নারায়ণ ঘোষ মিতা
নারায়ণ ঘোষ মিতা | |
---|---|
জন্ম | নারায়ণ ঘোষ মিতা ২২ ডিসেম্বর[১] |
জাতীয়তা | পাকিস্তানি বাংলাদেশি |
অন্যান্য নাম | মিতা |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র্যনাট্যকার |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
নারায়ণ ঘোষ মিতা ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। এছাড়াও তিনি প্রযোজনা করেছেন, চিত্রনাট্য লিখেছেন ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে পুরস্কার অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মিতা ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করে। ১৯৬৮ সালে পারিবারিক টানাপোড়নকে কেন্দ্র করে নির্মাণ করেন এতটুকু আশা চলচ্চিত্রটি। পরের বছর নির্মাণ করেন নীল আকাশের নিচে, যেখানে পারিবারিক বন্ধনকে প্রাধান্য দেওয়া হয়েছে।[৩][৪] তার নির্মিত আলোর মিছিল (১৯৭৪) চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও অনিয়ম তুলে ধরেন।[৫] ১৯৭৫ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে তিনি লাঠিয়াল চলচ্চিত্রের জন্য প্রথম শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৬] এছাড়া তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে অলংকার,[৭] হারানো সুর,[৮] সুখের সংসার উল্লেখযোগ্য।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | প্রযোজক | লেখক | টীকা |
---|---|---|---|---|---|
১৯৬৭ | চাওয়া পাওয়া | হ্যাঁ | না | না | |
১৯৬৮ | এতটুকু আশা | হ্যাঁ | না | হ্যাঁ | |
১৯৬৯ | নীল আকাশের নিচে | হ্যাঁ | না | না | |
১৯৭০ | দীপ নেভে নাই | হ্যাঁ | না | না | |
১৯৭০ | ক খ গ ঘ ঙ | হ্যাঁ | না | না | |
১৯৭২ | এরাও মানুষ | হ্যাঁ | না | না | |
১৯৭৪ | আলোর মিছিল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | সেরা দশ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের একটি[৯] |
১৯৭৫ | লাঠিয়াল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক[৬] |
১৯৭৮ | অলংকার | হ্যাঁ | না | না | |
মান অভিমান | হ্যাঁ | না | না | ||
১৯৮৭ | হারানো সুর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৮৯ | সুখের সংসার | হ্যাঁ | না | না |
পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) - লাঠিয়াল (১৯৭৫)
- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - লাঠিয়াল (১৯৭৫)[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আজ ২২ ডিসেম্বর"। দৈনিক যুগান্তর। ২২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ ক খ ফজলে এলাহী (৬ অক্টোবর ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"। বনিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "Festival on films of golden age to begin tomorrow [আগামীকাল থেকে সোনালি যুগের চলচ্চিত্রের উৎসব শুরু]"। ডেইলি নিউ এজ। ১৪ মে ২০১৪। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "বাংলা ছায়াছবি নীল আকাশের নিচে"। সাতদিন। ৮ অক্টোবর ২০১৫। ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "মুক্তিযুদ্ধ ও বাংলা চলচ্চিত্র"। দৈনিক জনকণ্ঠ। ১৫ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "লাঠিয়াল"। দৈনিক সমকাল। ১৩ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আরিফ মাহমুদ (২০১৫-০৪-১৫)। "বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক এবং তাঁদের নান্দনিক কাজ"। বাংলা মুভি ডাটাবেজ। ২০১৬-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "Subrata passes three decades in film industry [চলচ্চিত্রাঙ্গনে তিন যুগ পার করলেন সুব্রত]"। দ্য ডেইলি নিউ ন্যাশন। ২০১৫-০৩-২৮। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
- ↑ "Top 10 Best Freedom Fighter Films Bangladeshi [সেরা ১০ বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র]"। বাংলা হেরিটেজ। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নারায়ণ ঘোষ মিতা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নারায়ণ ঘোষ মিতা