জীবন সংসার
অবয়ব
জীবন সংসার | |
---|---|
পরিচালক | জাকির হোসেন রাজু |
প্রযোজক | কামাল উদ্দিন |
রচয়িতা | জাকির হোসেন রাজু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আবু তাহের |
চিত্রগ্রাহক | এম এইচ স্বপন |
সম্পাদক | আলাউদ্দিন আলাল |
প্রযোজনা কোম্পানি | সমন্বয় চলচ্চিত্র |
পরিবেশক | সমন্বয় চলচ্চিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
জীবন সংসার হল জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র।[২] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৮ই অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়।
কুশীলব
[সম্পাদনা]- ফারুক - সাগর আহমেদ
- ববিতা - শেফা
- সালমান শাহ - সবুজ আহমেদ
- শাবনূর - শেলি/আঞ্জুমান
- গোলাম মুস্তাফা - জনাব হাবিব খান
- দিলদার
- ডন
- মিশা সওদাগর
- তুষার খান
- নাসরিন - লতা
- জাহানারা ভূঁইয়া
- অলকা সরকার
- পান্না
- চাঁদনী
- আমজাদ
- জামিলুর রহমান শাখা
- শাহ আলম কিরণ
- কামরুজ্জামান স্বপন
- জুয়েল
- আসলাম
সঙ্গীত
[সম্পাদনা]জীবন সংসার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের ও সুর আয়োজন করেছেন মোহাম্মদ ইব্রাহীম। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, জাহানারা ভূঁইয়া, জাকির হোসেন রাজু। জাকির হোসেন রাজুর লেখা এবং আগুন ও সাবিনা ইয়াসমিনের গাওয়া "পৃথিবীতে সুখ বলে" গানটি পরবর্তীকালে আমার প্রেম আমার প্রিয়া (২০১৮) চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। নতুন করে গানটির সুরারোপ করেন আহমেদ হুমায়ুন এবং গানে কণ্ঠ দেন ইমরান ও খেয়া।[৩]
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "কি আছে জীবনে আমার" | মোহাম্মদ ইব্রাহীম | মোহাম্মদ ইব্রাহীম | মোহাম্মদ ইব্রাহিম, কনকচাঁপা | ৪:০৯ |
২. | "যেমন কুকুর তেমন মুগুর" | জাহানারা ভুইয়াঁ, মনিরুজ্জামান মনির | আবু তাহের | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন | ৪:২৯ |
৩. | "এই চোখ এই বুক" | জাকির হোসেন রাজু | আবু তাহের | আগুন ও সাবিনা ইয়াসমিন | ৩:৩৫ |
৪. | "পৃথিবীতে সুখ বলে" | জাকির হোসেন রাজু | আবু তাহের | আগুন ও সাবিনা ইয়াসমিন | ৪:১১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সালমান শাহ'র কথাটি রাতে এখনো আমার কানে বাজে"। দৈনিক কালের কণ্ঠ। ১০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "২১ বছর পর রিমেক হলো সালমানের গান"। বাংলা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে জীবন সংসার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জীবন সংসার (ইংরেজি)