রায়পুর আলিয়া মাদ্রাসা
![]() মাদ্রাসার একটা পোস্টার | |
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৮৮৬ |
প্রতিষ্ঠাতা | ফজলুল্লাহ বুড়া |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
ঠিকানা | ধুলাউড়ি গ্রাম , , , |
EIIN সংখ্যা | ১০৭০৩০ |
ওয়েবসাইট | http://107030.ebmeb.gov.bd/ |
রায়পুর আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ধুলাউড়ি গ্রামে অবস্থিত একটি ইসলামি শিক্ষায়তন আলিয়া মাদ্রাসা।[১] এটি ২০১৬ সালে অনার্স কোর্স অনুমতি পাওয়া ৩১টি মাদ্রাসার মধ্যে অন্যতম মাদ্রাসা।[২] ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ, চট্টগ্রামে ইসলাম প্রচারে এই মাদ্রাসার অবদান অনস্বীকার্য।[৩][৪] মাদ্রাসাটি বর্তমানে দাখিল ও আলিম শ্রেণীর জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ফাজিল ও কামিল শ্রেণীর জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রয়েছে।
ইতিহাস[সম্পাদনা]
১৮৮৬ সালে রায়পুর উপজেলার কিছু ব্যক্তিবর্গ নিজেদের উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকের সমস্ত খরচ এইসব ব্যক্তিরাই বহন করতো। বেশ কয়েক বছর পরে মাদ্রাসায় সরকারি কিছু অনুদান আসতো। এভাবে ধীরে ধীরে মাদ্রাসাটি সরকারের স্বীকৃতি পায় এবং দাখিল, আলিম, ফাজিল ও কামিল শ্রেণী চালু করার অনুমতি পায়। ২০০৬ সালে মাদ্রাসাটির ফাজিল শ্রেণী ডিগ্রি সমমানের আওতায় আসলে, এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্তি লাভ করে। ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে মাদ্রাসাটি সেখানে স্থানান্তরিত হয়।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
মাদ্রাসাটিতে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত পাঠদান করা হয়। মাদ্রাসার দাখিল ও আলিম সেকশনে বিজ্ঞান ও মানবিক শাখা চালু আছে। এছাড়া ফাজিল ও কামিল শ্রেণীতে বিভিন্ন বিষয়ে কোর্স চালু আছে।
বিভাগ | মান | কোর্স মেয়াদ |
---|---|---|
আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ | অনার্স | ৪ বছর |
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ | মাস্টার্স | ১ বছর |
আল ফিকহ | মাস্টার্স | ২ বছর |
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Raipur Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩।
- ↑ "আরো ২১ মাদরাসায় অনার্স কোর্স চালু"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩।
- ↑ Pakistan; National Assembly (১৯৬৭)। "Debates. Official report."। Debates. Official report.। Volume 1, Issue 16-28: 1498 Page। ওসিএলসি 8693726।
- ↑ "Laxmipur District"। Laxmipur District | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩।
- ↑ Team, Online। "আল্লামা লুৎফুর রহমান-Biography Of Allama Lutfur Rahman"। agami24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩।
- ↑ বিডি, বার্তা (২০২০-১০-১৬)। "একজন ইসলামিক স্কলারের জীবনী | Barta BD" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩।