বিষয়বস্তুতে চলুন

মিশা সওদাগর অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশা সওদাগর, ঢাকা, ২০১৮।

শহিদ হাসান মিশা (মঞ্চ নাম মিশা সওদাগর হিসেবেই অধিক পরিচিত; জন্ম ৪ জানুয়ারি, ১৯৬৬)[] হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। মিশা সওদাগর চলচ্চিত্রে সাধারণত খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। তিনি বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়। মিশা সওদাগর অভিনয় ক্যারিয়ারে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।[][]

১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত 'নতুন মুখ' কার্যক্রমে নির্বাচিত হন মিশা সওদাগর[] তিনি ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ছটকু আহমেদ পরিচালিত চেতনাঅমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্য দেখা পাননি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি, খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায়। মিশা সওদাগর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, প্রেম পিয়াসী, এ জীবন তোমার আমার, বুকের ভিতর আগুন, শান্ত কেন অশান্ত, অনন্ত ভালোবাসা, বিয়ের ফুল, আজ গায়ে হলুদ, কুখ্যাত খুনী, রংবাজ বাদশা, বিপ্লবী জনতা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রেমের তাজমহল, স্বামী চিনতাই, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা, একশো কোটি টাকা, প্রিয়া আমার প্রিয়া, পিতা মাতার আমানত, আমার প্রাণের প্রিয়া, মন যেখানে হৃদয় সেখানে, সবাইতো ভালবাসা চায়, আমার জান আমার প্রাণ, নিঃশ্বাস আমার তুমি, বলো না তুমি আমার, নাম্বার ওয়ান শাকিব খান, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কিং খান, কে আপন কে পর, কোটি টাকার প্রেম, সে আমার মন কেড়েছে, মোস্ট ওয়েলকাম, মাই নেম ইজ খান, জটিল প্রেম, পোড়ামন, অল্প অল্প প্রেমের গল্প, হিরো দ্য সুপারস্টার, কিস্তিমাত, আকাশ কত দূরে, আমি শুধু চেয়েছি তোমায়, অগ্নি, ছুঁয়ে দিলে মন, ওয়ার্নিং, অনিল বাগচীর একদিন, মুসাফির, মেন্টাল, সম্রাট: দ্য কিং হিজ হেয়ার, আমি তোমার হতে চাই, সুলতানা বিবিয়ানা, স্বপ্নজাল, জান্নাত, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, অবতারশাহেনশাহ ইত্যাদি।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা সূত্র
১৯৯০ চেতনা নায়ক ছটকু আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র
অমরসঙ্গী নায়ক ছটকু আহমেদ নায়ক হিসেবে দ্বিতীয় ও শেষ চলচ্চিত্র
আম্মা শরীফ মোহাম্মদের ছেলে গাজী মাজহারুল আনোয়ার
১৯৯৫ আশা ভালবাসা আকরাম জোতদার তমিজ উদ্দীন রিজভী []
১৯৯৬ সত্যের মৃত্যু নাই টাইগার ছটকু আহমেদ
জীবন সংসার জাকির হোসেন রাজু
অতিক্রম পাশা আলমগীর কুমকুম
