আব্দুল মান্নান (টাঙ্গাইলের রাজনীতিবিদ)
Abdul Mannan | |
---|---|
আব্দুল মান্নান | |
Minister of Health and Family Planning | |
কাজের মেয়াদ April 1973 – August 1975 | |
পূর্বসূরী | Abdul Malek Ukil |
Minister of Home Affairs | |
কাজের মেয়াদ April 1972 – March 1973 | |
পূর্বসূরী | Sheikh Mujibur Rahman |
উত্তরসূরী | Abdul Malek Ukil |
Member of the Jatiya Sangsad | |
কাজের মেয়াদ 14 July 1996 – 13 July 2001 | |
পূর্বসূরী | Mahmudul Hasan |
উত্তরসূরী | Mahmudul Hasan |
সংসদীয় এলাকা | Tangail-5 |
কাজের মেয়াদ March 1973 – August 1975 | |
পূর্বসূরী | Constituency created |
উত্তরসূরী | Noor Muhammad Khan |
সংসদীয় এলাকা | Tangail-6 |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | Tangail, Bengal Presidency, British India | ৭ অক্টোবর ১৯২৯
মৃত্যু | ৫ এপ্রিল ২০০৫ Dhaka, Bangladesh | (বয়স ৭৫)
রাজনৈতিক দল | Bangladesh Awami League |
আব্দুল মান্নান (৭ অক্টোবর ১৯২৯ - ৪ এপ্রিল ২০০৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। [১]
ইতিহাস[সম্পাদনা]
তিনি পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করে মুক্তিযোদ্ধাদের উৎসাহ, উদ্দীপনা, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন (১৯৭১)। ৬ দফা (১৯৬৬) ও গণঅভ্যুত্থানে (১৯৬৯) তার ভূমিকা উজ্জ্বল। তিনি দেশের রাজনীতির উত্থান-পতনের ঘটনাবহুল সময়ের সাক্ষী। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব নগর থেকে তার প্রতিষ্ঠিত সাপ্তাহিক জয়বাংলা নামে একটি পত্রিকা বের হতো। ৪ এপ্রিল ২০০৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
জন্ম[সম্পাদনা]
তিনি ৭ অক্টোবর ১৯২৯ সালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে গলাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]
তিনি তৎকালীন টাঙ্গাইল মাহফিল (টাঙ্গাইল জেলা সমিতি)-এর সাধারণ সম্পাদক ছিলেন (১৯৪৮)। এবং টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন (১৯৬৫)। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে এমএনএ নির্বাচিত হন (১৯৭০)। এবং তাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার বিভাগের দায়িত্ব দেন (১৯৭১)। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন টাংগাইল-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন (১৯৭৪)। তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন (১৯৯৬)।
তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওয়ারী ক্লাব প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Baxter, Craig; Rahman, Syedur। Historical Dictionary of Bangladesh। Scarecrow Press। পৃষ্ঠা 208। আইএসবিএন 9780810848634।
- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।