আগুন নিয়ে খেলা
আগুন নিয়ে খেলা | |
---|---|
![]() | |
পরিচালক | আমজাদ হোসেন নুরুল হক বাচ্চু |
প্রযোজক | সুমিতা দেবী |
চিত্রনাট্যকার | আমজাদ হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলতাফ মাহমুদ |
চিত্রগ্রাহক | সাধন রায় |
পরিবেশক | মিতা ফিল্মস |
মুক্তি | ১৯৬৭ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
আগুন নিয়ে খেলা আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ১৯৬৭ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজ্জাক ও সুজাতা।
কুশীলব[সম্পাদনা]
- সুজাতা
- রাজ্জাক
- শওকত আকবর
- আমজাদ হোসেন
- সুমিতা দেবী
- রানী সরকার
- মঞ্জুশ্রী
- রেবেকা
- রহিমা
- জাভেদ রহিম
সঙ্গীত[সম্পাদনা]
অভিজ্ঞ গায়িকা সাবিনা ইয়াসমিনের এটি প্রথম চলচ্চিত্র প্লে-ব্যাক। পরিচালক জহির রায়হান এবং সুরকার আলতাফ মাহমুদ তাকে "মধু জোছনার দীপবালি" গানটি গাওয়ার সুযোগ দিয়েছিলেন। বেশ কয়েক দিন পর্যন্ত, তিনি ভয় ছিলেন যে তার গানটি নাও প্রকাশিত হতে পারে। তবে সঙ্গীত পরিচালক তাকে দিয়ে আরেকটি গান "একটি পাখি দুুপুর রোদে সঙ্গীহারা একা" গাওয়ান তৎকালীন প্রতিষ্ঠিত গায়ক মাহমুদুন্নবী এর সাথে।[১]
ক্রমিক | গানের শিরোনাম | কন্ঠশিল্পী |
---|---|---|
১ | "একটি পাখি দুপুর রোদে সঙ্গীহারা একা" | সাবিনা ইয়াসমিন ও মাহমুদুন্নবী |
২ | "মধু জোছনার দীপবালি" | সাবিনা ইয়াসমিন |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sabina Yasmin reminisces her film debut in 'Agun Niye Khela'"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আগুন নিয়ে খেলা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আগুন নিয়ে খেলা