সদগোপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সদগোপ হল ভারতের মূল যাদব জাতির পূর্বভারতীয় শাখা যারা মূলতঃ বঙ্গ,উৎকলে এরং কিছু সংখ্যক বিহারে বসবাসকারী সনাতন ধর্মালম্বী(হিন্দু) সম্প্রদায়। ইহারা মূলত কৃষিকার্য্য করে।[১] সদগোপদের মধ্যে অনেক বৃহৎ জমির মালিকও ছিলেন।[২]

উৎপত্তি ও ইতিহাস[সম্পাদনা]

সংস্কৃত শব্দ সদ্ অর্থাৎ পাবন ও ভালো এবং গোপ অর্থাৎ গৌ-পালক ও গোয়ালা থেকে সদ্গোপ নামটি এসেছে।

মূলতঃ এরা বৈষ্ণব সম্প্রদায় অনুগামী হয় তথা কূল ও আরাধ্যা দেবতা শ্রীকৃষ্ণ এবং কূলদেবি বা কূল অধিষ্ঠাত্রী/রক্ষাকর্ত্রী দেবী যোগমায়া ও বিন্ধ্যাবাসিনী। এদের মূল পর্ব দোলযাত্রা ও জন্মাষ্টমী । গয়া ও মথুরা-বৃন্দাবন-নন্দগ্রাম এবং শ্রীক্ষেত্র-পূরী তহাদের মুল তীর্থ।

এরা বঙ্গে তিনটি বর্গে বিভক্ত। যথা - কুলীন,মৌলিক,ও গ্রামীণ পরে এরা আবার পূর্বী ও পশ্চিমী কুলীনে বিভক্ত হয়। পশ্চিমী কুলীনেরা পশ্চিমবঙ্গে বসবাসরত এবং ঘোষ ও সর্হসা বর্গতে বিভক্ত। পূর্বী কুলিনেরা পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা, এবং কিছু বিহারের অধিবাসী। সদগোপরা বাংলা ভাষায় কথা বলেন কিন্তু বিহারের অধিবাসীরা কথা বলেন হিন্দীতেও এবং উৎকল অধিবাসী গোপ/গৌড় রা মূলতঃ ওড়িয়া বলে ।। উৎকলেও গোপরা তিন বর্গে বিভক্ত। যথা:-মথুরাপূরিয়া, গোপপূরিয়া এবং মগধী/মগধপূরিয়া । এই বিভক্ত তাদের প্রাচীন মূল বাসস্থান থেকে করা হয়েছে । যেমন উত্তরপ্রদেশের মথুরা মূল অধিবাসী গোপদের মথুরাপুরিয়া ও বিহারের মূল অধিবাসী গোপদের মগধী বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

সদগোপদের মধ্যে অতীতে কিছু রাজা ছিলেন যারা গোপভূমি, নারায়ণগড়, বলরামপুর একসময় শাসন করেছিলেন।[৩][৪]

উপনাম/উপাধি[সম্পাদনা]

সদগোপদের বহুল ব্যবহৃত/প্রচলিত উপনাম ঘোষ। তবে এ ছাড়াও সদগোপরা বহু বিভিন্ন উপনাম/উপাধি তে বিভক্ত যেমন রায়, দণ্ডপাট, মণ্ডল,পালুই, পাত্র, ঘুগু, সাইনি, মাকুড়, সুর, নিয়োগী, কুমার, কুইলা, সরকার,কোনার,মাজি,পাল ইত্যাদি এবং উৎকল অধিবাসী গোপ/গৌড় দের বহুল ব্যবহৃত/প্রচলিত উপনাম মহাপাত্র, রাউত, বৈরা/বেহরা,মহাকুণ্ড ইত্যাদি হয়।[১]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Man in Biosphere: A Case Study of Similipal Biosphere Reserve (ইংরেজি ভাষায়)। Anthropological Survey of India। ২০১৩। আইএসবিএন 978-81-212-1163-5 
  2. Bandyopadhyay, Suraj; Rao, A. R.; Sinha, Bikas Kumar; Sinha, Bikas K. (২০১১)। Models for Social Networks With Statistical Applications (ইংরেজি ভাষায়)। SAGE। আইএসবিএন 978-1-4129-4168-6 
  3. McLane, John R. (২০০২-০৭-২৫)। Land and Local Kingship in Eighteenth-Century Bengal (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন 978-0-521-52654-8 
  4. Bandyopadhyay, Sekhar (২০০৪-০৭-০১)। Caste, Culture and Hegemony: Social Dominance in Colonial Bengal (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। আইএসবিএন 978-81-321-0407-0 
  5. Ernst, Waltraud (২০০২)। Plural Medicine, Tradition and Modernity, 1800-2000 (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা ৫০। আইএসবিএন 978-1-134-73602-7