বছর অজানা দুই পৃথিবী ভালবাসা হান্নান
১৯৯৭ প্রেম পিয়াসী প্রিন্স রেজা হাসমত
স্নেহের বাঁধন মতিন রহমান
এ জীবন তোমার আমার মন্টু জাকির হোসেন রাজু
বুকের ভিতর আগুন ছটকু আহমেদ
গুন্ডা পুলিশ আজগর চৌধুরীর ছেলে শওকত জামিল
১৯৯৮ শান্ত কেন মাস্তান মনতাজুর রহমান আকবর
মেয়েরাও মানুষ মিশা খান মনোয়ার খোকন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তার সঙ্গে প্রথম চলচ্চিত্র
শেষ প্রতিক্ষা হাসান মোখলেছুর রহমান গোলাপ
১৯৯৯ ভুলো না আমায় ওয়াকিল আহমেদ
বিয়ের ফুল দিদার মতিন রহমান
রবি মাস্তান
হারামখোর
অনন্ত ভালবাসা রানা সোহানুর রহমান সোহান শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্র। []
মোস্তফা ভাই
তোমার জন্য পাগল নাকিব শিল্পী চক্রবর্তী
স্বপ্নের পুরুষ মিশা তালুকদার মনোয়ার খোকন
২০০০ কারিশমা মিশা সওদাগর আফতাব খান টুলু
আজ গায়ে হলুদ প্রতাপ নাথ মোহাম্মদ হোসেন
কাটা রাইফেল
গুন্ডা নাম্বার ওয়ান মনতাজুর রহমান আকবর
কুখ্যাত খুনী মিশা মনতাজুর রহমান আকবর ২০০০ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র
২০০১ হিংসার পতন গাজী জাহাঙ্গীর
রংবাজ বাদশা
বিপ্লবী জনতা মোস্তাক হাফিজ উদ্দিন
দানব বাঘা বদিউল আলম খোকন
শেষ যুদ্ধ মিশা চৌধুরী, কে.কে. চৌধুরীর ছেলে ছটকু আহমেদ
ভয়ানক সংঘর্ষ জুয়েলের পেদাশার খুনী মনতাজুর রহমান আকবর
শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাঁধনের বন্ধু দেবাশীষ বিশ্বাস
২০০২ ঢাকাইয়া মাস্তান রাজা মিশরী মনতাজুর রহমান আকবর
প্রেমের তাজমহল ডিফার্সন ডি’কস্তা গাজী মাহবুব
ক্ষ্যাপা বাসু রাজু কমল সরকার
ধ্বংস বদিউল আলম খোকন
যুদ্ধে যাবো এনায়েত করিম
সন্ত্রাসী বন্ধু
স্বামী স্ত্রীর যুদ্ধ
ভয়ংকর পরিণাম
মায়ের সম্মান
মেজর সাহেব মনতাজুর রহমান আকবর
ওপেন চ্যালেঞ্জ
মাস্তানের উপর মাস্তান মনতাজুর রহমান আকবর
সমাজকে বদলে দাও মিশা কাজী হায়াৎ
উত্তেজিত মীর জাফর আহমেদ নাসির
২০০৩ আজকের তাজা খবর
ক্ষমতার দাপট
মার্ডার
চরম শিক্ষা
বিগ বস সুজা মনতাজুর রহমান আকবর
মিনিষ্টার কাজী হায়াৎ
টপ সম্রাট
ধর মাস্তান
অস্ত্রধারী
আন্ডারওয়ার্ল্ড
নাটেরগুরু ডন, দবির মালিকের ছোট ভাই
বাস্তব জিলানীর ছেলে
বাবা
রুখে দাঁড়াও
শত্রুর মোকাবেলা
নূরা পাগলা
স্ত্রী কেন শত্রু
ডেঞ্জার
ভিলেন
কেয়ামত
সাহসী মানুষ চাই মহ্ম্মদ হান্নান
সত্যের বিজয় মিশা খান
দুই বধূ এক স্বামী বাদল মির্জা এফ আই মানিক
২০০৪ ভাড়াটে খুনী
জিরো জিরো সেভেন দাদা
ওরা লড়াকু
পাল্টা আক্রমণ
ফুটপাতের রাজা
বস্তির রানী সুরিয়া মনতাজুর রহমান আকবর
জীবনের গ্যারান্টি নাই মনতাজুর রহমান আকবর
লাষ্ট টার্গেট
ভণ্ড নেতা
প্রেম কেন কাঁদায়
রাজধানী
অপরাধ দমন
বাঁচাও তুফান বিল্লা গোলাম মুর্তজা বাহার
কঠিন সিদ্ধান্ত
তেজী পুরুষ
ধর শয়তান পাশা
সাবধান সন্ত্রাসী
