বিষয়বস্তুতে চলুন

মোনাকো

মোনাকো রাজ্য

Principatu de Múnegu (Monégasque)
Principauté de Monaco (ফরাসি)
মোনাকোর জাতীয় পতাকা
পতাকা
মোনাকোর জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "Deo Juvante"  (Latin)
"With God's Help"
জাতীয় সঙ্গীত: 

Hymne Monégasque
 মোনাকো-এর অবস্থান (green)Europe-এ (dark grey)  –  [ব্যাখ্যা]
 মোনাকো-এর অবস্থান (green)

Europe-এ (dark grey)   [ব্যাখ্যা]

রাজধানীমোনাকো[]
৪৩°৪৩′৫২″ উত্তর ০৭°২৫′১২″ পূর্ব / ৪৩.৭৩১১১° উত্তর ৭.৪২০০০° পূর্ব / 43.73111; 7.42000
বৃহত্তম quarterMonte Carlo
সরকারি ভাষাফরাসি[]
Common languagesMonégasque, ইতালীয় এবং ইংরেজি
জাতীয়তাসূচক বিশেষণমোনেগাস্ক
সরকারUnitary parliamentary semi-constitutional monarchy
 Monarch
Albert II
Christophe Mirmand
আইন-সভাNational Council
স্বাধীনতা
৮ জানুয়ারী ১২৯৭
১৭ মে ১৮১৪
 ষষ্ঠ জোট দখল থেকে
১৭ জুন ১৮১৪
২ ফেব্রুয়ারী ১৮৬১
৫ জানুয়ারী ১৯১১
আয়তন
 মোট
২.০৮ কিমি (০.৮০ মা) (১৯৪তম)
 পানি (%)
negligible[]
জনসংখ্যা
 ২০২২ আনুমানিক
অপরিবর্তিত ৩৯,০৫০[] (১৯০তম)
 ২০১৬ আদমশুমারি
৩৭,৩০৮[]
 ঘনত্ব
১৮,৭৭৪/কিমি (৪৮,৬২৪.৪/বর্গমাইল) (১ম)
জিডিপি (পিপিপি)২০১৫ আনুমানিক
 মোট
বৃদ্ধি $7.672 billion (2015 est.)[] (১৬৮তম)
 মাথাপিছু
বৃদ্ধি $১১৫,৭০০ (৩য়)
জিডিপি (মনোনীত)২০১৯[b] আনুমানিক
 মোট
বৃদ্ধি $৭.৪২৪ বিলিয়ন [] (১৫৯তম)
 মাথাপিছু
বৃদ্ধি $১৯০,৫১৩[] (২য়)
মানব উন্নয়ন সূচক (২০১০)অপরিবর্তিত 0.946 (1st)
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর
মুদ্রাইউরো (EUR)
সময় অঞ্চলইউটিসি+১ (সিইটি)
 গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+২ (সিইডিটি)
গাড়ী চালনার দিকright
কলিং কোড+৩৭৭
ইন্টারনেট টিএলডি.mc
  1. মোনাকো একটি শহর-রাষ্ট্র
  2. মাথাপিছু জিডিপির গণনায় ফ্রান্স এবং ইতালির অনাবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত.

মোনাকো, পুরো নাম মোনাকো প্রিন্সিপালিটি, ফ্রান্সের রিভিয়েরায় অবস্থিত একটি ক্ষুদ্র স্বাধীন নগর-রাষ্ট্র। ভূমধ্যসাগরের তীরে, পশ্চিম ইউরোপে, ইতালির লিগুরিয়া অঞ্চল থেকে হাতের নাগালে এই জায়গাটি। উত্তর, পূর্ব ও পশ্চিমে ফ্রান্সে ঘেরা এটি যেন একটি আধা-ঘেরা স্বপ্নের জায়গা। ২০২০-এর দশকে এখানে প্রায় ৩৯,০০০ মানুষ বাস করত, যাদের মধ্যে প্রায় ৯,৮৮৩ জন মোনেগাস্ক নাগরিক। বিশ্বের সবচেয়ে ধনী ও বিলাসবহুল স্থানগুলোর একটি এই মোনাকো। এখানে সরকারি ভাষা ফরাসি, তবে মোনেগাস্ক, ইংরেজি ও ইতালিয়ান ভাষাও অনেকে বলে ও বোঝে।

