তাহেরউদ্দিন ঠাকুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাহেরউদ্দিন ঠাকুর
জন্ম১৯৩৮
মৃত্যু১৭ ফেব্রুয়ারি ২০০৯(২০০৯-০২-১৭)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ

তাহেরউদ্দিন ঠাকুর (মৃত্যু: ১ ফেব্রুয়ারি ২০০৯) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ।[১] তিনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।[২][৩]

জীবনী[সম্পাদনা]

তাহেরউদ্দিন ঠাকুর মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার অভিযোগে ১৯৯৬ সালের ১৪ আগস্ট ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছিল।[৪] পরে তিনি মামলা থেকে খালাস পেয়েছিলেন।[১] ২০০৪ সালের ২০ শে অক্টোবর, মেট্রোপলিটন দায়রা জজ আদালত (ট্রায়াল কোর্ট) ঠাকুরকে জেল হত্যা মামলার অপর অভিযোগ থেকে মুক্তি দেয়।[৫]

ঠাকুর দৈনিক ইত্তেফাকের সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন।[১] বৃক্কের রোগে আক্রান্ত হয়ে তিনি ২০০৯ সালের ১ ফেব্রুয়ারিতে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Taheruddin Thakur dies" (ইংরেজি ভাষায়)। bdnews24.com। ১৭ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "BANGABANDHU AND LAPSES IN HIS SECURITY" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬ 
  3. আসাদুজ্জামান। "বস সবকিছুর ব্যবস্থা নিচ্ছেন"Prothomalo। ২০২২-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৪ 
  4. Sarkar, Ashutosh (২৯ জানুয়ারি ২০১০)। "Long road to justice" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬ 
  5. "Marfat, Mridha to be hanged in Jail Killing Case" (ইংরেজি ভাষায়)। The Daily Ittefaq। ৩০ এপ্রিল ২০১৩। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