এলাকার ত্রাস
এক লুটেরা
জাতশত্রু মোস্তাফিজুর রহমান বাবু
তোমার জন্য পাগল
হীরা আমার নাম শরিফউদ্দিন খান দিপু
আগুন আমার নাম স্বপন চৌধুরী
স্বামী ছিনতাই সোহানুর রহমান সোহান
বাঁচাও দেশ
২০০৫ অবৈধ অস্ত্র
বাজার
কয়লা
বাংলার বাঘ আহমেদ নাসির
দোজখ
দূর্ধর্ষ
জঙ্গল
গুটিবাজ
আমি জেল থেকে বলছি জেলার ২ মালেক আফসারী
রাস্তা
তল্লাশী
এলাকার বাদশা
জোড়া খুন
ওরা কারা
ধান্ধা
প্রতিবাদী মাষ্টার ছটকু আহমেদ মিশা সওদাগরের প্রথম প্রযোজিত চলচ্চিত্র
ঠ্যাকবাজ
লালু কসাই
নিরাপত্তা
টপ লিডার শাহাদাত হোসেন লিটন
ছোট্ট একটু ভালবাসা
হাঙ্গামা মতিন
নয়া মাস্তান
অ্যাকশন লেডি জাফর মাওলা মনতাজুর রহমান আকবর প্রযোজনা সংস্থা প্যানোরোমা মুভিজ এর সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র
রক্ষা নাই
নগ্ন হামলা
কাঙ্গালী রাজা
অর্ডার
বাবার খুনী
২০০৬ দাঁত ভাঙ্গা জবাব
নিষিদ্ধ যাত্রা
হট লাইন শাহীন-সুমন
অলরাউন্ডার
দুশমনের দুশমন
একশো কোটি টাকা মোহাম্মদ হোসেন জেমী
পাগলা মাস্তান
দাফন
জাদরেল
এ দেশ কার!
দাদীমা হাসান খাঁ এফ আই মানিক
চাচ্চু দুলু মির্জা এফ আই মানিক
সিস্‌টেম
ধরিয়ে দিন
ওরা নিষিদ্ধ
ক্ষমতা
নগদ
কোটি টাকার কাবিন এফ আই মানিক
মাথা গরম
আজকের গরম খবর
খুনী বিল্লা
ডাল ভাত
এনকাউন্টার
নষ্ট ছাত্র মিশা সওদাগর মনতাজুর রহমান আকবর
ল্যাংড়া মাসুদ
নজর
হিংস্র মানব
বাদশা গুন্ডা
ছিন্ন ভিন্ন
নিষ্পাপ কয়েদী
২০০৭ অন্ধকার জীবন
নির্দেশ
কঠোর
বাংলার ডন
মুসা ভাই
শত্রু শত্রু খেলা মোহাম্মদ জয়নাল আবেদীন
স্বামীর সংসার টায়ার কাদের জাকির হোসেন রাজু
মা আমার স্বর্গ টায়ার কাদের জাকির হোসেন রাজু
দাঙ্গা দমন
মাস্তান সম্রাট
কাবিননামা মিশা শাহাদাত হোসেন লিটন
ধোকা ইদ্রিস শাহীন-সুমন
দুই মাস্তান
মারদাঙ্গা
চম্পা রানীর আখড়া সুলতান শিকদার স্বপন চৌধুরী
দুশমন খতম
কঠিন প্রেম কিং কোবরা এম বি মানিক
বাবার কসম
মায়ের বদলা
কথা দাও সাথী হবে মিশা সরকার সোহানুর রহমান সোহান
ওসমান
তুফান আমার নাম
ক্ষমতার গরম
মেয়ে অপহরণ
জিদ্দি পুলিশ
বউয়ের জ্বালা ফিরোজ খান প্রিন্স
জজের রায়ে ফাঁসি
এক বুক জ্বালা ভিকি শাহীন-সুমন
নেতা রমেশ চক্রবর্তী
চান্দি গরম
কুখ্যাত নুরু
খেসারত
নিষিদ্ধ নেতা
দুর্দান্ত
২০০৮ আসলাম ভাই বিশু ইস্পাহানি আরিফ জাহান
ভয়ংকর হামলা
নাজেহাল
শ্রেষ্ঠ সন্তান
স্বামী হারা সুন্দরী
এলাকার রাজা
বিয়ের প্রস্তাব
পাষানের প্রেম গাজী মাজহারুল আনোয়ার
চাকরের প্রেম
নিষ্পাপ সন্তান
রাজু আমার ভাই
টাকাই যত গণ্ডগোল
বড় লোকের জামাই
প্রিয়া আমার প্রিয়া পুলিশ কমিশনার রাশেদ রায়হান চৌধুরী বদিউল আলম খোকন
আমাদের ছোট সাহেব এফ আই মানিক
সন্তান আমার অহংকার শাহীন-সুমন
জমিদার বাড়ীর মেয়ে
বাবার জন্য যুদ্ধ
মনে প্রাণে আছ তুমি জাকির হোসেন রাজু
সমাধি শাহীন-সুমন
যদি বউ সাজো গো এফ আই মানিক