মাত্র ২.০৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র, শুধু ভ্যাটিকান সিটির পরে। ২০২৪ সালে এখানে ৩৮,৪২৩ মানুষ বাস করে, যা এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্বাধীন দেশে পরিণত করেছে। মোনাকোর সমুদ্র উপকূল বিশ্বের সবচেয়ে ছোট (স্থলবেষ্টিত দেশ বাদে), মাত্র ৩.৮৩ কিলোমিটার। ইতালির সীমানা থেকে এটি প্রায় ১৫ কিলোমিটার দূরে, এবং নয়টি প্রশাসনিক এলাকায় বিভক্ত, যার মধ্যে মন্টে কার্লো সবচেয়ে বিখ্যাত।

মোনাকো একটি আধা-সাংবিধানিক রাজতন্ত্রে চলে, যেখানে প্রিন্স অ্যালবার্ট দ্বিতীয় রাষ্ট্রপ্রধান। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে রাখেন। প্রধানমন্ত্রী সরকারের নেতৃত্ব দেন, যিনি মোনেগাস্ক বা ফরাসি নাগরিক হতে পারেন, তবে নিয়োগের আগে রাজা ফ্রান্স সরকারের সঙ্গে পরামর্শ করেন। বিচার বিভাগে ফরাসি ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রিমাল্ডি পরিবার ১২৯৭ সাল থেকে, মাঝে কিছু বিরতি ছাড়া, মোনাকো শাসন করে আসছে। ১৮৬১ সালের ফ্রাঙ্কো-মোনেগাস্ক চুক্তিতে এর স্বাধীনতা স্বীকৃত হয়, আর ১৯৯৩ সালে মোনাকো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। স্বাধীনতা ও নিজস্ব পররাষ্ট্রনীতি থাকলেও, মোনাকোর প্রতিরক্ষার দায়িত্ব ফ্রান্সের, যদিও এখানে দুটি ছোট সামরিক দলও রয়েছে।

১৯শ শতাব্দীর শেষে মন্টে কার্লো ক্যাসিনো এবং প্যারিসের সঙ্গে রেল সংযোগ মোনাকোর অর্থনীতিকে নতুন গতি দেয়। এর মনোরম আবহাওয়া, সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও জুয়ার সুবিধা এটিকে ধনীদের কাছে একটি আকর্ষণীয় ভ্রমণ ও বিনোদনের কেন্দ্রে পরিণত করেছে। আজ মোনাকো একটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং হাব এবং পরিষেবা খাত ও পরিবেশবান্ধব ছোট শিল্পের দিকে এগিয়ে চলেছে। এটি একটি ট্যাক্স হেভেন; ফরাসি নাগরিক ছাড়া এখানে কেউ ব্যক্তিগত আয়কর দেয় না, আর ব্যবসায়িক করও নগণ্য। এখানকার ৩০%-এর বেশি বাসিন্দা কোটিপতি, আর ২০১৮ সালে জমির দাম বর্গমিটারে €১০০,০০০-এ পৌঁছেছিল। তবে, মোনাকো মানি লন্ডারিংয়ের জন্যও পরিচিত, এবং ২০২৪ সালের জুনে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটিকে কড়া নজরদারিতে রেখেছে।

