ডিপজল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মনোয়ার হোসেন ডিপজল থেকে পুনর্নির্দেশিত)
ডিপজল
জন্ম
মনোয়ার হোসেন ডিপজল

(১৯৫৮-০৬-১৫)১৫ জুন ১৯৫৮
মিরপুর, ঢাকা, পূর্ব পাকিস্তান
অন্যান্য নামবিশু
নাগরিকত্ববাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ, ব্যবসায়ী
কর্মজীবন১৯৯৩ - বর্তমান
প্রতিষ্ঠানডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ, ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, অমি বনি কথাচিত্র
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (১৯৯৪)
বাংলাদেশ আওয়ামী লীগ
আত্মীয়শাহাদাত হোসেন বাদশা (ভাই)
আনোয়ার হোসেন আফজল (ভাই)

মনোয়ার হোসেন ডিপজল (জন্ম: ১৫ জুন, ১৯৫৮), বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী।[১][২][৩] তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৫ জুন, ১৯৫৮ সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার।[৪] তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী।[৫][৬][৭] তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন।[৮][৯] ডিপজল বাংলাদেশ জাতিয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা ৯ নম্বর ওয়ার্ড এর কমিশনার নির্বাচিত হন ১৯৯৪ সালে। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা তার নামে (ডিপজল পরিবহন) বাস সার্ভিস চালু করেন।[১০][১১]

কর্ম জীবন[সম্পাদনা]

ডিপজল ১৯৯৩ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা যিনি বাদশা ভাই নামে পরিচিত তিনি সান পিকচার্স এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আকবরেরও এটি পরিচালিতো প্রথম ছবি। কিন্তু ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।[১২] তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং[তথ্যসূত্র প্রয়োজন] সহ-সভাপতির ছিলেন ।[১৩] তিনি বর্তমানে এই সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

চলচ্চিত্র প্রযোজনা[সম্পাদনা]

ডিপজল অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।[১৪]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র অভিনেতা কাহিনিকার প্রযোজক পরিচালক সহ-অভিনেতা টীকা
১৯৯৩ টাকার পাহাড় হ্যাঁ মনতাজুর রহমান আকবর মিষ্টি মুক্তিপ্রাপ্ত অভিনীত প্রথম চলচ্চিত্র
হাবিলদার হ্যাঁ লিমা
সতী কমলা হ্যাঁ ক্যামেরার সামনে অভিনীত প্রথম চলচ্চিত্র
ডাকাত হ্যাঁ
১৯৯৯ তেজী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাজী হায়াৎ মান্না, একা, আবুল হায়াত এটি খলনায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র
ভয়ংকর বিষু বিষু হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রিয়াজ, শাবনুর, চম্পা, সোহেল রানা
আম্মাজান কালাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাজী হায়াৎ মান্না, মৌসুমী, আমিন খান, শবনম এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র
কে আমার বাবা হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, পপি
২০০০ কুখ্যাত খুনি তরফদার হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, মৌসুমী
গুন্ডা নাম্বার ওয়ান মোকারম হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, শাহনাজ
২০০১ কঠিন বাস্তব বক্কর হ্যাঁ মনতাজুর রহমান আকবর আমিন খান, কেয়া
ঠেকাও মাস্তান দিপু সরদার হ্যা মালেক আফসারী শাকিব খান, আমিন খান,

