ত্রিশূল (চলচ্চিত্র)
অবয়ব
ত্রিশূল | |
---|---|
পরিচালক | যশ চোপড়া |
প্রযোজক | গুলশান রায় |
রচয়িতা | সেলিম-জাভেদ |
শ্রেষ্ঠাংশে | সঞ্জীব কুমার অমিতাভ বচ্চন শশী কাপুর রাখী হেমা মালিনী পুনম ধিল্লোন শচীন |
সুরকার | মোঃ জহুর খৈয়াম |
চিত্রগ্রাহক | কে ঘি |
সম্পাদক | বি মঙ্গেশকর |
পরিবেশক | যশ রাজ ফিল্মস ত্রিমূর্তি ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি[১] |
নির্মাণব্যয় | ₹ ৮৮ লাখ (ইউএস$ ১,০৭,৬০০) |
আয় | ₹ ২.৪ কোটি (ইউএস$ ২,৯৩,৩৫৯.২) |
ত্রিশূল হচ্ছে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র, চলচ্চিত্রটির পরিচালক ছিলেন যশ চোপড়া, কাহিনী লিখেছিলেন সেলিম-জাভেদ জুটি এবং প্রযোজনা করেছিলেন গুলশান রায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জহুর খৈয়াম এবং গীতিকার ছিলেন সাহির লুধিয়ানভি। ত্রিশূল ছিলো ১৯৭৮ সালের অন্যতম দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল চলচ্চিত্র, একই বছরের ডন এবং মুকাদ্দার কা সিকান্দারও ব্যবসাসফল হয়েছিলো।[২]
চলচ্চিত্রটি অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার এবং শশী কাপুর-এর জীবনের আলাদা আলাদা কাহিনী নিয়ে তৈরি।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lal, Vinay; Nandy, Ashis (২০০৬)। Fingerprinting Popular Culture: The Mythic and the Iconic in Indian Cinema। Oxford University Press। পৃষ্ঠা 77। আইএসবিএন 0195679180।
- ↑ "India Box-office 1978"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Lokapally, Vijay। "Trishul (1978)"।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ত্রিশূল (ইংরেজি)