পদ্মভূষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্ম ভূষণ
Padma Bhushan India IIe Klasse.jpg
ধরনজাতীয় অসামরিক
দেশ ভারত
পুরস্কারদাতা
State Emblem of India
ভারত সরকার
ফিতাPadma Bhushan riband
সম্মুখভাগপদকের মাঝে একটি পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের উপরের অংশে দেবনাগরী লিপিতে "পদ্ম" এবং নিচে “ভূষণ" লেখা আছে।
বিপরীত পার্শ্বমাঝে প্লাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আছে, সাথে দেবনাগরী লিপিতে সত্যমেব জয়তে লেখা আছে।
প্রতিষ্ঠিত১৯৫৪; ৬৯ বছর আগে (1954)
প্রথম পুরস্কৃত১৯৫৪
সর্বশেষ পুরস্কৃত২০২২
মোট পুরস্কৃত১২৮৭
ওয়েবসাইটhttp://www.padmaawards.gov.in/ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অগ্রাধিকার
পরবর্তী (সর্বোচ্চ)Padma Vibhushan riband পদ্মবিভূষণ
পরবর্তী (সর্বনিম্ন)Padma Shri riband পদ্মশ্রী


পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্নপদ্মবিভূষণের পরে, কিন্তু পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। ২০০৯ সাল অবধি, ১০৬৪ জন এই সম্মানে ভূষিত হয়েছেন।[১]

প্রাপক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Padma Bhushan Awardees"Ministry of Communications and Information Technology। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]


# মরণোত্তর