মুনমুন, সিমলা

২০০২ ঢাকাইয়া মাস্তান বিল্লাল মিশরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, মৌসুমী
মেজর সাহেব হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, মৌসুমী
ইতিহাস সোবহান হ্যাঁ কাজী হায়াৎ কাজী হায়াৎ, কাজী মারুফ, রত্না, মৌসুমি
২০০৩ কঠিন সীমার আকরাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, পপি
বউয়ের সম্মান ঢাকাইয়া মামুন হ্যাঁ মনতাজুর রহমান আকবর মৌসুমী, মাসুম বাবুল, অমিত হাসান
২০০৪ বস্তির রানী সুরিয়া ইকবাল তারাশী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর পপি, শাকিব খান, শাহনাজ
ভাইয়ের শত্রু ভাই বিটলা বিশু/বিশাল চৌধুরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর মান্না, শাবনূর
২০০৬ কোটি টাকার কাবিন সুলতান হ্যাঁ হ্যাঁ এফ আই মানিক শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, ফারুক
পিতার আসন হ্যাঁ এফ আই মানিক শাকিব খান, নিপুণ, আমিন খান, অপু বিশ্বাস
চাচ্চু চাচ্চু হ্যাঁ এফ আই মানিক শাকিব খান, অপু বিশ্বাস
দাদীমা সুলতান খান হ্যাঁ এফ আই মানিক শাকিব খান, অপু বিশ্বাস
২০০৯ কাজের মানুষ কাজের মানুষ/কাজু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রেসি, রাজ্জাক
২০১০ রিকসাওয়ালার ছেলে রস্তম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রেসি
মায়ের চোখ জীবন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রেসি, পূর্ণিমা, আমিন খান
জমিদার হ্যাঁ শাহীন-সুমন রুবেল, শিমলা, পূর্ণিমা, রিয়াজ
২০১১ ছোট্ট সংসার সুলতান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রেসি, তমা মির্জা, কাজী মারুফ
২০১২ মানিক রতন দুই ভাই মানিক হ্যাঁ হ্যাঁ কাজী হায়াৎ রেসি, তমা মির্জা, কাজী মারুফ
বাজারের কুলি হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর রেসি, নিপুন
২০১৭ দুলাভাই জিন্দাবাদ সুলতান/দুলাভাই হ্যাঁ মনতাজুর রহমান আকবর মৌসুমী, মীম, বাপ্পি চৌধুরী
২০২১ সৌভাগ্য সৌভাগ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এফ আই মানিক মৌসুমী, তন্দ্রা, কাজী মারুফ, তমা মির্জা
এ দেশ তোমার আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এফ আই মানিক দিতি, রুমানা, জায়েদ খান, সোহেল রানা
২০২২ অমানুষ হলো মানুষ আবুল হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর মৌ খান, জয় চৌধুরী
বাংলার হারকিউলিস হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর মৌ খান, নাদিমুল ইসলাম
ঘর ভাঙ্গা সংসার সুলতান হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর শিরিন শিলা, আঁচল
আক্রোশ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর
২০২৩ যেমন জামাই তেমন বউ হ্যাঁ হ্যাঁ মনতাজুর রহমান আকবর
জিম্মি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঘোষিত হবে এক কোটি টাকাছুরি হ্যাঁ হ্যাঁ ছটকু আহমেদ বাপ্পি চৌধুরী, শিরিন শিলা
পাথরের মনছুরি হ্যাঁ হ্যাঁ ছটকু আহমেদ

বছর অজানা;

