বিষয়বস্তুতে চলুন

জীবন সংসার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবন সংসার
জীবন সংসার চলচ্চিত্রের পোস্টার
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজককামাল উদ্দিন
রচয়িতাজাকির হোসেন রাজু
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু তাহের
চিত্রগ্রাহকএম এইচ স্বপন
সম্পাদকআলাউদ্দিন আলাল
প্রযোজনা
কোম্পানি
সমন্বয় চলচ্চিত্র
পরিবেশকসমন্বয় চলচ্চিত্র
মুক্তি
  • ১৮ অক্টোবর ১৯৯৬ (1996-10-18)[]
স্থিতিকাল১৫৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

জীবন সংসার হল জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতাগোলাম মুস্তাফা

চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ই অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

জীবন সংসার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের ও সুর আয়োজন করেছেন মোহাম্মদ ইব্রাহীম। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, জাহানারা ভূঁইয়া, জাকির হোসেন রাজু। জাকির হোসেন রাজুর লেখা এবং আগুনসাবিনা ইয়াসমিনের গাওয়া "পৃথিবীতে সুখ বলে" গানটি পরবর্তীকালে আমার প্রেম আমার প্রিয়া (২০১৮) চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। নতুন করে গানটির সুরারোপ করেন আহমেদ হুমায়ুন এবং গানে কণ্ঠ দেন ইমরান ও খেয়া।[]

গানের তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কি আছে জীবনে আমার"মোহাম্মদ ইব্রাহীমমোহাম্মদ ইব্রাহীমমোহাম্মদ ইব্রাহিম, কনকচাঁপা৪:০৯
২."যেমন কুকুর তেমন মুগুর"জাহানারা ভুইয়াঁ, মনিরুজ্জামান মনিরআবু তাহেরএন্ড্রু কিশোরসাবিনা ইয়াসমিন৪:২৯
৩."এই চোখ এই বুক"জাকির হোসেন রাজুআবু তাহেরআগুন ও সাবিনা ইয়াসমিন৩:৩৫
৪."পৃথিবীতে সুখ বলে"জাকির হোসেন রাজুআবু তাহেরআগুন ও সাবিনা ইয়াসমিন৪:১১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সালমান শাহ'র কথাটি রাতে এখনো আমার কানে বাজে"দৈনিক কালের কণ্ঠ। ১০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "২১ বছর পর রিমেক হলো সালমানের গান"বাংলা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]