পিতা মাতার আমানত বোম্বা এফ আই মানিক
তুমি আমার প্রেম শাহীন-সুমন
আমার জান আমার প্রাণ সোহানুর রহমান সোহান []
তুমি স্বপ্ন তুমি সাধনা শাহাদাত হোসেন লিটন
তোমাকে বউ বানাবো শাহাদাত হোসেন লিটন
২০০৯ ঠেকাও আন্দোলন
কাজের মানুষ মনতাজুর রহমান আকবর
ভালবেসে বউ আনবো চন্দন চৌধুরী
অভিশপ্ত রাত
তুমি আমার স্বামী রাজন মনতাজুর রহমান আকবর
আইন বড় না সন্তান বড় মধু মিয়া/সাধু বাবা
মৃত্যুর ফাঁদে
মন যেখানে হৃদয় সেখানে আলী আসগর শাহীন-সুমন
মনে বড় কষ্ট বদি শাহীন-সুমন
জান আমার জান
আমার প্রাণের প্রিয়া প্যাকেট বাবলু জাকির হোসেন রাজু
বধূ তুমি কার আকবর ভরসা বজলুর রাশেদ চৌধুরী
গরিবের ছেলে বড়লোকের মেয়ে আহমেদ নাসির
সবাইতো ভালবাসা চায় আব্বাস দেলোয়ার জাহান ঝন্টু
সবার উপরে তুমি এফ আই মানিক
ভণ্ড নায়ক
জন্ম তোমার জন্য
মিয়া বাড়ির চাকর জেমি শাহাদাত হোসেন লিটন
আইনের হাতে গ্রেফতার
প্রেম কয়েদী
রাস্তার ছেলে শাহীন-সুমন
সাহেব নামে গোলাম রাজু চৌধুরী
চাঁদের মত বউ প্রিয়া'র বাবা
বলো না কবুল
লাট্টু কসাই পি. এ. কাজল
২০১০ পরাণ যায় জ্বলিয়া রে সোহানুর রহমান সোহান
প্রেমে পড়েছি শাহাদাত হোসেন লিটন
বলো না তুমি আমার সাদেক শিকদার এম বি মানিক
বস্তির ছেলে কোটিপতি স্বপন চৌধুরী
জমিদার শাহীন-সুমন
রিকশাওয়ালার ছেলে মনতাজুর রহমান আকবর
ভালোবেসে মরতে পারি বদিউল আলম খোকন
টাকার চেয়ে প্রেম বড় শমশের
প্রেমিক পুরুষ রকিবুল আলম রকিব
হায় প্রেম হায় ভালোবাসা নজরুল ইসলাম খান
মায়ের জন্য মরতে পারি আরমান মল্লিক আহমেদ নাসির
মা আমার জান
সেই তুফান হাফিজ উদ্দিন
জীবন মরণের সাথী শমসের তালুকদার
তুমি আমার মনের মানুষ জাফর
জনম জনমের প্রেম খালেদ শাহীন-সুমন
ভালবাসলেই ঘর বাঁধা যায় না তুর্য খান জাকির হোসেন রাজু
আমার স্বপ্ন কাজী হায়াৎ
বড়লোকের ১০ দিন গরীবের ১ দিন পাশা শেখ নজরুল ইসলাম
৫ টাকার প্রেম শাহীন-সুমন
অশান্ত মন কাজী হায়াত
নিঃশ্বাস আমার তুমি মুহাম্মাদ আলী বদিউল আলম খোকন
নাম্বার ওয়ান শাকিব খান জমশের বদিউল আলম খোকন
প্রেম মানে না বাঁধা সাফি-ইকবাল
টপ হিরো বাদশা মনতাজুর রহমান আকবর
আমার মা আমার অহংকার
এভাবেই ভালোবাসা হয় মনতাজুর রহমান আকবর
২০১১ আমার পৃথিবী তুমি এসিপি বারী মির্জা গাজী মাহবুব
গার্মেন্টস কন্যা জি সরকার
আদরের জামাই মিনহাজ সউদ শাহাদাত হোসেন লিটন
মনের ঘরে বসত করে রাজনীতিবিদ আমান খান জাকির হোসেন রাজু
অংক যুবরাজ শাহীন-সুমন
কে আপন কে পর শাহীন-সুমন
পিতা পুত্রের গল্প কাজী হায়াৎ
বস নাম্বার ওয়ান ডলার দেওয়ান মোহাম্মদ হোসেন জেমী বিজয়ী: শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার
টাইগার নাম্বার ওয়ান শাহীন-সুমন
কিং খান গজা মোল্লা/কিং খান (ফেইক) মোহাম্মদ হোসেন জেমী
গরীবের ভাই রাহাত মির্জা পি. এ. কাজল
একবার বলো ভালোবাসি
দারোয়ানের ছেলে
