মিশা সওদাগর অভিনীত চলচ্চিত্রের তালিকা
শহিদ হাসান মিশা (মঞ্চ নাম মিশা সওদাগর হিসেবেই অধিক পরিচিত; জন্ম ৪ জানুয়ারি, ১৯৬৬)[১] হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। মিশা সওদাগর চলচ্চিত্রে সাধারণত খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। তিনি বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়। মিশা সওদাগর অভিনয় ক্যারিয়ারে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।[২][৩]
১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত 'নতুন মুখ' কার্যক্রমে নির্বাচিত হন মিশা সওদাগর।[৪] তিনি ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্য দেখা পাননি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি, খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায়। মিশা সওদাগর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, প্রেম পিয়াসী, এ জীবন তোমার আমার, বুকের ভিতর আগুন, শান্ত কেন অশান্ত, অনন্ত ভালোবাসা, বিয়ের ফুল, আজ গায়ে হলুদ, কুখ্যাত খুনী, রংবাজ বাদশা, বিপ্লবী জনতা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রেমের তাজমহল, স্বামী চিনতাই, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা, একশো কোটি টাকা, প্রিয়া আমার প্রিয়া, পিতা মাতার আমানত, আমার প্রাণের প্রিয়া, মন যেখানে হৃদয় সেখানে, সবাইতো ভালবাসা চায়, আমার জান আমার প্রাণ, নিঃশ্বাস আমার তুমি, বলো না তুমি আমার, নাম্বার ওয়ান শাকিব খান, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কিং খান, কে আপন কে পর, কোটি টাকার প্রেম, সে আমার মন কেড়েছে, মোস্ট ওয়েলকাম, মাই নেম ইজ খান, জটিল প্রেম, পোড়ামন, অল্প অল্প প্রেমের গল্প, হিরো দ্য সুপারস্টার, কিস্তিমাত, আকাশ কত দূরে, আমি শুধু চেয়েছি তোমায়, অগ্নি, ছুঁয়ে দিলে মন, ওয়ার্নিং, অনিল বাগচীর একদিন, মুসাফির, মেন্টাল, সম্রাট: দ্য কিং হিজ হেয়ার, আমি তোমার হতে চাই, সুলতানা বিবিয়ানা, স্বপ্নজাল, জান্নাত, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, অবতার ও শাহেনশাহ ইত্যাদি।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ব্যর্থ নায়ক, সফল ভিলেন"। দৈনিক কালের কণ্ঠ। ৪ জানুয়ারি ২০১৯। ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- ↑ "মিশা সওদাগর ঘরবন্দী!"। প্রথম আলো। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫।
- ↑ "'সম্ভ্রমহানীতে আমি হাইয়েস্ট' মিশা সওদাগর"। প্রথম আলো। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫।
- ↑ সাইফুল, রাহাত (২০১৯-০৫-১৬)। "৭ দিনের মিশনে দুবাইয়ে মিশা"। risingbd.com। ২০২৩-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৩।
- ↑ "মিশার আফসোস"। দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "ঢাকাই ছবিতে নায়ক-ভিলেন রসায়ন"। যুগান্তর। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- ↑ সেন্সর বোর্ডে সোহানের 'আমার জান আমার প্রাণ'। bdnews24.com। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "২০১৯ সালের চলচ্চিত্রগুলো"। দ্য ডেইলি স্টার। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯।
- ↑ "ঈদে ঢালি-বলিউড তারকাসমৃদ্ধ 'মোস্ট ওয়েলকাম'"। www.prothom-alo.com। ২০১২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "Bajarer Coole (2012) [বাজারের কুলি (২০১২)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬।
- ↑ "29 artistes get Nat'l Film Award 2014"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৫, ২০১৬। মার্চ ২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১, ২০১৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ চিন্তামন তুষার (জুলাই ২৫, ২০১৪)। "শখ-নিলয়ের 'অল্প অল্প প্রেমের গল্প'"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ৩০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "অল্প অল্প প্রেমের গল্প"। প্রথম আলো। ২০১৮-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "জটিলতা থাকলেও মুক্তি পাচ্ছে 'মাই নেম ইজ সিমি'"। রাইজিং বিডি। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- ↑ "এবার আর খলনায়ক নয়"। Prothom-Alo। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "৩০০ সিনেমা হল মাতাবে ঈদের তিন ছবি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ সেপ্টেম্বর ২০১৬। ৩১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- ↑ "ট্রেইলারে শাবনূরের 'পাগল মানুষ'"। bdnews24.com। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ "ইউটিউবে শাবনূরের ট্রেলার, ফেসবুকে সমালোচনা"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ ফেরদৌস, ফাহমিম (৮ এপ্রিল ২০১৮)। "FILM REVIEW: SWAPNAJAAL - Giasuddin Selim delivers on his promise"। দ্য ডেইলি স্টার। ৬ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
- ↑ "'জান্নাত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র'"। দৈনিক ইত্তেফাক। ৪ আগস্ট ২০১৮। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে 'মনে রেখো'"। চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৮-২৫। ২০২০-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- ↑ "'পাংকু জামাই' ছবিতে মিশা"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭।
- ↑ "Shakib, Misha back with new film 'Captain Khan'"। Dhaka Tribune। ২০১৮-০৩-২১। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩১।
- ↑ "রিস্কি শটে শাকিব, সাথে মিশা"। NTV Online। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫।
- ↑ "'পাসওয়ার্ড'-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা সওদাগর"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-৩০। ২০২০-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৬।
- ↑ "ঈদের ছবিতে মিশা"। NTV Online। ২০১৯-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪।
- ↑ "কায়েস আরজু-পরীমনি জুটির 'আমার প্রেম আমার প্রিয়া'"। কালের কণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৯। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- ↑ "'অন্ধকার জগতে'র বাসিন্দাকে শাকিবের উৎসাহ!"। ইনকিলাব। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- ↑ "আজ থেকে প্রেক্ষাগৃহে দুই নায়িকার লড়াই"। ভোরের কাগজ। ১৩ সেপ্টেম্বর ২০১৯। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন মিশা"। এনটিভি অনলাইন। ২০১৯-০৭-১০। ২০১৯-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৬।
- ↑ "এই হলো ঈদের সিনেমা"। সমকাল। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নাম বদলে প্রায় চার বছর পর মুক্তি পেল 'ডনগিরি'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-১৭। ২০২০-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮।
- ↑ "এসেছে 'শাহেনশাহ'র টিজার"। প্রথম আলো। ২০১৯-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১।