স্বামী স্ত্রীর যুদ্ধ (ভিলেন)
সমাজকে বদলে দাও (ভিলেন)
বাধা (শাহনাজ) (ভিলেন) 
টপ টেরর (ভিলেন)
গণ দুশমন (ভিলেন) 
জিন্দা দাফন (ভিলেন)
তুমি যে আমার (ভিলেন)
বড় মালিক (ভিলেন)
গুন্ডা নাম্বার ওয়ান (ভিলেন)
ভয়ংকর সন্ত্রাসী (ভিলেন)
কাল্লু মামা (ভিলেন)
জগী ঠাকুর (ভিলেন)
নানা ভাই (ভিলেন)
গোলাম (ভিলেন)
ঘাড়তেড়া (ভিলেন)
ডাকু মাইয়া (ভিলেন)
দুর্ধর্ষ খুনী (ভিলেন)
ভালবাসার শত্রু (ভিলেন) 
দুশমন দরদী (ভিলেন)
আজকের দাপট (ভিলেন) 
ওদের ধর (ভিলেন) 
দিলতো পাগল (শাবনূর) (ভিলেন) 
গুন্ডার প্রেম/কালা মানিক (শাবনূর)
বোমা হামলা (ভিলেন) 
দুই নাগিন (ভিলেন) 
লাট্টু কসাই (ভিলেন)
মুখোমুখি (ভিলেন)
ভয়ানক সংঘর্ষ (ভিলেন)
ওরা ভয়ংকর (ভিলেন)
কঠিন শাস্তি (ভিলেন) 
ভয়ংকর পরিণাম (ভিলেন)
হিম্মত (ভিলেন)
বিশ্ব বাটপার (ভিলেন)
ভন্ড ওঝা (ভিলেন)
বোবা খুনী (ভিলেন)
দুর্ধর্ষ সম্রাট (ভিলেন) 
চাই ক্ষমতা (ভিলেন) 
রাঙা মাস্তান (ভিলেন) 
যাবি কই (ভিলেন)
চেয়ারম্যান (ভিলেন)
খাইছি তোরে (ভিলেন) 
আজকের ক্যাডার (ভিলেন) 
কদম আলী মাস্তান (ভিলেন)
খলনায়িকা (ভিলেন) 
ভয়াবহ (ভিলেন) 
বিল্লু মাস্তান (ভিলেন) 
ওরে বাবা (ভিলেন) 
নাটের গুরু (ভিলেন) 
অশান্ত আগুন (ভিলেন)
দলপতি (ভিালন)
সাবধান (ভিলেন)
বুকের পাটা (ভিলেন)
ক্ষ্যাপা বাসু (ভিলেন)
জানের জান (ভিলেন)
নায়ক (ভিলেন)
মুন্না মাস্তান (ভিলেন)
ঝড় (ভিলেন)
ধর (ভিলেন)
পানজা (ভিলেন)
কষ্ট (ভিলেন)
বর্তমান (ভিলেন)
খবর আছে (ভিলেন)
গিরিঙ্গিবাজ (ভিলেন)
মগের মুল্লুক (ভিলেন)
মহা সংগ্রাম (ভিলেন)
কঠিন বাস্তব (ভিলেন)
মন দিওয়ানা (ভিলেন)
হীরা চুন্নি পান্না (ভিলেন)
ঠেকাও মাস্তান (ভিলেন)
আর্তনাদ (ভিলেন)
তের পান্ডা এক গুন্ডা (ভিলেন)
নয়া কসাই (ভিলেন)
বিপদজনক (ভিলেন)
স্ত্রী কেন শত্রু (ভিলেন)
কাটা রাইফেল (ভিলেন)
জোর যার মুল্লুক তার (ভিলেন)
আমি গুন্ডা আমি মাস্তান (ভিলেন)
লন্ডভন্ড (ভিলেন)
ইজ্জতের লড়াই (ভিলেন)
কাটা লাশ (ভিলেন)
মন (ভিলেন)
শিকারী (ভিলেন)
ধাওয়া (ভিলেন)
জখম (ভিলেন)
ক্রোধ (ভিলেন)
আলী বাবা (ভিলেন)
অনেক দামে কেনা 
গরীবের ভাই (রেসি) 
স্বামী ভাগ্য (রেসি)
বাজারের কুলি (রেসি,নিপুন)
আমার পৃথিবী তুমি (রেসি)
ছোট্ট সংসার (রেসি)
মানিক রতন দুই ভাই (রেসি) 
অংক (দিতি)
এক জবান (রেসি, শাকিবা) 
আমার স্বপ্ন আমার সংসার (রেসি)
মায়ের হাতে বেহেস্তের চাবি (আন্না)


ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dipjol surrenders | bdtodaynews.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Police hunt for Dipjol | bdtodaynews.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মার্চ ২০১২ তারিখে," Jana Ojana, Popular Bangadeshi web magazine
  4. "Dipjol sued for assaulting police | bdtodaynews.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "ডিপজলের শুটিং স্পটে অগ্নিকাণ্ড"The Report24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ 
  6. "Saifur's son Naser gets 9yrs for extortion"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৭-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ 
  7. "ডিপজল (Dipjol) - বাংলা মুভি ডেটাবেজ"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৯ 
  8. "Monwar Hossain Dipjol"। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৯ 
  9. "বিনষ্ট হচ্ছে ডিপজলের ঘোষণা"। ২০১৯-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ 
  10. "কোটি টাকা বাড়তি ভাড়া আদায়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৩ 
  11. "ইজতেমায় ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল"The Report24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৩ 
  12. "সান পিকচার্স - বাংলা মুভি ডেটাবেজ"বাংলা মুভি ডেটাবেজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২০ 
  13. "শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন | বিনোদন"ittefaq। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  14. "ডিপজল গুরুতর অসুস্থ, বিকেলে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]