বন্ধু তুমি শত্রু তুমি
প্রিয়া আমার জান
অস্ত্র ছাড়ো কলম ধরো সুলতান রাজু চৌধুরী []
অন্তরে আছো তুমি সুলতান শিকদার
ওয়ান্টেড
মায়ের জন্য পাগল
মনের জ্বালা জাফর মালেক আফসারী
জান কোরবান সালমান মির্জা
কোটি টাকার প্রেম বিল্লাহ সোহানুর রহমান সোহান
তোর কারণে বেঁচে আছি
২০১২ রক্তে ভেজা বাংলাদেশ নাদিম মাহমুদ
মাই নেম ইজ সুলতান
সন্তানের মতো সন্তান ইমরান শাহীন-সুমন
এক টাকার দেনমোহর আকবর তালুকদার এম বি মানিক
মোস্ট ওয়েলকাম আসিফ খান অনন্য মামুন []
সে আমার মন কেড়েছে আতিক সোহানুর রহমান সোহান
সন্ত্রাসী ধরো
ঢাকার কিং টিক্কা খান সাফি উদ্দিন সাফি
দূর্ধর্ষ প্রেমিক
(১০০% লাভ) বুক ফাটে তো মুখ ফোটে না বদরুল বদিউল আলম খোকন
ডন নাম্বার ওয়ান বদিউল আলম খোকন
বাজারের কুলি কামরান মির্জা মনতাজুর রহমান আকবর [১০]
জিদ্দি মামা শাহাদাত হোসেন লিটন
খোদার পরে মা সাদা শাহীন-সুমন
আমার চ্যালেঞ্জ বদিউল আলম খোকন
মারুফ এর চ‍্যালেঞ্জ কায়েস সওদাগর/চৌধুরী / জাফর শাহাদাত হোসেন লিটন
এক মন এক প্রান সোহানুর রহমান সোহান
২০১৩ ভালোবাসা আজকাল পুলিশ কর্মকর্তা পি. এ. কাজল
নিষ্পাপ মুন্না পাশা বদিউল আলম খোকন
পোড়ামন আবিদের বোন জামাই জাকির হোসেন রাজু
জটিল প্রেম সাজ্জাদ/ভাইরাস শাহীন-সুমন
প্রেমিক নাম্বার ওয়ান রকিবুল আলম রকিব
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার এফ আই মানিক
জোর করে ভালবাসা হয় না শাহাদাত হোসেন লিটন
মাই নেম ইজ খান বদিউল আলম খোকন
নিঃস্বার্থ ভালবাসা বশির খান অনন্ত জলিল
২০১৪ আকাশ কত দূরে ওস্তাদ সামিয়া জামান
অল্প অল্প প্রেমের গল্প বিষু, প্রফেশনাল কিডন্যাপার সানিয়াত হোসেন বিজয়ী: শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার[১১][১২] [১৩][১৪]
অগ্নি হায়দার ইফতেখার চৌধুরী
হিরো: দ্যা সুপার স্টার জাফর জোয়ারদার/ডেভিড বদিউল আলম খোকন শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র
ডেয়ারিং লাভার রাশেদ রায়হান চৌধুরী বদিউল আলম খোকন
সেরা নায়ক ওয়াকিল আহমেদ
হিটম্যান ডাবলা ওয়াজেদ আলী সুমন
স্বপ্নছোঁয়া শফিক হাসান
মাই নেম ইজ সিমি মনতাজুর রহমান আকবর [১৫]
কিস্তিমাত লায়ন রবি আশিকুর রহমান
আমি শুধু চেয়েছি তোমায় ভুমি'র বাবা অশোক পতিঅনন্য মামুন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র
তেলুগু চলচ্চিত্র আরিয়া ২-এর আনুষ্ঠানিক পুনঃনির্মাণ
[১৬]
ভালোবাসা এক্সপ্রেস শাফক্বাত মির্জা সাফি উদ্দিন সাফি
কি দারুন দেখতে ওয়াজেদ আলী সুমন
আই ডোন্ট কেয়ার মোহাম্মদ হোসেন জেমী
মোস্ট ওয়েলকাম ২ অনন্ত জলিল
ভালবাসতে মন লাগে কালাম কায়সার
প্রেম করবো তোমার সাথে রকিবুল আলম রকিব
কঠিন প্রতিশোধ নজরুল ইসলাম খান
২০১৫ ইউ-টার্ন আলভী আহমেদ
ওয়ার্নিং উস্তাগার সাফি উদ্দিন সাফি
অ্যাকশন জেসমিন ভাইজী ইফতেখার চৌধুরী
