নজরুল ইসলাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নজরুল ইসলাম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৮
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পেশারাজনীতিবিদ

নজরুল ইসলাম খান একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।[১] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।[১][২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নজরুল ইসলাম খান জামালপুর জেলার ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

নজরুল ইসলাম খান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার (বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী) শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮ 
  2. "বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮ 
  3. "সংগ্রামের শুরু"বণিক বার্তা। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