মোনাকো ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে কাস্টমস ও সীমান্ত নিয়ন্ত্রণের মতো কিছু ইইউ নীতির সঙ্গে যুক্ত। ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এখানে ইউরোই মুদ্রা। ২০০৪ সালে মোনাকো কাউন্সিল অফ ইউরোপে যোগ দেয় এবং ফ্রাঙ্কোফোনি সংস্থার সদস্য। প্রতি বছর এখানে বিখ্যাত ফর্মুলা ওয়ান মোনাকো গ্রাঁ প্রি রেস হয়। ফ্রান্সের আল্পসে জানুয়ারিতে মন্টে কার্লো র্যালি অনুষ্ঠিত হয়। মোনাকোর ফুটবল ক্লাব, এএস মোনাকো, ফ্রান্সের লিগ ১-এ খেলে এবং বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। এখানকার বাস্কেটবল দল ইউরোলিগে অংশ নায়। সমুদ্র সংরক্ষণ গবেষণায় মোনাকো বিশ্বে স্বীকৃত; এখানে বিশ্বের প্রথম সুরক্ষিত সমুদ্র এলাকা, একটি ওশেনোগ্রাফিক মিউজিয়াম এবং জাতিসংঘের একমাত্র সমুদ্র গবেষণাগার রয়েছে।

এর জনসংখ্যা আনুমানিক ৩২ হাজার। দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ফরাসি ভাষা বহুল ব্যবহৃত। দেশের প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ কাসিনো বা জুয়াখেলার আখড়াগুলি। দেশের জনগনকে কোন আয়কর দিতে হয়না।

সরকারীভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী চতুর্থাংশ মণ্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়াখেলার অঙ্কের যে তত্ব প্রযোয্য সেই প্রোবাবিলটি বা সম্ভাবনা তত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মণ্টি কার্লো মেথড

ইতিহাস

[সম্পাদনা]
মোনাকো, ১৪৯৪ সাল

রাজনীতি

[সম্পাদনা]

মোনাকোর রাজনীতি মূলত রাজতন্ত্র নির্ভর।সেখানে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত।মোনাকোর বর্তমান শাসকের নাম আলবার্ট দ্বিতীয়।তিনিই বর্তমানে মোনাকো শাসন করছেন।

প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

মোনাকোর বর্তমান মাথাপিছু আয় হল পৃথীবির সর্বোচ্চ গুলোর একটি।তাহলো১,৮৬,৬৬১।

মোনাকোর মোট জিডিপি হলো ৫বিলিয়নের কাছাকাছি।মোনাকোতে পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোক বসবাস করে।

মোনাকোতে কোন আয়কর দিতে হয় না। বিশ্বের অনেক দেশের ধনীরা এখানে সম্পদ লুকিয়ে রাখে। মোনাকোর জিডিপির সবচেয়ে বড় খাত হলো ক্যাসিনো। তবে মোনাকোর নাগরিকরা ক্যাসিনোতে প্রবেশ করতে পারেনা। একটি রাজ পরিবার মোনাকোর সম্পূর্ণ অর্থনীতি ও রাজনৈতিক দেখাশোনা করে।

জনসংখ্যা

[সম্পাদনা]

দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩৮ হাজার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৮ হাজারের বেশি এবং ঘনত্বের দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।[]

সংস্কৃতি

[সম্পাদনা]


মোনাকোর সংস্কৃতি মূলত ফ্রান্সের সাথে সম্পর্কিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History & Heritage"Council of Government। ১ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০০৮
  2. "Constitution de la Principauté"Council of Government। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০০৮
  3. "Monaco en Chiffres" (পিডিএফ)। ১৫ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৯, Principauté de Monaco. Retrieved 7 June 2010.
  4. "Population on 1 January and is one of the smallest country. It is 2nd most smallest country."ec.europa.eu/eurostat। Eurostat। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০
  5. "Recensement de la Population 2016" (পিডিএফ) (ফরাসি ভাষায়)। Institut Monégasque de la Statistique et des Études Économiques (IMSEE)। ফেব্রুয়ারি ২০১৮। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২০
  6. "EUROPE :: MONACO"CIA.gov। Central Intelligence Agency। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০
  7. "GDP (current US$) - Monaco"data.worldbank.org। World Bank। ১৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২
  8. "GDP per capita (current US$) - Monaco"data.worldbank.org। World Bank। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২
  9. "ছোট দেশ শক্তিশালী অর্থনীতি"। ২৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
সরকারি
General information
Travel
কাজ
অন্যান্য