পুত্র এখন পয়সাওয়ালা নারগিস আক্তার
ছুঁয়ে দিলে মন আবিরের দুলাভাই শিহাব শাহীন
অনিল বাগচীর একদিন কর্নেল এলাহী, অনিলের বসের বন্ধু মোরশেদুল ইসলাম
ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল সাইফ চন্দন
রাজাবাবু - দ্য পাওয়ার ডায়মন্ড বদিউল আলম খোকন
নগর মাস্তান রকিবুল ইসলাম রকিব
ব্ল্যাকমানি রাশেদ চৌধুরী সাফি উদ্দিন সাফি
ব্ল্যাকমেইল অনন্য মামুন
দুই পৃথিবী হায়দার খান এফ আই মানিক
২০১৬ আমি তোমার হতে চাই অনন্য মামুন
শুটার রাজু চৌধুরী [১৭]
মুসাফির আসাদ উদ-দৌলা আশিকুর রহমান
মেন্টাল আসলাম তালুকদার শামীম আহমেদ রনি
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার মুসা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
২০১৭ আপন মানুষ
গেইম রিটার্নস
মিসড কল
সুলতানা বিবিয়ানা হিমেল আশরাফ
যে গল্পে ভালোবাসা নেই
২০১৮ পাগল মানুষ আছফ খান এম. এম. সরকার [১৮][১৯]
স্বপ্নজাল হিরণ সাহা গিয়াসউদ্দিন সেলিম [২০]
জান্নাত পীর মোস্তাফিজুর রহমান মানিক [২১]
মনে রেখো হিপ্পো ওয়াজেদ আলী সুমন [২২]
পাংকু জামাই হরমুজ আলী আব্দুল মান্নান [২৩]
ক্যাপ্টেন খান ইব্রাহিম ওয়াজেদ আলী সুমন [২৪]
২০১৯ পাসওয়ার্ড ভিক্টর মালেক আফসারী শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র
৫ জুন ২০১৯ ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত
২০১৯ সালের সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
[২৫][২৬]
মনের মতো মানুষ পাইলাম না জাকির হোসেন রাজু ২০১৯ সালের ঈদুল আযহায় উপলক্ষে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত [২৭]
আমার প্রেম আমার প্রিয়া শামিমুল ইসলাম শামীম [২৮]
অন্ধকার জগৎ সুলতান বাবা বদিউল আলম খোকন [২৯]
অবতার মাহমুদুল হাসান শিকদার [৩০]
ভালোবাসা.ডটকম মোহাম্মদ আসলাম [৩১]
বন্ধন অনন্য মামুন [৩২]
ডনগিরি শাহ আলম মন্ডল [৩৩]
২০২০ বীর দিলু বেপারী কাজী হায়াৎ শাকিব খান প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র
শাহেনশাহ দাউদ শামীম আহমেদ রনি [৩৪]
২০২১ মিশন এক্সট্রিম খান সানী সানোয়ারফয়সাল আহমেদ
২০২২ মাফিয়া মাফিয়া কিং আওলাদ পাঠান (মিঞা ভাই) তৌহিদ হোসেন চৌধুরী
বিদ্রোহী শাহীন-সুমন
শান এম. রাহিম
অমানুষ অনন্য মামুন
২০২৩ ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ
লিডার: আমিই বাংলাদেশ তপু খান
কিল হিম মোহাম্মদ ইকবাল
শত্রু সুমন ধর
প্রেম প্রীতির বন্ধন সোলায়মান আলী লেবু
লোকাল সাইফ চন্দন
মুজিব: একটি জাতির রূপকার জেনারেল আইয়ুব খান শ্যাম বেনেগাল
২০২৪ রিভেঞ্জ মোহাম্মদ ইকবাল
ডার্ক ওয়ার্ল্ড মোস্তাফিজুর রহমান মানিক
দরদ অনন্য মামুন
তুফান রায়হান রাফী
আসছে জিম্মি ডিপজল
ঘর ভাঙ্গা সংসার মনতাজুর রহমান আকবর
বিট্রে মোহাম্মদ ইকবাল
জ্যাম নঈম ইমতিয়াজ নেয়ামুল
