স্পটিফাই, ৩০ মিলিয়নেও বেশি গানের যোগান দিয়ে গান শোনার সুযোগ করে দিয়েছে। ২০১৭ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, এটির ১৪০ মিলিয়নেও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল, এছাড়াও ২০১৮ সালের জানুয়ারী মাসের হিসাব অনুযায়ী, ৭০ মিলিয়নেরও বেশি সক্রিয় অর্থ প্রদানকারী গ্রাহক রয়েছে। [৪]

ধরন বিজ্ঞাপন ছাড়া মোবাইলে শোনেন উন্নত মানের শব্দ অফলাইনে শোনেন
স্পটিফাই বিনামূল্যে না সীমাবদ্ধ
(স্যাফল-অনলি মোড)
না না
স্পটিফাই প্রিমিয়াম[note ১] হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
স্পটিফাই ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাধ্যম সমূহ[সম্পাদনা]

প্লেলিস্টের তত্ত্বাবধায়ক সমূহ[সম্পাদনা]

টেমপ্লেট:জুলাই ২০১৬ সালের, স্পটিফাইয়ের ধরন-ভিত্তিক প্লেলিস্ট সমূহ নিম্নলিখিত তত্ত্বাবধায়ক সমূহের নেতৃত্বে চলে, (বর্নানুক্রমে):[৫]

সঙ্গীতের সার্বজনীন প্রধান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ingham, Tim (২৩ মে ২০১৬)। "Spotify revenues topped $2BN last year as losses hit $194M"Music Business Worldwide। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭ 
  2. Wong, Joon (২৪ মে ২০১৬)। "Spotify's average salary keeps rising—even as its losses mount"QuartzAtlantic Media। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 
  3. "Spotify.com Traffic Statistics"Alexa Internet। ১৫ ডিসেম্বর ২০১৭। ৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ 
  4. https://www.theverge.com/2018/1/4/16850742/spotify-subscriber-count-70-million-users
  5. "The Playlist Professionals At Apple, Spotify, And Google"BuzzFeed (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: "note" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="note"/> ট্যাগ পাওয়া যায়নি