বিষয়বস্তুতে চলুন

কি দারুণ দেখতে!

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কি দারুন দেখতে থেকে পুনর্নির্দেশিত)
কি দারুণ দেখতে!
কি দারুণ দেখতে! চলচ্চিত্রের পোস্টার
পরিচালকওয়াজেদ আলী সুমন
প্রযোজকশিশির মনোয়ার
রচয়িতাআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ হুমায়ন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ৩১ জানুয়ারি ২০১৪ (2014-01-31)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কি দারুণ দেখতে! হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ২০১৪ সালের বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী, ওমর সানী, এবং মিশা সওদাগর[][]

রাস্তার পাশের থেকে নিজেকে বাঁচাতে এবং তার সত্যিকারের ভালবাসার সন্ধান করতে মাহি নিজেকে একজন কালো মহিলা হিসাবে ছদ্মবেশ দিতেন। এদিকে একটি নম্র ছেলে আপন এবং একটি গুন্ড-টাইপড ছেলে সোনারাম তার প্রেমে পড়ে যায়। মাহি কি তার সত্যিকারের প্রেম খুঁজে পাবে?

অভিনয়

[সম্পাদনা]

মুক্তি

[সম্পাদনা]

মূলত কি দারুন দেখতে মুক্তি ২৯ নভেম্বর ২০১৩ সালে ৭০ টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর সহিংসতা বিক্ষোভ, ধর্মঘট, এবং ১৮ দলীয় বিরোধী জোটের যে মাসগুলিতে নেতৃত্বের মাসের দিকে ডাকা হয়েছিল তাতে জড়িত থাকার কারণে এটি স্থগিত করা হয়েছিল। ৫ জানুয়ারী ২০১৪ এর সাধারণ নির্বাচনের পর ৩১ জানুয়ারি ২০১৪ তে মুক্তি পায়[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কী দারুণ দেখা গেল !BanglaNews24.com। ২০১৪-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Ki Darun Dekhte" কী দারুণ দেখতেদৈনিক প্রথম আলো। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  3. "Releasing Time of Movie 'Ki Darun Dekhte' Cancelled"The New Nation। ১৯ নভেম্বর ২০১৩। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।