অপারেশন অগ্নিপথ জুলফিকার মির্জা আশিকুর রহমান অস্ট্রেলিয়ায় চিত্রায়িত প্রথম চলচ্চিত্র
মুক্তি পায়নি
প্রেমের বাঁধন গাজী জাহাঙ্গীর
অন্তরে অন্তরে আতিক রহমান
হারজিৎ বদিউল আলম খোকন
হডসনের বন্দুক নয়ন মামা প্রশান্ত অধিকারী মিশা অভিনীত অংশ বাদ দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ব্যর্থ নায়ক, সফল ভিলেন"দৈনিক কালের কণ্ঠ। ৪ জানুয়ারি ২০১৯। ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  2. "মিশা সওদাগর ঘরবন্দী!"প্রথম আলো। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫ 
  3. "'সম্ভ্রমহানীতে আমি হাইয়েস্ট' মিশা সওদাগর"প্রথম আলো। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫ 
  4. সাইফুল, রাহাত (২০১৯-০৫-১৬)। "৭ দিনের মিশনে দুবাইয়ে মিশা"risingbd.com। ২০২৩-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৩ 
  5. "মিশার আফসোস"দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯ 
  6. "ঢাকাই ছবিতে নায়ক-ভিলেন রসায়ন"যুগান্তর। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬ 
  7. সেন্সর বোর্ডে সোহানের 'আমার জান আমার প্রাণ'bdnews24.com। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "২০১৯ সালের চলচ্চিত্রগুলো"দ্য ডেইলি স্টার। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯ 
  9. "ঈদে ঢালি-বলিউড তারকাসমৃদ্ধ 'মোস্ট ওয়েলকাম'"www.prothom-alo.com। ২০১২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  10. "Bajarer Coole (2012) [বাজারের কুলি (২০১২)]"ইন্টারনেট মুভি ডাটাবেজ। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬ 
  11. "29 artistes get Nat'l Film Award 2014"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৫, ২০১৬। মার্চ ২, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১, ২০১৬ 
  12. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬ 
  13. চিন্তামন তুষার (জুলাই ২৫, ২০১৪)। "শখ-নিলয়ের 'অল্প অল্প প্রেমের গল্প'"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ৩০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  14. "অল্প অল্প প্রেমের গল্প"প্রথম আলো। ২০১৮-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  15. "জটিলতা থাকলেও মুক্তি পাচ্ছে 'মাই নেম ইজ সিমি'"। রাইজিং বিডি। ২৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬ 
  16. "এবার আর খলনায়ক নয়"Prothom-Alo। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৩ 
  17. "৩০০ সিনেমা হল মাতাবে ঈদের তিন ছবি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ সেপ্টেম্বর ২০১৬। ৩১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  18. "ট্রেইলারে শাবনূরের 'পাগল মানুষ'"bdnews24.com। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  19. "ইউটিউবে শাবনূরের ট্রেলার, ফেসবুকে সমালোচনা"বাংলা ট্রিবিউন। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬ 
  20. ফেরদৌস, ফাহমিম (৮ এপ্রিল ২০১৮)। "FILM REVIEW: SWAPNAJAAL - Giasuddin Selim delivers on his promise"দ্য ডেইলি স্টার। ৬ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  21. "'জান্নাত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র'"দৈনিক ইত্তেফাক। ৪ আগস্ট ২০১৮। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 
  22. "যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে 'মনে রেখো'"চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৮-২৫। ২০২০-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪ 
  23. "'পাংকু জামাই' ছবিতে মিশা"এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  24. "Shakib, Misha back with new film 'Captain Khan'"Dhaka Tribune। ২০১৮-০৩-২১। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩১ 
  25. "রিস্কি শটে শাকিব, সাথে মিশা"NTV Online। ২০১৯-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫ 
  26. "'পাসওয়ার্ড'-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা সওদাগর"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-৩০। ২০২০-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৬ 
  27. "ঈদের ছবিতে মিশা"NTV Online। ২০১৯-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪ 
  28. "কায়েস আরজু-পরীমনি জুটির 'আমার প্রেম আমার প্রিয়া'"কালের কণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৯। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  29. "'অন্ধকার জগতে'র বাসিন্দাকে শাকিবের উৎসাহ!"ইনকিলাব। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  30. "আজ থেকে প্রেক্ষাগৃহে দুই নায়িকার লড়াই"ভোরের কাগজ। ১৩ সেপ্টেম্বর ২০১৯। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  31. "ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন মিশা"এনটিভি অনলাইন। ২০১৯-০৭-১০। ২০১৯-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৬ 
  32. "এই হলো ঈদের সিনেমা"সমকাল। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  33. "নাম বদলে প্রায় চার বছর পর মুক্তি পেল 'ডনগিরি'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-১৭। ২০২০-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮ 
  34. "এসেছে 'শাহেনশাহ'র টিজার"প্রথম আলো। ২০১৯-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]